কলকাতা, 30 মার্চ: গার্ডেনরিচে পাঁচতলা ভবন ভেঙে পড়ায় তাতে চাপা পড়ে প্রাণ হারান 12 জন। তারপরেই টনক নড়েছে কলকাতা পৌরনিগমের ৷ ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ ঠেকাতে কলকাতা কর্পোরেশন শুরু করল অ্যাপের সাহায্যে নজরদারি। অ্যাপের নাম 'কেএমসি ওয়ার্ক ডায়রি'। এই অ্যাপ কীভাবে ব্যবহার করা যাবে তা নিয়ে দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ ৷ কলকাতা কর্পোরেশনের টাউন প্ল্যানিং ডিপার্টমেন্টের কনফারেন্স রুমে আইটি সেলের তরফে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। মূলত বিল্ডিং বিভাগের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারদের এই ট্রেনিং দেওয়া হচ্ছে।
এই অ্যাপ ঠিক কেমন? কীভাবে কেএমসি ওয়ার্ক ডায়রি অ্যাপের মাধ্যমে নজরদারি রাখবেন ইঞ্জিনিয়ার থেকে আধিকারিকরা?
এক আধিকারিক জানান, এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইঞ্জিনিয়ররা ডাউনলোড করবেন। তারপর নিজের আইডি দিয়ে লগ ইন করবেন। এরপর নির্দিষ্ট ভাবে ওয়ার্ড ও স্ট্রিট উল্লেখ করতে হবে। দিতে হবে বাড়ি বা ওই ভবনের নম্বরও। নির্মাণ কাজের ছবি তুলে নিচে নোট লিখতে হবে। বেআইনি কোনও কার্যকলাপ যদি নজরে আসে সেটা উল্লেখ করতে হবে। এসএই(সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার) দেওয়া সেই রিপোর্ট দেখবেন এই (অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়র)। তিনি সেই রিপোর্ট অ্যাপ মারফত পাঠাবেন বরো এক্সিকিউটিভ আধিকারিককে। তিনি পাঠাবেন ডিজি বিল্ডিং-কে ।
রিপোর্ট ভিত্তি করেই এক্সিকিউটিভ আধিকারিক অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে থানায় অভিযোগ দায়েরের জন্য নির্দেশ দিতে পারেন। উল্লেখ্য, গার্ডেনরিচ ঘটনার পর থেকেই বেশ কিছু ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে নজরদারির গাফিলতির অভিযোগ সামনে আসে। শো-কজও করা হয় তাঁদের। ইতিমধ্যে তিনজনের বিরুদ্ধে চলছে বিভাগীয় তদন্ত। অন্যদিকে ইঞ্জিনিয়ারদের অভিযোগ, পর্যাপ্ত সংখ্যার ইঞ্জিনিয়ার নেই। এই অভিযোগ পালটা অভিযোগের মধ্যে দাঁড়িয়েই শুরু হল অ্যাপ নজরদারির প্রশিক্ষণ।