আসানসোল, 17 অগস্ট: আইএমএ-র ডাকে 24 ঘণ্টা কর্মবিরতি চলছে চিকিৎসকদের ৷ দক্ষিণবঙ্গের অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বা ওপিডি পরিষেবা বন্ধ রয়েছে ৷ কোথাও ইমার্জেন্সি বিভাগে চিকিৎসকরা রোগীদের পরিষেবা দিচ্ছেন ৷ কোথাও বিশেষজ্ঞ চিকিৎসকরা ৷ জেনারেল ফিজিশিয়নরা স্বাস্থ্য পরিষেবা সামাল দিচ্ছেন ৷ তেমনই ছবি ধরা পড়ল, আসানসোল জেলা হাসপাতালের জরুরি বিভাগে ৷
আইএমএ-র ডাকা চিকিৎসকদের 24 ঘণ্টার কর্মবিরতির জেরে শনিবার সকাল থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ওপিডি পরিষেবা বন্ধ রয়েছে ৷ আসানসোল জেলা হাসপাতালে দেখা গেল আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও, ইমারজেন্সিতে চিকিৎসকরা রোগী দেখছেন ৷ তবে, সেখানেও হাতে গোনা কয়েকজন চিকিৎসক ৷ আরজি কর হাসপাতালে মহিলা পিজিটি ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় পাঁচ দফা দাবি ও তার সমাধান উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি জারি করে আইএমএ ৷ সেখানেই 17-18 অগস্ট সকাল 6টা থেকে 24 ঘণ্টার কর্মবিরতির কথা ঘোষণা করা হয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে ৷
আসানসোল জেলা হাসপাতাল
আসানসোল জেলা হাসপাতালে গিয়ে দেখা গেল সমস্ত আউটডোরের পরিষেবা বন্ধ রয়েছে ৷ ওপিডি’র টিকিট কাউন্টার ও ওষুধ বিতরণ কেন্দ্র বন্ধ রয়েছে ৷ ফলে দুরদুরান্ত থেকে আসা রোগীরা সমস্যায় পড়েছেন ৷ জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা অধিকাংশ রোগী নিম্নবিত্ত পরিবারের মানুষজন ৷ তাঁদের কাছে অনেক ক্ষেত্রেই খবর পৌঁছয় না বিভিন্ন কারণে ৷ তেমনি একজন রোগী জোসেফ হেমব্রম বলেন, "প্রায় 20 কিলোমিটার দূর কুলটি থেকে এসেছি ৷ জানতাম না আজকে আউটডোর বন্ধ ৷ আগামিকাল রবিবার, সোমবার রাখি পূর্ণিমা ৷ জানি না এই দু’দিন আউটডোর ছুটির কারণে বন্ধ থাকবে কি না ৷ শরীর খারাপ নিয়ে এসেছিলাম ৷ বাড়ি ফিরে যাচ্ছি ৷ কীভাবে চিকিৎসা পরিষেবা পাব জানি না !"
জোসেফ হেমব্রমের মতো অনেকেই দূরদুরান্ত থেকে এসে সমস্যায় পড়েছেন আসানসোল জেলা হাসপাতালে ৷ যদিও, জরুরি পরিষেবার জন্য ইমার্জেন্সি ওয়ার্ড চালু রাখা হয়েছে ৷ সেখানে দেখা গেল দুই চিকিৎসক কাজ করছেন ৷ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইন্দ্রজিৎ মহন্ত বলেন, "আমরা নির্যাতিতার পরিবারের সঙ্গে আছি ৷ কিন্তু, সামাজিক দায়িত্ব থেকেই আমরা ইমার্জেন্সি ওয়ার্ড চালু রেখেছি ৷"