কুলটি, 23 জুন:ছোট্ট একরত্তি মেয়ে । এখনও পর্যন্ত মুখে কথাও ফোটেনি ভালো করে । বয়স মাত্র দেড় বছর । আর এই দেড় বছরেই সে বিস্ময়কর স্মৃতিশক্তির অধিকারী । এই স্মৃতিশক্তির স্বীকৃতিও সে পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের থেকে। মাত্র দেড় বছরের শিশু 28টি দেশের জাতীয় পতাকা চিনে নিতে পারে । শুধু তাই নয়, চিনতে পারে ফুল, রং । চিনে নিতে পারে অক্ষর, সংখ্যা থেকে শুরু করে বিশেষ ব্যক্তিত্ব ও মনীষীদের । এমনকি ওয়ার্ল্ড হিরো কারা তাও নাকি ওই দেড় বছরের শিশুর নখদর্পণে । অবিশ্বাস্য লাগলেও এমনটাই ঘটেছে আসানসোলের কুলটির নিয়ামতপুরে ।
কুলটির নিয়ামতপুরের দম্পতি রাহুলকুমার মণ্ডল এবং মঞ্জু গরাই মণ্ডল । রাহুল রাজ্য সরকারি কর্মচারী ৷ বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনে রয়েছেন তিনি ৷ অন্যদিকে মঞ্জু গরাই মণ্ডল আসানসোলের বিধানচন্দ্র কলেজের শিক্ষিকা । তাঁদের কন্যা সন্তান রিয়ান্সি । বয়স মাত্র দেড় বছর । মঞ্জু দেবী শিক্ষিকা হওয়ার সুবাদে খুব ছোট থেকেই নিজের মেয়েকে পড়ানো শুরু করেন আর এই পড়াতে গিয়েই তিনি লক্ষ্য করেন যে, তাঁর দেড় বছর বয়সি এই কন্যা অদ্ভুত স্মৃতিশক্তির অধিকারী ।