ETV Bharat / bharat

লক্ষ্মীদেবীর কৃপায় বৃহস্পতিতে অর্থপ্রাপ্তি হবে প্রচুর, কাদের এমন ভাগ্য ? - Daily Horoscope for 19th September - DAILY HOROSCOPE FOR 19TH SEPTEMBER

Today's Horoscope in Bangla: বৃহস্পতি মানে লক্ষ্মীর বার, তবে এদিন সকলের ভাগ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে কী ? জানতে চোখ রাখুন মেষ থেকে মীনের রাশিফলে ৷

Today's Horoscope in Bangla
আজকের রাশিফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 6:00 AM IST

মেষ: প্রেমের ক্ষেত্রে জটিলতা সৃষ্টির কারণে আপনি চিন্তিত থাকবেন। যাই হোক না কেন, এটা একটা সাময়িক ব্যাপার তাই এটাকে মনের মধ্যে বেশি জায়গা দেবেন না। যদি কোনও সমস্যা থাকে, আপনার প্রেমাস্পদর সঙ্গে মন খুলে কথা বলুন। আজ কাজের জায়গায় আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন।ফেলে রাখা কাজ খুব বিরক্তিকর হলেও আপনার ঊর্ধ্বতন কর্মচারী আপনার কাছ থেকে সময়ে কাজ নেওয়ার জন্য চাপ দেবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি খুব বেশি প্রত্যাশা করলে হতাশা ছাড়া কোনও লাভ হবে না।

বৃষ: আপনার মধুর কথায় আপনি আপনার সঙ্গীকে প্রভাবিত করেন। সম্পর্কে আপনার প্রতিপত্তিশালী অবস্থানের আপনি সুবিধা নেওয়ার পরিকল্পনা করবেন। আজকে আপনার সাফল্য নিশ্চিত, কেননা কম খাটনিতেই তা আপনি অর্জন করবেন। সংক্ষেপে কাজ সারার চেষ্টা করবেন না। জড়বাদী দুনিয়া আজ আপনাকে প্রলুব্ধ করবে। মুখ্য দায়িত্বগুলি থেকে আজ আপনার মনোযোগ মূল্যহীন জিনিসের দিকে সরে যাবে। আজকের দিনটি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো যাবে।

মিথুন: আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনি আমোদে মাতবেন। তাদের সঙ্গে হয়ত মজাদার কথাবার্তা বলাও শুরু করবেন। এর ফলে মধুর সন্ধ্যা কাটানোর রাস্তা প্রশস্ত হবে। পেশার ধরন ও পেশায় অগ্রগতি নিয়ে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বেশি অর্থ উপার্জনের জন্য আপনি হয়ত চেনা রাস্তা ছেড়ে বেরোনোর মেজাজে থাকবেন না। স্বাস্থ্য ও মেজাজ দুইই ভালো থাকবে, কাজেই আপনি কর্মক্ষেত্রে কাজের ভালো ফল পাবেন।

কর্কট: আপনার প্রেমিকের সঙ্গে আজকের দিনটি আপনার খুব ভালো কাটবে। যারা অবিবাহিত তারা বিপরীত িঙ্গের কাউকে আকর্ষণ করতে পারেন সহানুভূতিসম্পন্ন মানসিকতা নিয়ে। এটা প্রেমপ্রস্তাব দেওয়ার জন্য দারুণ সময় যদি আপনি প্রেমের সম্পর্কে থেকে থাকেন এবং সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সৃজনশীল কাজ আজ আপনাকে উত্তেজিত রাখবে এবং স্বাভাবিকভাবে ধারণা প্রসূত হবে। যাই হোক, একই সময় সেরা বিকল্প পেতে চাইলে তা সমস্যা তৈরি করবে। বড় বড় সুযোগ নেওয়ার জন্য আপনার অন্তরে সুপ্ত ইচ্ছে তৈরি হবে।

সিংহ: আপনার সঙ্গীর সঙ্গে আজ আপনি ভালো কিছু মুহূর্ত কাটাতে পারেন আপনার ভবিষ্যত এবং অন্তঃস্থ মানসিক শক্তি সম্পর্কে আলোচন করে। কাজের জন্য, আপনার নিরুৎসাহী মনে হবে, কারণ আজ নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে দেওয়া কাজকে আপনি সম্পূর্ণ করতে পারবেন না। আপনি আরও দুশ্চিন্তা করবেন যখন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে প্ররোচিত করতে শুরু করবে। আপনার নিজেকে হীনমন্য ভাবার কোনও কারণ নেই। পরিবর্তে, কাজে মনোযোগ দিন এবং লক্ষ্যপূরণের চেষ্টা করুন। আজ কিছু ছোটখাটো অসুস্থতা আপনাকে সমস্যায় ফেলতে পারে।

