কলকাতা, 23 জুলাই:রাতের শহরে মহানগরে বাড়ছে প্রমীলা বাহিনীর সংখ্যা । মূলত পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, ধর্মতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় লালবাজারের তরফে রাতে টহলদারি বাড়াতে মহিলা পুলিশের গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে । এর কারণ নিয়ে লালবাজারের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ৷ তবে সূত্রের খবর, এবার বিকেল পাঁচটার পর থেকেই ধর্মতলা, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি এলাকায় আরও বেশি সংখ্যায় থাকবেন মহিলা পুলিশকর্মীরা ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "আমরা মূলত দু'টি শিফটে মহিলা পুলিশকর্মীদের এই সব রাস্তায় নামাচ্ছি ৷ একটি শিফটে দুপুর 12টা থেকে প্রায় রাত 9টা পর্যন্ত ৷ আরেকটি শিফট হবে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত ৷ দ্বিতীয় শিফট রাখার কারণ এই যে, অনেক সময় রাতের শহরে মহিলা হেনস্থার খবর সামনে আসে ৷ সেই সময় লালবাজার থেকে মহিলা পুলিশ কর্মীদের ঘটনাস্থলে আনা হয় এবং সেটি সময় সাপেক্ষ ব্যাপার । ফলে এই ব্যবস্থা করা হয়েছে ।"