জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে কি এবার চিকিৎসক সুশান্ত রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায় ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ? সুশান্ত রায়ের বাড়ির গেটের সামনে যে নোটিশ দেওয়া হয়েছে, তাকে ঘিরেই যত জল্পনা । চারদিন কোথায় থাকবেন ডাক্তারবাবু ? চারদিন চেম্বার বন্ধ করে কি তিনি কলকাতায় গেলেন ?
ডা. সুশান্ত কুমার রায়ের বাড়ির গেটে সাদা কাগজে নোটিশে লেখা রয়েছে । "বন্ধ। 19, 20, 21/09/24 তিনদিন বন্ধ । 23/09/24 তারিখ সোমবার থেকে খোলা"। ইতিমধ্যেই আরজি কর-কাণ্ডে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা. সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই ও ইডি তল্লাশি চালিয়েছে । পাশাপাশি আজই ইডি সুদীপ্ত রায়কে দফতরে ডেকে পাঠিয়েছে । এরপরেই সুশান্ত রায়ের বাড়ির সামনে এমন নোটিশকে ঘিরে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চিকিৎসকদের অন্দরে । উত্তরবঙ্গ লবির প্রভাব ও তাদের থ্রেট কালচারের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে । সুশান্ত রায়ের ইন্ধনেই অভীক দে ও বিরূপাক্ষ দে-র বাড়বাড়ন্ত ছিল বলে অভিযোগ । আইএমএ রাজ্য শাখা ডা. সুশান্ত রায়কে সাসপেন্ড করার দাবি তুলেছে । তাহলে কি এবার সুশান্তকুমার রায়কে তলব করা হল ?
তাঁর বাড়ির গেটে ঝোলানো নোটিশ ঘিরে জল্পনা তুঙ্গে ৷ অনেকেরই প্রশ্ন, ডাক্তারবাবু কী চারদিন রোগী দেখবেন না ? চেম্বার বন্ধ থাকলে তা পরিষ্কার করে নোটিশে লেখা থাকত । তবে এমন ভাবে নোটিশ লেখা হয়েছে যে, তাতে বিভ্রান্তি ছড়িয়েছে ৷ শুধু কি চেম্বার বন্ধ থাকবে, নাকি তিনিও বাড়িতে থাকছেন না ? এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষজনের মনে ।