কন্যা: আজকে সাংসারিক দায়িত্ব নিয়ে আপনি চিন্তায় থাকবেন। আপনার পেশাদারী বৃত্ত থেকে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আপনার আর্থিক অগ্রগতির ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীরও অবদান থাকবে। আপনাকে আপনার সঙ্গীকে আরও বেশি বিশ্বাস করতে হবে। অফিসের কাজের চাপে আপনি সারা দিন ব্যস্ত থাকবেন। কিন্তু আজ আপনি পেশাগত ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে সক্ষম হবেন এবং সাংসারিক চিন্তার কারণে কাজে বাধা পড়তে দেবেন না। যে সকল ব্যক্তির সঙ্গে আপনার দেখা হবে, সম্ভবত তাদের মতামতে আপনাকে সম্মতি জানাতে হবে।

তুলা: আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর যে অবসর আপনি এতদিন ধরে চাইছিলেন তা আপনি আজ পাবেন। আপনি ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবেন। আজকের দিনের খারাপ দিক হলো, আর্থিক পরিকল্পনা বা আর্থিক অগ্রগতির ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না। আপনার খরচ বেড়ে যাবে। আপনি দৈনন্দিন প্রয়োজন, ভ্রমণ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পেছনে অর্থ খরচ করবেন। যদিও, টেকনিকাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ একটি আদর্শ দিন।

বৃশ্চিক: আপনার জীবনসঙ্গীর মনে হতে পারে যে আপনি তার কাছে খুব বেশি দাবি জানাচ্ছেন ও তাকে নিয়ে সন্দিগ্ধ। আপনার মনের ভাব প্রকাশ করা ভালো, কিন্তু খেয়াল রাখুন যে বেশি বাড়াবাড়ি করছেন না। আপনার পেশাগত জীবনে আপনি উদ্যমী ও আত্মবিশ্বাসী থাকবেন। আরেকটি ভালো ব্যাপার হলো যে ব্যর্থতা আপনাকে কখনোই বিব্রত করে না। এছাড়াও, আপনার সৃজনশীল মনের কারণে আপনি নতুন জিনিস করে দেখার মেজাজে থাকবেন। নতুন উদ্যোগে আপনি সম্ভবত সফল হবেন। আজকে যে প্রকল্প আপনি শুরু করবেন তার খুব দ্রুত অগ্রগতি হবে।

ধনু: গ্রহের অবস্থানের কারণে আপনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়বেন এবং আপনার প্রিয়তমের সামনে সেই আবেগ প্রকাশ করার ফলে আপনাদের দুজনের মধ্যের সম্পর্ক আরো মজবুত হবে। আপনার মানসিক স্থিরতা আপনাকে সত্যিই রোমান্টিক করে তুলবে। আপনার হয়ত মনে হবে আপনি যা করছেন তাই ভুল হচ্ছে। আপনি হয়ত সেই কারণে মর্মাহত বোধ করবেন। আজকে কাজে মনোযোগ দিতে একটু সমস্যা হবে। ধৈর্য ধরে থাকুন, কেননা আগামিকাল সবকিছু ভালো হয়ে যাবে।

মকর: সন্ধ্যাটি হয়তো বন্ধুবান্ধব ও ভালোবাসার মানুষের সঙ্গে কাটবে। হৃদয়ঘটিত বিষয় নিয়ে আজ আপনি একটু আবেগপ্রবণ থাকবেন। আপনার মাথা একইসঙ্গে দুটি বিপরীত জিনিস চাইবে। শুনতে অদ্ভুত লাগলেও আপনার সঙ্গে এরকম ঘটতে পারে। সম্ভবত দিনের প্রথম দিকে এরকম ঘটবে, কেননা দিনের দ্বিতীয় ভাগ অনেক ভালো। স্বাস্থ্যের দিক থেকে দিনটি একদম ঠিকঠাক যাবে।

কুম্ভ: আপনার সঙ্গীর থেকে আপনি প্রয়োজনীয় নৈতিক সমর্থন পাবেন। অসাধারণ মজার কার্যকলাপে আপনি বাড়িতে ব্যস্ত থাকবেন। আপনি হয়ত একটি ছোট পার্টিও দেবেন। আপনার প্রিয়জনরা আপনার সামাজিকতার দক্ষতার প্রশংসা করবেন। আপনি যদি আর্থিক পরিস্থিতি নিয়ে বেশি আত্মবিশ্বাসী থাকেন, তাহলে আজকে কোনও চিন্তার কারণ দেখা দিতে পারে। সকালের দিকে সাংসারিক কাজেকর্মে ব্যস্ত থাকবেন। যদিও, দিনের পরের দিকটি বেশ উত্তেজনাপূর্ণ হবে। আজকে আপনি যে কাজই হাতে নেবেন সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন।

