ETV Bharat / state

উত্তরবঙ্গে বিরল অস্ত্রোপচার ! প্রাণে বাঁচলেন ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ আক্রান্ত যুবতী - BLACK FUNGUS RARE SURGERY

তাঁর নাক ও মাথার খুলির একাংশ ব্ল্যাক ফাঙ্গাসে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল । এরপরই তড়িঘড়ি ফের অস্ত্রোপচারের উদ্যোগ নেয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷

Black Fungus Patient Undergoes Rare Surgery
প্রাণে বাঁচলেন ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ আক্রান্ত যুবতী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 6:25 PM IST

শিলিগুড়ি, 24 জানুয়ারি: ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস রোগে আক্রান্ত যুবতীর বিরল অস্ত্রোপচার ৷ প্রাণরক্ষা করে নজির গড়ল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগ । গত সাত-আট বছর ধরে মাথাব্যাথা, ঠান্ডা, সর্দি, হাঁচি ও স্নায়ুর রোগে ভুগছিলেন শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের মুরালিগছের বাসিন্দা তুলি বেগম । বছর সাতাশের তুলির হাত ওঠাতে না-পারা, কোমরে ব্যথার মতো সমস্যাও ছিল ।

প্রথমে সাধারণ জ্বর ও সাইনাসের সমস্যা ভাবে যুবতীর পরিবার । পরে সমস্যা বাড়ায় গত বছর ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে ডিসেম্বর মাসেই তাঁর সাইনাসের অস্ত্রোপচার করা হয় । কিন্তু যুবতীর সমস্যা নিয়ে চিকিৎসকদের সন্দেহ থেকে যায় । যে কারণে চিকিৎসকরা পরে তাঁর সোয়াব টেস্ট ও বায়োপসি করান ।

মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি থেকে সেইসব রিপোর্ট পেয়ে চমকে যান চিকিৎসকরা । রিপোর্টে ধরা পরে যুবতী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত । তাঁর নাক ও মাথার খুলির একাংশ ব্ল্যাক ফাঙ্গাসে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এরপরই তড়িঘড়ি ফের অস্ত্রোপচারের উদ্যোগ নেন ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো । চিকিৎসকদের একটি বিশেষ টিম তৈরি করে বৃহস্পতিবার ওই যুবতীর অস্ত্রোপচার করা হয় । শুক্রবার স্থিতিশীল হলে তাঁর অস্ত্রোপচার সম্পর্কে জানানো হয় ।

বিভাগীয় প্রধান বলেন, ‘‘যুবতী প্রথমে সাধারণ সাইনাসে আক্রান্ত ভেবে অস্ত্রোপচার করা হয়েছিল । পরে তাঁর বিভিন্ন টেস্ট করে জানা যায়, মিউকর মাইকোসিস । সেটা আমরা প্রথমে ভাবতে পারিনি । এরপরই আমরা অস্ত্রোপচার করি । বর্তমানে যুবতী স্থিতিশীল রয়েছেন ।’’ যুবতীর আত্মীয় রমজান আলি বলেন, ‘‘বহুদিন ধরে মাথাব্যথা, কোমড়ে ব্যথা নিয়ে ভুগছিল । ডিসেম্বরে অস্ত্রোপচার হয় । পরে আবার শুনি ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে ।’’

আরও পড়ুন

শিলিগুড়ি, 24 জানুয়ারি: ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস রোগে আক্রান্ত যুবতীর বিরল অস্ত্রোপচার ৷ প্রাণরক্ষা করে নজির গড়ল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগ । গত সাত-আট বছর ধরে মাথাব্যাথা, ঠান্ডা, সর্দি, হাঁচি ও স্নায়ুর রোগে ভুগছিলেন শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের মুরালিগছের বাসিন্দা তুলি বেগম । বছর সাতাশের তুলির হাত ওঠাতে না-পারা, কোমরে ব্যথার মতো সমস্যাও ছিল ।

প্রথমে সাধারণ জ্বর ও সাইনাসের সমস্যা ভাবে যুবতীর পরিবার । পরে সমস্যা বাড়ায় গত বছর ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে ডিসেম্বর মাসেই তাঁর সাইনাসের অস্ত্রোপচার করা হয় । কিন্তু যুবতীর সমস্যা নিয়ে চিকিৎসকদের সন্দেহ থেকে যায় । যে কারণে চিকিৎসকরা পরে তাঁর সোয়াব টেস্ট ও বায়োপসি করান ।

মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি থেকে সেইসব রিপোর্ট পেয়ে চমকে যান চিকিৎসকরা । রিপোর্টে ধরা পরে যুবতী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত । তাঁর নাক ও মাথার খুলির একাংশ ব্ল্যাক ফাঙ্গাসে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এরপরই তড়িঘড়ি ফের অস্ত্রোপচারের উদ্যোগ নেন ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো । চিকিৎসকদের একটি বিশেষ টিম তৈরি করে বৃহস্পতিবার ওই যুবতীর অস্ত্রোপচার করা হয় । শুক্রবার স্থিতিশীল হলে তাঁর অস্ত্রোপচার সম্পর্কে জানানো হয় ।

বিভাগীয় প্রধান বলেন, ‘‘যুবতী প্রথমে সাধারণ সাইনাসে আক্রান্ত ভেবে অস্ত্রোপচার করা হয়েছিল । পরে তাঁর বিভিন্ন টেস্ট করে জানা যায়, মিউকর মাইকোসিস । সেটা আমরা প্রথমে ভাবতে পারিনি । এরপরই আমরা অস্ত্রোপচার করি । বর্তমানে যুবতী স্থিতিশীল রয়েছেন ।’’ যুবতীর আত্মীয় রমজান আলি বলেন, ‘‘বহুদিন ধরে মাথাব্যথা, কোমড়ে ব্যথা নিয়ে ভুগছিল । ডিসেম্বরে অস্ত্রোপচার হয় । পরে আবার শুনি ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.