পশ্চিমবঙ্গ

west bengal

কয়লার গাড়ি লুঠ করার ছক, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু ব্যক্তির - Man dies in Magrahat

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 10:53 PM IST

Man killed in Magrahat: গাছের গুড়ি ফেলে লুঠ করার ছক দুষ্কৃতীদের ৷ আর তা সরাতে লরি থেকে নামতেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Man dies in Magrahat
দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির (ইটিভি ভারত)

মগরাহাট, 1 সেপ্টেম্বর: যে কোনও হিন্দি সিনেমার অ্যাকশন দৃশ্যকেও হার মানাবে মগরাহাটের এই ঘটনা ৷ কয়লার গাড়ি লুট করার উদ্দেশে রাস্তায় বড় গাছের গুড়ি ফেলে রেখেছিল দুষ্কৃতীরা। এই রাস্তা দিয়েই নিয়মিত কয়লা ভর্তি লরি কলকাতা যায়। সেই মতো আগে থেকেই কার্যত পরিকল্পনা সাজানো ছিল দুষ্কৃতীদের। আর সেই অনুযায়ী রাতে শুনশান রাস্তায় বড় বড় গাছের গুড়ি ফেলে রাস্তার ধারে জঙ্গলে লুকিয়ে শুধু অপেক্ষা করছিল দুষ্কৃতীরা ৷ কয়লা ভর্তি গাড়ি এসে দাঁড়াতেই জঙ্গল থেকে ছুটে আসে গুলি। তাতেই মৃত্যু হল একজনের ৷

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির (ইটিভি ভারত)

গাছের গুড়ি সরাতে লরি থেকে নামতেই ছুটে আসে গুলি ৷ গুলি এসে লাগে ওই ব্যক্তির বুকে ৷ রাস্তাতেই লুটিয়ে পড়ে সে। লরি থেকে নেমে আসে তার সহকর্মীরা। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়লার লরিতে কাজ করা ওই ব্যক্তির ৷ মৃত ওই কর্মীর নাম নন্দকিশোর সিং (48) ৷ জানা গিয়েছে, তার বাড়ি বিহারের বেগুসরাই এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে মগরাহাট থানার অন্তর্গত ধামুয়া এলাকায়।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতদেহ রবিবার ময়নাতদন্ত করা হয় ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ৷ মৃতদেহ ময়না তদন্ত করার সময় বিহার থেকে মৃতের পরিবারের লোকজনেরা ডায়মন্ডহারবার পুলিশ মর্গের সামনে এসে ভীর জমায়। এ বিষয় এক প্রত্যক্ষদর্শী বলেন, "প্রতিনিয়ত আমরা আসানসোল থেকে কয়লা নিয়ে কলকাতায় যাই । শহরতলির বিভিন্ন জায়গায় আমরা কয়লা নামাই । মগরাহাটেও আমরা কয়লা নামাই। গতকাল মগরাহাট থেকে আমরা যখন ধামুয়া রেল স্টেশন হয়ে আমরা কলকাতার উদ্দেশে যাচ্ছিলাম সেই সময় রাস্তার সামনে হঠাৎ বড় গাছের গুড়ি পড়ে রয়েছে। নন্দকিশোর গাড়ি থেকে নেমে সেই গুড়ি অন্যত্র সরানোর সময়ই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় নন্দকিশোরের ৷"

তাঁর দাবি, তড়িঘড়ি গাড়ি থেকে নামলে বেশ কয়েকজন দুষ্কৃতী তাদেরও মারধর করে। এরপর অবশ্য দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দিলেও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন নন্দকিশোর। নন্দকিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনার সঙ্গে যারা যুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তাঁরা ৷ নড়েচড়ে বসেছে পুলিশও ৷

ঘটনার তদন্ত শুরু করা করেছে মগরাহাট থানার পুলিশ ৷ ইতিমধ্যে একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, "পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের খুব দ্রুতই আমরা গ্রেফতার করব। তদন্ত শুরু হয়েছে ৷ তৈরি করা হয়েছে বিশেষ দল।"

ABOUT THE AUTHOR

...view details