পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শেষের পথে অপেক্ষা! দ্রুত তিনটি নতুন মেট্রো-রুট পেতে চলেছে কলকাতা

Metro Route in Kolkata: যেভাবে পরিদর্শন চলছে তার থেকে বেশ স্পষ্ট যে এবার আর অপেক্ষা মাত্র ক'টা দিনের ৷ পয়লা বৈশাখের আগেই হয়তো শহরবাসী পেতে পারে নতুন এই তিনটি রুট।

আরও তিনটি নয়া মেট্রো-রুট
Metro Route in Kolkata

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 11:07 PM IST

দ্রুত কলকাতা পেতে চলেছে আরও তিনটি নয়া মেট্রো-রুট

কলকাতা, 7 ফেব্রুয়ারি:জোকা-তারাতলা এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিদর্শন হয়েছে আগেই ৷ আর বুধবার অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের মেট্রো স্টেশনের অংশ পরিদর্শন করলেন চিফ সেফটি কমিশনার অফ রেলওয়ে জনক কুমার গর্গ ও তাঁর পর্যবেক্ষক দল। যেভাবে পরিদর্শন চলছে তার থেকে বেশ স্পষ্ট যে এবার আর অপেক্ষা মাত্র ক'টা দিনের ৷ আর তারপরেই চালু হয়ে যেতে পারে এই তিনটি মেট্রো রুট। পয়লা বৈশাখের আগেই হয়তো শহরবাসী পেতে পারে নতুন এই তিনটি রুট।

বাকি দু'টি রুটের মতো এই রুটেও মেট্রো ট্র্যাক এবং স্টেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। আজ সকালে সিসিআরএস জনক কুমার গর্গ অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় ট্রেনে যাত্রা করে পরিদর্শন করেন। বিশেষ করে উভয় ট্র্যাকের ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) সিগন্যালিং সিস্টেম পরিদর্শন করেন তিনি। অন বোর্ড পরিদর্শন শুরুর আগে তিনি কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো রেলওয়ে এবং রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক সারেন।

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, বৈঠকে আরভিএনএলের কর্মকর্তারা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জনক কুমার গর্গকে এই প্রকল্পের প্রযুক্তিগত বিবরণ এবং কাজের অগ্রগতি সম্পর্কে বলা হয়। বৈঠকের পর সিসিআরএস এই স্টেশনে এন্ট্রি ও এক্সিট গেট, এএফসি-পিসি গেটস, স্টেশন কন্ট্রোল রুম, এসকেলেটর, লিফটস, সাইনেজ বোর্ড, ফায়ার ডিটেকশন, সাপ্রেশন সিস্টেম, স্টেশন বাফার এবং যাত্রী সুবিধার দিকগুলি খুঁটিয়ে দেখেন।

তারপর তিনি মেট্রোর মোটরম্যানের ক্যাবে উঠে প্রসারিত ইআই সিগন্যালিং সিস্টেম পরীক্ষা করতে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত যাত্রা করেন। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের বাইরে ক্রসওভার পয়েন্টটিও পরীক্ষা করা হয়। কারণ এই ক্রসওভার পয়েন্ট থেকেই পুনরায় রেক ঘুরিয়ে কবি সুভাষ স্টেশনের উদ্যেশ্যে রয়না দেবে ট্রেন। তাই এই ক্রস অভার পয়েন্ট সফল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটিকে রিভার্স পরিষেবা বলা হয়। এরপর তিনি এই নয়া নির্মিত স্টেশনটি ঘুরে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পুনরায় মেট্রোতে চেপেই কবি সুভাষ স্টেশনে ফিরে আসেন।

প্রসঙ্গত, এর আগে তিনদিন হয়েছে পরিদর্শন। গত রবিবার জনক কুমার গর্গ নবনির্মিত মাঝেরহাট মেট্রো স্টেশন পরিদর্শন করেন এবং মাঝেরহাট থেকে তারাতলা স্টেশনেও যান। এরপর দু'দিন তিনি ও তাঁর দল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গ্রিন লাইনে মেট্রো পরিষেবা দেখতে যায় ৷

আরও পড়ুন:

  1. পুজোর আগেই চালু হতে পারে দেশের প্রথম নদীর নীচে মেট্রো, দ্বিতীয় দফার পরিদর্শনে সিসিআরএস
  2. পরিদর্শন সারলেন সেফটি কমিশনার, শীঘ্রই রেলের চাকা গড়াবে মেট্রোর তিনটি রুটে
  3. শুক্রবার গ্রিন লাইনে বাড়ানো হল মেট্রো, পার্পেল লাইনে বন্ধ থাকবে পরিষেবা

ABOUT THE AUTHOR

...view details