মীন: আপনার আচরণে একটি স্পষ্ট পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পেশার ক্ষেত্রে আপনি অলস বোধ করবেন। অন্যদের সমস্যায় সাহায্য করে আপনি আপনার স্নেহময় প্রকৃতি প্রদর্শন করবেন। অন্যদের মঙ্গলের জন্য আপনি নিজের সময় বলিদান দেবেন। এর ফলে আপনি সন্তুষ্ট বোধ করবেন। কোনও গুরুতর স্বাস্থ্যের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা ও সুস্থ থাকার জন্য নিয়মিত শরীরচর্চা করা বুদ্ধিমানের কাজ হবে।

মেষ: প্রেমের ক্ষেত্রে জটিলতা সৃষ্টির কারণে আপনি চিন্তিত থাকবেন। যাই হোক না কেন, এটা একটা সাময়িক ব্যাপার তাই এটাকে মনের মধ্যে বেশি জায়গা দেবেন না। যদি কোনও সমস্যা থাকে, আপনার প্রেমাস্পদর সঙ্গে মন খুলে কথা বলুন। আজ কাজের জায়গায় আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন।ফেলে রাখা কাজ খুব বিরক্তিকর হলেও আপনার ঊর্ধ্বতন কর্মচারী আপনার কাছ থেকে সময়ে কাজ নেওয়ার জন্য চাপ দেবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি খুব বেশি প্রত্যাশা করলে হতাশা ছাড়া কোনও লাভ হবে না।

বৃষ: আপনার মধুর কথায় আপনি আপনার সঙ্গীকে প্রভাবিত করেন। সম্পর্কে আপনার প্রতিপত্তিশালী অবস্থানের আপনি সুবিধা নেওয়ার পরিকল্পনা করবেন। আজকে আপনার সাফল্য নিশ্চিত, কেননা কম খাটনিতেই তা আপনি অর্জন করবেন। সংক্ষেপে কাজ সারার চেষ্টা করবেন না। জড়বাদী দুনিয়া আজ আপনাকে প্রলুব্ধ করবে। মুখ্য দায়িত্বগুলি থেকে আজ আপনার মনোযোগ মূল্যহীন জিনিসের দিকে সরে যাবে। আজকের দিনটি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো যাবে।

মিথুন: আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনি আমোদে মাতবেন। তাদের সঙ্গে হয়ত মজাদার কথাবার্তা বলাও শুরু করবেন। এর ফলে মধুর সন্ধ্যা কাটানোর রাস্তা প্রশস্ত হবে। পেশার ধরন ও পেশায় অগ্রগতি নিয়ে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বেশি অর্থ উপার্জনের জন্য আপনি হয়ত চেনা রাস্তা ছেড়ে বেরোনোর মেজাজে থাকবেন না। স্বাস্থ্য ও মেজাজ দুইই ভালো থাকবে, কাজেই আপনি কর্মক্ষেত্রে কাজের ভালো ফল পাবেন।

কর্কট: আপনার প্রেমিকের সঙ্গে আজকের দিনটি আপনার খুব ভালো কাটবে। যারা অবিবাহিত তারা বিপরীত িঙ্গের কাউকে আকর্ষণ করতে পারেন সহানুভূতিসম্পন্ন মানসিকতা নিয়ে। এটা প্রেমপ্রস্তাব দেওয়ার জন্য দারুণ সময় যদি আপনি প্রেমের সম্পর্কে থেকে থাকেন এবং সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সৃজনশীল কাজ আজ আপনাকে উত্তেজিত রাখবে এবং স্বাভাবিকভাবে ধারণা প্রসূত হবে। যাই হোক, একই সময় সেরা বিকল্প পেতে চাইলে তা সমস্যা তৈরি করবে। বড় বড় সুযোগ নেওয়ার জন্য আপনার অন্তরে সুপ্ত ইচ্ছে তৈরি হবে।

সিংহ: আপনার সঙ্গীর সঙ্গে আজ আপনি ভালো কিছু মুহূর্ত কাটাতে পারেন আপনার ভবিষ্যত এবং অন্তঃস্থ মানসিক শক্তি সম্পর্কে আলোচন করে। কাজের জন্য, আপনার নিরুৎসাহী মনে হবে, কারণ আজ নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে দেওয়া কাজকে আপনি সম্পূর্ণ করতে পারবেন না। আপনি আরও দুশ্চিন্তা করবেন যখন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে প্ররোচিত করতে শুরু করবে। আপনার নিজেকে হীনমন্য ভাবার কোনও কারণ নেই। পরিবর্তে, কাজে মনোযোগ দিন এবং লক্ষ্যপূরণের চেষ্টা করুন। আজ কিছু ছোটখাটো অসুস্থতা আপনাকে সমস্যায় ফেলতে পারে।

