কলকাতা, 10 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তাঁকে 'ধর্ষণের পর নির্মমভাবে' খুন করা হয়েছে বলেই অভিযোগ। ছাত্রীর অস্বাভাবিক মৃ্ত্যুর ঘটনায় সরব হয়েছে রাজ্যের শাসক-বিরোধী সব রাজনৈতিক দলও ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনায় শুক্রবার দুপুরের পর থেকেই উত্তাল হয়ে উঠেছে আরজি কর মেডিক্য়াল কলেজ চত্ত্বর। মেডিক্য়াল কলেজ চত্ত্বর-সহ একাধিক জায়গায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
শনিবার, বিকেলে আরজি কর মেডিক্যাল কলেজের এমারজেন্সি গেটের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে সিপিএমের তরফে। সভাশেষে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। উত্তর কলকাতা জেলা কংগ্রেস কমিটির তরফে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। রাস্তায় নেমেছে বহু রাজনৈতিক থেকে চিকিৎসক সংগঠন। আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাগদে গোটা রাজ্যের সরকারি হাসপাতালে চলছে কর্মবিরতি।
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে ভবানীপুরে যদুবাবুর বাজারেরর বিক্ষোভ সংগঠিত করা হবে। AIDSO তরফে দিনভর রাজ্যজুড়ে 'প্রতিবাদ দিবস' পালন হবে মেডিক্যাল, ডেন্টাল, প্যারামেডিক্য়াল, নার্সিং কলেজগুলোতে ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।
AIDSO রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় আজ এক বিবৃতিতে বলেন, ‘‘আমরা এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত। একটি সরকারি মেডিক্যাল কলেজের ডিউটিরত অবস্থায় চিকিৎসক ছাত্রীর সম্ভ্রম এবং প্রাণের দায়িত্বটুকুও কলেজ কর্তৃপক্ষ নিতে পারছে না। শুধু তাই নয় হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথম থেকেই সচেষ্ট হয়ে উঠেছে এবং তারা বিচারবিভাগীয় তদন্ত না করে লোক দেখানো একটি তদন্ত কমিটি তৈরি করে ছাত্র-ছাত্রী ও ডাক্তারদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করে। এর বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা জুনিয়র ডাক্তাররা আরজি কর মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখাচ্ছে।"
বিরোধীদের দাবি: