আলিপুরদুয়ার, 11 জুলাই: দিনেদুপুরে স্কুলে যাওয়ার সময় নার্সারির শিশুকে অপহরণের ঘটনা ঘটল ৷ টোটোচালককে বন্দুক দেখিয়ে, স্প্রে করে শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার নিউ হাসিমারা এলাকায় ৷ বৃহস্পতিবার অপহরণের খবর পেয়েই তদন্ত নামে পুলিশ ৷ ইতিমধ্যে অপহরণকারীকে গ্রেফতার করেছে হাসিমারা থানার পুলিশ। উদ্ধার হয়েছে অপহৃত শিশুও ৷
পড়ুয়ার বাবা আশিস আগরওয়াল বলেন, "প্রতিদিন সকাল সাতটায় বাচ্চা স্কুলে যায় ৷ টোটোওয়ালা আমার বাচ্চাকে স্কুল নিয়ে যায়। এদিন সকালে টোটোচালক জানায়, আমার বাচ্চাকে স্প্রে করে অপহরণ করে নিয়ে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনার কথা পুলিশকে জানানো হয় ৷ এরপরেই পুলিশ তদন্তে নেমে আমার ছেলেকে উদ্ধার করেছে ৷ আমাদেরই প্রতিবেশী বাবলু জয়সওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। কেন এমন করল বুঝতেই পারলাম না।"