পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কংকালীতলার উপ-প্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় ধৃত তাঁরই 'ঘনিষ্ঠ' - KANKALITALA BOMBING CASE

ধৃতের ভাড়া বাড়ির মালিকের যদিও দাবি, ওই যুবক বোমাবাজির ঘটনার সঙ্গে যুক্ত নয় ৷ পুলিশ নিজের গা বাঁচাতে তাঁকে বিনা দোষে গ্রেফতার করেছে ৷

bombing in TMC leader house
উপ-প্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় ধৃত যুবক (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 1:49 PM IST

বোলপুর, 8 জানুয়ারি: কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় ভিন রাজ্যের যুবককে গ্রেফতার করল শান্তিনিকেতন থানার পুলিশ । ধৃতের নাম অর্ঘ্য মল্লিক ৷ ধৃতকে মঙ্গলবার বোলপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ তাঁকে সাতদিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবককে উপ-প্রধান মহম্মদ ওহিদউদ্দিন ওরফে মামন শেখের দলীয় কার্যালয়ে বসে থাকতে দেখা যেত ৷ যুবক নদিয়া জেলার বাসিন্দা ৷ পেশায় রাজমিস্ত্রি ৷ বর্তমানে বোলপুরে লায়েকবাজারের ঝর্নাডাঙায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি ৷ ভাড়া বাড়ির মালিকের দাবি, ধৃত যুবক বোমাবাজির ঘটনার সঙ্গে যুক্ত নয় ৷ পুলিশ নিজের গা বাঁচাতে তাঁকে গ্রেফতার করেছে ৷ সবমিলিয়ে উপ-প্রধানের বাড়িতে বোমাবাজি নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে ।

ধৃত যুবক উপ-প্রধান 'ঘনিষ্ঠ' বলে পরিচিত (ইটিভি ভারত)

স্থানীয় তৃণমূল নেতা আলেফ শেখ বলেন, "যাঁকে গ্রেফতার করা হয়েছে তাঁকে উপ-প্রধানের পার্টি অফিসেই বসে থাকতে দেখা গিয়েছে ৷ তাই এখানে স্পষ্ট কে বাড়িতে বোমা মারার ঘটনা ঘটিয়েছে । নিজেই নিজের বাড়িতে বোমাবাজি করিয়েছেন উপ-প্রধান ।" এ বিষয়ে অবশ্য উপ-প্রধান মামন শেখের বক্তব্য, "আমি পুলিশকে অভিযোগ করেছি ৷ সেই মতো পুলিশ তদন্ত করছে ৷ তদন্তে পুলিশ যা পাবে তাই করবে ৷"

1 জানুয়ারি বোলপুরের কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখ সাংবাদিক বৈঠক করে প্রাণ সংশয়ের অভিযোগ করেছিলেন ৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও করেছিলেন তিনি ৷ অভিযোগ, 4 জানুয়ারি উপ-প্রধানের লায়েকবাজারের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ।

উল্লেখ্য, এই উপ-প্রধানের বিরুদ্ধে ভাড়া দোকান ঘর দেওয়ার নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি । এমনকি, উপ-প্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জল হক ওরফে কাজল শেখ । তিনি বলেছিলেন, "নিরাপত্তা পেতে নিজের বাড়িতেই বোমাবাজি করিয়েছে উপ-প্রধান ।"

ABOUT THE AUTHOR

...view details