হায়দরাবাদ, 24 জানুয়ারি: অভিনেতার সইফ আলি খানের ওপর হামলা ছেলে শরিফুল করেনি ৷ তাঁকে যেন অন্যায়ভাবে শাস্তি না দেওয়া হয় ৷ বাংলাদেশ থেকে কাতর আবেদন অভিযুক্তের বাবা মহম্মদ রুহুল আমিন ফকিরের ৷
এদিন তিনি এক সংবাদমাধ্যমে ভিডিয়ো কলে সাক্ষাৎ দিতে গিয়ে বলেন, "আমার ছেলে এই অপরাধ করেনি বলে আমি মনে করি ৷ কারণ যে ছবি সিসিটিভি ফুটেজে ও চ্যানেলে দেখানো হয়েছে তার সঙ্গে আমার ছেলের মিল নেই ৷ কারণ আমার ছেলে চুল ছোট রাখে আর ব্যাক ব্রাশ করে ৷ সে কখনও চুল চোখ পর্যন্ত রাখে না ৷ চোখের ভ্রু পর্যন্ত চুল রাখে না ৷ তাই হামলাকারী ও আমার ছেলের মধ্যে অনেক তফাত রয়েছে ৷"
ভারত সরকারের কাছে কোনও আবেদন রাখতে চান ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি সরকারের কাছে একটাই আবেদন করতে চাই যে অন্যায় ভাবে যেন কোনও কিছু না করে ৷ আমাদের ওপর অন্যায় হলে দুঃখ পাব ৷ ক্ষতিগ্রস্ত হব ৷ আমাদের ছেলের সঙ্গে কোনও অন্যায় যেন না হয় ৷" তিনি জানান, তাঁরা গরীব হতে পারেন কিন্তু অপরাধী নন ৷
এছাড়া অভিযুক্তের বাবা বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থার কারণে শরিফুল ভারতে যায় আয়ের উদ্দেশ্যে ৷ জানা গিয়েছে, শরিফুল এপ্রিল মাসে বাংলাদেশ ছেড়ে ভারতে আসে ৷ প্রথমে পশ্চিমবঙ্গে একটা হোটেলে কাজ করত ৷ সেখান থেকে মুম্বই যায় ৷ অন্যদিকে, তদন্তের স্বার্থে আরও বেশ কিছুদিন পুলিশি হেফাজতে থাকতে হবে সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুলকে ৷ আরও পাঁচদিন পুলিশ জেলেই কাটাতে হবে অভিনেতার বাড়িতে চুরি ও হামলার ঘটনায় জড়িত অভিযুক্তকে ৷ শুক্রবার এমনই নির্দেশ বান্দ্রা আদালতের ৷
30 বছরের শরিফুল বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ৷ বিজয় দাস নামে অভিযুক্ত মুম্বই থাকতে শুরু করে ৷ এরপর 16 জানুয়ারি সৎগুরু শরণ বিল্ডিংয়ে সইফ আলি খানের বাড়িতে অভিনেতার ওপর হামলা করে বলে অভিযোগ ৷ সিসিটিভি ফুটেজে অভিযুক্তর পালিয়ে যাওয়ার ছবি ধরাও পরে ৷ মুম্বই পুলিশ এবার অভিযুক্তের সঙ্গে সিসিটিভি ফুটেজের মিল খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে ৷