ETV Bharat / state

ভাসানের আগেই বিশ্বকর্মা ঠাকুর-সহ লরি গড়িয়ে গেল গঙ্গায় ! - Vishwakarma Puja Immersion

author img

By ETV Bharat Bangla Team

Published : 21 hours ago

Vishwakarma Immersion at Shibpur Ghat: ঠাকুর বিসর্জনে গিয়ে সৌভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন 22 জন শ্রমিক ৷ বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে গঙ্গায় গড়িয়ে গেল লরি ৷ হাওড়ার শিবপুর ঘাটে বিপত্তি ৷

VISHWAKARMA PUJA IMMERSION AT HOWRAH
বিশ্বকর্মা পুজোর বিসর্জনে বিপত্তি (ইটিভি ভারত)

শিবপুর, 18 সেপ্টেম্বর: বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বিপত্তি হাওড়ায় । বিসর্জনের সময় প্রতিমা-সহ লরি গঙ্গায় ডুবে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় হাওড়ার শিবপুর ঘাটে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ । খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে । একটি ক্রেনের সাহায্যে লরিটিকে জল থেকে তুলে আনা হয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ ।

বিশ্বকর্মা ঠাকুর-সহ লরি গড়িয়ে গেল গঙ্গায় (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বুধবার দুপুরে হাওড়ার ডোমজুড় এলাকার জালান কমপ্লেক্সের একটি কারখানার শ্রমিকরা বিশ্বকর্মার প্রতিমা বিসর্জনের জন্য শিবপুর ঘাটে আসে । দুপুর তিনটে নাগাদ গঙ্গাতে জোয়ার চলছিল । যার দরুণ জলস্তর বেশ অনেকটাই উপরের দিকে ছিল । গঙ্গার ধারে লরিটি দাঁড় করিয়ে পিছনের চাকাতে ইঁটের টুকরো দেওয়া হয় । যদিও প্রতিমা বিসর্জনের জন্য লরি থেকে নামানোর সময় আচমকাই লরিটি পিছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় ডুবে যায় । ঘটনায় বিসর্জনের জন্য আসা ওই কারখানার 22 জন শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ঘটনায় কেউ আহত না হলেও ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

Howrah News
গঙ্গায় তলিয়ে গিয়েছে ঠাকুর-সহ লরি (ইটিভি ভারত)

বিসর্জন দিতে আসা ওই কারখানার কর্মচারী সন্তোষ রবিদাস বলেন, "আমরা পৌনে দুটো নাগাদ এখানে আসি ৷ প্রতি বছর এখানেই বিসর্জন করা হয় । এখানে যে স্টপ লাইন ছিল, সেখানেই গাড়ি দাঁড় করানো ছিল । গাড়ির পিছনে আমরা গার্ড দিয়েছিলাম । তবে এখান পর্যন্ত জল ছিল । কাদা থাকায় গাড়ি পিছলে নেমে যায় গঙ্গায় । আমরা 22 জন কর্মী থাকলেও কারও কোনও ক্ষতি হয়নি, গাড়ির চালকও সুরক্ষিত আছে । শুধু গাড়িটা পিছলে চলে গিয়েছে ।"

শিবপুর, 18 সেপ্টেম্বর: বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বিপত্তি হাওড়ায় । বিসর্জনের সময় প্রতিমা-সহ লরি গঙ্গায় ডুবে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় হাওড়ার শিবপুর ঘাটে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ । খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে । একটি ক্রেনের সাহায্যে লরিটিকে জল থেকে তুলে আনা হয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ ।

বিশ্বকর্মা ঠাকুর-সহ লরি গড়িয়ে গেল গঙ্গায় (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বুধবার দুপুরে হাওড়ার ডোমজুড় এলাকার জালান কমপ্লেক্সের একটি কারখানার শ্রমিকরা বিশ্বকর্মার প্রতিমা বিসর্জনের জন্য শিবপুর ঘাটে আসে । দুপুর তিনটে নাগাদ গঙ্গাতে জোয়ার চলছিল । যার দরুণ জলস্তর বেশ অনেকটাই উপরের দিকে ছিল । গঙ্গার ধারে লরিটি দাঁড় করিয়ে পিছনের চাকাতে ইঁটের টুকরো দেওয়া হয় । যদিও প্রতিমা বিসর্জনের জন্য লরি থেকে নামানোর সময় আচমকাই লরিটি পিছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় ডুবে যায় । ঘটনায় বিসর্জনের জন্য আসা ওই কারখানার 22 জন শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ঘটনায় কেউ আহত না হলেও ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

Howrah News
গঙ্গায় তলিয়ে গিয়েছে ঠাকুর-সহ লরি (ইটিভি ভারত)

বিসর্জন দিতে আসা ওই কারখানার কর্মচারী সন্তোষ রবিদাস বলেন, "আমরা পৌনে দুটো নাগাদ এখানে আসি ৷ প্রতি বছর এখানেই বিসর্জন করা হয় । এখানে যে স্টপ লাইন ছিল, সেখানেই গাড়ি দাঁড় করানো ছিল । গাড়ির পিছনে আমরা গার্ড দিয়েছিলাম । তবে এখান পর্যন্ত জল ছিল । কাদা থাকায় গাড়ি পিছলে নেমে যায় গঙ্গায় । আমরা 22 জন কর্মী থাকলেও কারও কোনও ক্ষতি হয়নি, গাড়ির চালকও সুরক্ষিত আছে । শুধু গাড়িটা পিছলে চলে গিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.