পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ির গেটে নোটিশ, আরজি কর-কাণ্ডে কি এবার ছেলে-সহ চিকিৎসক সুশান্ত রায়কে তলব - Kolkata Doctor Rape And Murder - KOLKATA DOCTOR RAPE AND MURDER

Kolkata Doctor Rape And Murder: আরজি কর-কাণ্ডে কি এবার চিকিৎসক সুশান্তকুমার রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায়কে তলব করল সিবিআই ? সুশান্তকুমার রায়ের বাড়ির গেটে ঝোলানো একটি নোটিশকে ঘিরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ৷

ETV BHARAT
সুশান্তকুমার রায়ের বাড়ির গেটে ঝোলানো নোটিশ ঘিরে জল্পনা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 7:03 PM IST

জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে কি এবার চিকিৎসক সুশান্ত রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায় ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ? সুশান্ত রায়ের বাড়ির গেটের সামনে যে নোটিশ দেওয়া হয়েছে, তাকে ঘিরেই যত জল্পনা । চারদিন কোথায় থাকবেন ডাক্তারবাবু ? চারদিন চেম্বার বন্ধ করে কি তিনি কলকাতায় গেলেন ?

ডা. সুশান্ত কুমার রায়ের বাড়ির গেটে সাদা কাগজে নোটিশে লেখা রয়েছে । "বন্ধ। 19, 20, 21/09/24 তিনদিন বন্ধ । 23/09/24 তারিখ সোমবার থেকে খোলা"। ইতিমধ্যেই আরজি কর-কাণ্ডে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা. সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই ও ইডি তল্লাশি চালিয়েছে । পাশাপাশি আজই ইডি সুদীপ্ত রায়কে দফতরে ডেকে পাঠিয়েছে । এরপরেই সুশান্ত রায়ের বাড়ির সামনে এমন নোটিশকে ঘিরে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চিকিৎসকদের অন্দরে । উত্তরবঙ্গ লবির প্রভাব ও তাদের থ্রেট কালচারের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে । সুশান্ত রায়ের ইন্ধনেই অভীক দে ও বিরূপাক্ষ দে-র বাড়বাড়ন্ত ছিল বলে অভিযোগ । আইএমএ রাজ্য শাখা ডা. সুশান্ত রায়কে সাসপেন্ড করার দাবি তুলেছে । তাহলে কি এবার সুশান্তকুমার রায়কে তলব করা হল ?

তাঁর বাড়ির গেটে ঝোলানো নোটিশ ঘিরে জল্পনা তুঙ্গে ৷ অনেকেরই প্রশ্ন, ডাক্তারবাবু কী চারদিন রোগী দেখবেন না ? চেম্বার বন্ধ থাকলে তা পরিষ্কার করে নোটিশে লেখা থাকত । তবে এমন ভাবে নোটিশ লেখা হয়েছে যে, তাতে বিভ্রান্তি ছড়িয়েছে ৷ শুধু কি চেম্বার বন্ধ থাকবে, নাকি তিনিও বাড়িতে থাকছেন না ? এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষজনের মনে ।

আরজি কর-কাণ্ডে জলপাইগুড়ির চোখের ডাক্তার তথা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সহ সভাপতি ডা. সুশান্তকুমার রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায়ের নাম জড়িয়েছে ৷ আরজি করের ঘটনার দিন তিনি সেখানে কয়েকজনকে নিয়ে গিয়েছিলেন বলে সংবাদমাধ্যমের সামনে স্বীকারও করেছেন চিকিৎসক সুশান্তকুমার রায় । শুধু তাই নয়, ঘটনার দিন ভোরে সেখানে তাঁর ছেলের উপিস্থিতি নিয়েও চর্চা শুরু হয়েছে ৷

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেই জলপাইগুড়িতে এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় ৷ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা সুশান্ত রায়ের নাম জড়ায় এই ঘটনায় ৷ এদিকে, সুদীপ্ত রায়কে ইডি অফিসে ডেকে পাঠানোর পর সুশান্ত রায়ের ডাক আসা কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন জলপাইগুড়ির প্রতিবাদী চিকিৎসকরা ।

সুশান্তকুমার রায়ের বাড়ির সামনে সাদা কাগজে যে নোটিশ দেওয়া আছে, তাতে মনে করা হচ্ছে তিনি চার দিন রোগী দেখবেন না । তাহলে চারদিন তিনি কোথায় যাবেন, সিবিআই বা ইডি তলব করেছে বলেই কি তিনি থাকছেন না, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে । জলপাইগুড়ি আইএমএ-র প্রাক্তন সম্পাদক ডা. পান্থ দাশগুপ্ত বলেন, ঘটনার দিন আরজি করে সুশান্ত রায় কী করছিলেন, তিনি কোন অধিকারে সেখানে গিয়েছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে ডেকে এটা জিজ্ঞাসাবাদ করুক ।

ডা: সুশান্তকুমার রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায়কে আদেও সিবিআই বা ইডি ডেকেছে কি না, এই বিষয়ে জানার জন্য তাঁদের দু'জনকেই ফোন করা হলে তাঁরা ফোন তোলেননি । ফলে তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details