কলকাতা, 12 ডিসেম্বর: পারদ পতন বঙ্গে। সঙ্গে শীতের আমেজও জমিয়ে উপভোগ করা শুরু। আজ বৃহস্পতিবার রাজ্যে পারদ নেমে 13 ডিগ্রির ঘরে ঢুকে পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, আর শীতলতম দিন হতে চলেছে বৃহস্পতিবার।
বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সামনের সাতদিনে সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি কম হবে। পূর্বাভাস মতোই পারদ পতন শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, গত 24 ঘণ্টার তুলনায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রার পতন হবে। তারপর তা থিতু হবে। এই পরিস্থিতি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই হবে। আপাতত রাজ্যে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা পরিষ্কার হচ্ছে।
পাশাপাশি আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। অবাধ উত্তুরে হাওয়ায় ধীরে ধীরে পারদ নামবে বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা বেশি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় কুয়াশা বেশি থাকবে। ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনাও রয়েছে। দৃশ্যমানতা দু-এক জায়গায় 50 মিটারে নেমে আসতে পারে।
ঘন কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের তিন জেলাতেও। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। রাজ্য জুড়েই তাপমাত্রা আগামী কয়েকদিনে ধীরে ধীরে নামবে। দুই দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তারপর তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় 10 ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা।
বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4.6 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ সর্বনিম্ন 46 শতাংশ।