কলকাতা, 7 ফেব্রুয়ারি:জোকা-তারাতলা এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিদর্শন হয়েছে আগেই ৷ আর বুধবার অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের মেট্রো স্টেশনের অংশ পরিদর্শন করলেন চিফ সেফটি কমিশনার অফ রেলওয়ে জনক কুমার গর্গ ও তাঁর পর্যবেক্ষক দল। যেভাবে পরিদর্শন চলছে তার থেকে বেশ স্পষ্ট যে এবার আর অপেক্ষা মাত্র ক'টা দিনের ৷ আর তারপরেই চালু হয়ে যেতে পারে এই তিনটি মেট্রো রুট। পয়লা বৈশাখের আগেই হয়তো শহরবাসী পেতে পারে নতুন এই তিনটি রুট।
বাকি দু'টি রুটের মতো এই রুটেও মেট্রো ট্র্যাক এবং স্টেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। আজ সকালে সিসিআরএস জনক কুমার গর্গ অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় ট্রেনে যাত্রা করে পরিদর্শন করেন। বিশেষ করে উভয় ট্র্যাকের ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) সিগন্যালিং সিস্টেম পরিদর্শন করেন তিনি। অন বোর্ড পরিদর্শন শুরুর আগে তিনি কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো রেলওয়ে এবং রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক সারেন।
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, বৈঠকে আরভিএনএলের কর্মকর্তারা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জনক কুমার গর্গকে এই প্রকল্পের প্রযুক্তিগত বিবরণ এবং কাজের অগ্রগতি সম্পর্কে বলা হয়। বৈঠকের পর সিসিআরএস এই স্টেশনে এন্ট্রি ও এক্সিট গেট, এএফসি-পিসি গেটস, স্টেশন কন্ট্রোল রুম, এসকেলেটর, লিফটস, সাইনেজ বোর্ড, ফায়ার ডিটেকশন, সাপ্রেশন সিস্টেম, স্টেশন বাফার এবং যাত্রী সুবিধার দিকগুলি খুঁটিয়ে দেখেন।