ETV Bharat / state

স্যালাইন-কাণ্ডে দুই চিকিৎসককে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির - CID INTERROGATES TWO DOCTORS

13 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে ৷ সেই 13 জনের মধ্যে দু’জনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হল ৷

CID Interrogates two Doctors
স্যালাইন-কাণ্ডে দুই চিকিৎসককে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 6:41 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: স্যালাইন-কাণ্ডে দু’জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করল সিআইডি ৷ শুক্রবার ভবানী ভবনে ওই দু’জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

স্যালাইন-কাণ্ডের তদন্তে নেমে সিআইডি 13 জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছিল ৷ যে দু’জনকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়, তাঁদের নাম ওই 13 জনের মধ্যেই রয়েছে ৷ সিআইডি সূত্রে খবর, দিলীপকুমার পাল ও হিমাদ্রী নায়েক নামে দুই চিকিৎসককে এদিন জিজ্ঞাসাবাদ করা হয় ৷

সিআইডি-র সূত্র থেকে আরও জানা গিয়েছে, সংশ্লিষ্ট দুই চিকিৎসক সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থেকেও বাইরে রোগী দেখেন ৷ সেই কারণে তাঁরা সরকারি হাসপাতালে সময় ঠিকমতো সময় দেন না বলে অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগ খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ করা হয় ওই দু’জনকে ৷ তাঁরা সত্যিই বাইরে কোথায় রোগী দেখেন কি না ! বাইরে রোগী দেখলে, কতদিন ধরে তা চলছে, এসবই গোয়েন্দারা জানতে চেয়েছেন ৷

তাছাড়া অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচারের সময় কী ধরনের প্রস্তুতি নেওয়া হয় ? মামনি রুইদাসের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটাও জানতে চাওয়া হয় বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে ৷ এই নিয়ে অবশ্য সিআইডির তরফে কেউ প্রকাশ্যে কোনও বক্তব্য দিতে নারাজ ৷ তবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এই দুই চিকিৎসক সেদিন অপারেশন থিয়েটারে ছিলেন ৷ ফলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ।

উল্লেখ্য চলতি মাসের শুরুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন রোগীদের দেওয়ার অভিযোগ ওঠে ৷ এর জেরে মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয় ৷ আরও বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন ৷ পরে এক সদ্যোজাতেরও মৃত্যু হয় ৷

এই ঘটনা হইচই ফেলে দেয় রাজ্যে ৷ গাফিলতির অভিযোগ ওঠে ৷ রাজ্য সরকারের তরফে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয় ৷ সেই সাসপেনশনের ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়েও টানাপোড়েন হয় ৷ যদিও বিরোধীরা এই নিয়ে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছে ৷

কলকাতা, 24 জানুয়ারি: স্যালাইন-কাণ্ডে দু’জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করল সিআইডি ৷ শুক্রবার ভবানী ভবনে ওই দু’জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

স্যালাইন-কাণ্ডের তদন্তে নেমে সিআইডি 13 জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছিল ৷ যে দু’জনকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়, তাঁদের নাম ওই 13 জনের মধ্যেই রয়েছে ৷ সিআইডি সূত্রে খবর, দিলীপকুমার পাল ও হিমাদ্রী নায়েক নামে দুই চিকিৎসককে এদিন জিজ্ঞাসাবাদ করা হয় ৷

সিআইডি-র সূত্র থেকে আরও জানা গিয়েছে, সংশ্লিষ্ট দুই চিকিৎসক সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থেকেও বাইরে রোগী দেখেন ৷ সেই কারণে তাঁরা সরকারি হাসপাতালে সময় ঠিকমতো সময় দেন না বলে অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগ খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ করা হয় ওই দু’জনকে ৷ তাঁরা সত্যিই বাইরে কোথায় রোগী দেখেন কি না ! বাইরে রোগী দেখলে, কতদিন ধরে তা চলছে, এসবই গোয়েন্দারা জানতে চেয়েছেন ৷

তাছাড়া অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচারের সময় কী ধরনের প্রস্তুতি নেওয়া হয় ? মামনি রুইদাসের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটাও জানতে চাওয়া হয় বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে ৷ এই নিয়ে অবশ্য সিআইডির তরফে কেউ প্রকাশ্যে কোনও বক্তব্য দিতে নারাজ ৷ তবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এই দুই চিকিৎসক সেদিন অপারেশন থিয়েটারে ছিলেন ৷ ফলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ।

উল্লেখ্য চলতি মাসের শুরুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন রোগীদের দেওয়ার অভিযোগ ওঠে ৷ এর জেরে মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয় ৷ আরও বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন ৷ পরে এক সদ্যোজাতেরও মৃত্যু হয় ৷

এই ঘটনা হইচই ফেলে দেয় রাজ্যে ৷ গাফিলতির অভিযোগ ওঠে ৷ রাজ্য সরকারের তরফে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয় ৷ সেই সাসপেনশনের ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়েও টানাপোড়েন হয় ৷ যদিও বিরোধীরা এই নিয়ে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.