হাওড়া, 12 জানুয়ারি: "জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্য়ে না পৌঁছন পর্যন্ত থেমো না..." যুগের পর যুগ ধরে স্বামী বিবেকানন্দের এই উক্তি যুব সমাজের হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে ৷ আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন ৷ বিশেষ এই দিন উপলক্ষে দেশ এবং রাজ্যজুড়ে পালিত হচ্ছে 'জাতীয় যুব দিবস' ৷ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে রামকৃষ্ণ মঠ ও বেলুড় মঠে ৷ ইতিমধ্য়েই, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷ ভিডিয়োতে দেশের যুব সমাজের প্রতি স্বামী বিবেকানন্দের অবদান প্রসঙ্গে একাধিক বক্তব্য তুলে ধরেছেন তিনি ৷ ব্য়াখ্য়া দিয়েছেন স্বামী বিবেকানন্দের প্রধান দুই উদ্দেশ্যের, প্রতিষ্ঠান ও উদ্ভাবনের ৷
উল্লেখ্য, রবিবার জাতীয় যুব দিবস উপলক্ষে দিল্লিতে আয়োজিত 'বিকশিত ভারত তরুণ নেতৃত্ব সংলাপ 2025'-এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ অনুষ্ঠানে দেশের যুব সমাজের প্রতি বক্তব্যও রাখবেন তিনি ৷
এদিকে, রবিবার সকাল থেকেই বেলুড় মঠে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে 41তম 'জাতীয় যুব দিবস' ৷ এদিন সকাল 8টা থেকে 9টা 15 মিনিট পর্যন্ত বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সঙ্গীতে অনুষ্ঠান শুরু হয় । এতে অংশ নেন বেলুড় মঠ প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীবৃন্দ । এরপর সকাল 9টা 30 মিনিট থেকে বেলা 11টা 45 মিনিট পর্যন্ত বৈদিক মন্ত্রোচ্চারণ ও অনুষ্ঠান রয়েছে ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রামকৃষ্ণ মঠ, ব্রহ্মচারী প্রশিক্ষণকেন্দ্র ও বেলুড় মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দজী মহারাজ ৷