পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিতে হবে আবর্জনা-কর ! নয়া নিয়ম চালুর পথে পুরাতন মালদা পুরসভা - IMPOSE TAX ON GARBAGE

আবর্জনা ফেললে দিতে হবে কর ৷ এমনই সিদ্ধান্ত পুরাতন মালদা পুরসভার। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছিল ইংরেজবাজার পুরসভা । যদিও তা কার্যকর হয়নি।

IMPOSE TAX ON GARBAGE
আবর্জনা ফেললে এবার থেকে ট্য়াক্স দিতে হবে ! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 6:28 PM IST

মালদা, 15 নভেম্বর: জেলায় প্রথম সিদ্ধান্ত নিয়েছিল ইংরেজবাজার পুরসভা ৷ তবে নানা মহলের আপত্তিতে সেই সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি ৷ এবার পুরাতন মালদা পুরসভা বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহের জন্য কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ আগামী ডিসেম্বর থেকে সেই কর নেওয়া শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন খোদ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ৷ ইংরেজবাজারের ক্ষেত্রে বিরোধিতা এসেছিল, পুরাতন মালদা পুরসভার ক্ষেত্রে কী হয়, এখন সেটাই দেখার ৷

মালদা জেলায় দুটি পুরসভা, ইংরেজবাজার ও পুরাতন মালদা ৷ কোনও পুরসভারই নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড নেই ৷ কখনও জাতীয় সড়কের ধারে, কখনও খোলা মাঠে আবর্জনা ফেলে আসেন দুই পুরসভার কর্মীরা ৷ দুই পুরসভা মিলিয়ে প্রতিদিন অন্তত 25 ট্র্যাক্টর আবর্জনা ফেলা হয় ৷ বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলা নিয়ে একাধিকবার মানুষের সঙ্গে পুরকর্মীদের ঝামেলাও হয়েছে ৷

আবর্জনা ফেললে এবার থেকে ট্য়াক্স দিতে হবে ! (ইটিভি ভারত)

বর্তমানে দুই পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছে ৷ কিন্তু একাধিক নির্বাচন পেরিয়ে গেলেও সমস্যার সুরাহা হয়নি ৷ এই পরিস্থিতিতে কিছুদিন আগে আবর্জনা কর চালুর উদ্যোগ নিয়েছিল ইংরেজবাজার পুর কর্তৃপক্ষ ৷ চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সাফ জানিয়ে দিয়েছিলেন, পরিষেবা অব্যাহত রাখতে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধে পেতে এই কর চালু করতেই হবে ৷ কিন্তু প্রথমে শহরের সাধারণ মানুষ, তারপর জেলার বণিকসভা, পুরসভার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ৷ মালদা শহরের বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতি পুরসভায় চিঠি দিয়ে জানিয়ে দেয়, তারা এই কর দেবে না ৷ বাধ্য হয়ে পিছিয়ে আসতে হয় কর্তৃপক্ষকে ৷ এখনও পর্যন্ত এই পৌরসভায় আবর্জনা কর চালু করা যায়নি ৷ এবার সেই পথে হাঁটছে পুরাতন মালদা পুরসভা ৷

পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, “এই ব্যাপারে আমরা কয়েক মাস আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম ৷ আমাদের নির্মল সাথী ও নির্মল বন্ধুরা প্রতিদিন সকালে পুরসভার 20টি ওয়ার্ডেই বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করেন ৷ সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের নির্দেশ এসেছে, বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের জন্য প্রতিদিন এক টাকা হারে সার্ভিস ট্যাক্স নিতে হবে ৷ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পুরসভা এই কর আদায় করা শুরু করেছে ৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে এই পুর এলাকাতেও আবর্জনা সংগ্রহের জন্য কর আদায় করা হবে ৷ মানুষ যাতে সুস্থভাবে চলাচল করতে পারে তার ব্যবস্থা করা হবে ৷ পুরসভার সুপারভাইজাররা বাড়ি বাড়ি গিয়ে এই কর সংগ্রহ করবেন ৷ প্রতিটি ওয়ার্ডে হ্যান্ডবিল ও মাইকিং করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে ৷”

ABOUT THE AUTHOR

...view details