কন্যা: আজকে সাংসারিক দায়িত্ব নিয়ে আপনি চিন্তায় থাকবেন। আপনার পেশাদারী বৃত্ত থেকে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আপনার আর্থিক অগ্রগতির ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীরও অবদান থাকবে। আপনাকে আপনার সঙ্গীকে আরও বেশি বিশ্বাস করতে হবে। অফিসের কাজের চাপে আপনি সারা দিন ব্যস্ত থাকবেন। কিন্তু আজ আপনি পেশাগত ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে সক্ষম হবেন এবং সাংসারিক চিন্তার কারণে কাজে বাধা পড়তে দেবেন না। যে সকল ব্যক্তির সঙ্গে আপনার দেখা হবে, সম্ভবত তাদের মতামতে আপনাকে সম্মতি জানাতে হবে।

তুলা: আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর যে অবসর আপনি এতদিন ধরে চাইছিলেন তা আপনি আজ পাবেন। আপনি ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবেন। আজকের দিনের খারাপ দিক হলো, আর্থিক পরিকল্পনা বা আর্থিক অগ্রগতির ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না। আপনার খরচ বেড়ে যাবে। আপনি দৈনন্দিন প্রয়োজন, ভ্রমণ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পেছনে অর্থ খরচ করবেন। যদিও, টেকনিকাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ একটি আদর্শ দিন।

বৃশ্চিক: আপনার জীবনসঙ্গীর মনে হতে পারে যে আপনি তার কাছে খুব বেশি দাবি জানাচ্ছেন ও তাকে নিয়ে সন্দিগ্ধ। আপনার মনের ভাব প্রকাশ করা ভালো, কিন্তু খেয়াল রাখুন যে বেশি বাড়াবাড়ি করছেন না। আপনার পেশাগত জীবনে আপনি উদ্যমী ও আত্মবিশ্বাসী থাকবেন। আরেকটি ভালো ব্যাপার হলো যে ব্যর্থতা আপনাকে কখনোই বিব্রত করে না। এছাড়াও, আপনার সৃজনশীল মনের কারণে আপনি নতুন জিনিস করে দেখার মেজাজে থাকবেন। নতুন উদ্যোগে আপনি সম্ভবত সফল হবেন। আজকে যে প্রকল্প আপনি শুরু করবেন তার খুব দ্রুত অগ্রগতি হবে।

ধনু: গ্রহের অবস্থানের কারণে আপনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়বেন এবং আপনার প্রিয়তমের সামনে সেই আবেগ প্রকাশ করার ফলে আপনাদের দুজনের মধ্যের সম্পর্ক আরো মজবুত হবে। আপনার মানসিক স্থিরতা আপনাকে সত্যিই রোমান্টিক করে তুলবে। আপনার হয়ত মনে হবে আপনি যা করছেন তাই ভুল হচ্ছে। আপনি হয়ত সেই কারণে মর্মাহত বোধ করবেন। আজকে কাজে মনোযোগ দিতে একটু সমস্যা হবে। ধৈর্য ধরে থাকুন, কেননা আগামিকাল সবকিছু ভালো হয়ে যাবে।

মকর: সন্ধ্যাটি হয়তো বন্ধুবান্ধব ও ভালোবাসার মানুষের সঙ্গে কাটবে। হৃদয়ঘটিত বিষয় নিয়ে আজ আপনি একটু আবেগপ্রবণ থাকবেন। আপনার মাথা একইসঙ্গে দুটি বিপরীত জিনিস চাইবে। শুনতে অদ্ভুত লাগলেও আপনার সঙ্গে এরকম ঘটতে পারে। সম্ভবত দিনের প্রথম দিকে এরকম ঘটবে, কেননা দিনের দ্বিতীয় ভাগ অনেক ভালো। স্বাস্থ্যের দিক থেকে দিনটি একদম ঠিকঠাক যাবে।

কুম্ভ: আপনার সঙ্গীর থেকে আপনি প্রয়োজনীয় নৈতিক সমর্থন পাবেন। অসাধারণ মজার কার্যকলাপে আপনি বাড়িতে ব্যস্ত থাকবেন। আপনি হয়ত একটি ছোট পার্টিও দেবেন। আপনার প্রিয়জনরা আপনার সামাজিকতার দক্ষতার প্রশংসা করবেন। আপনি যদি আর্থিক পরিস্থিতি নিয়ে বেশি আত্মবিশ্বাসী থাকেন, তাহলে আজকে কোনও চিন্তার কারণ দেখা দিতে পারে। সকালের দিকে সাংসারিক কাজেকর্মে ব্যস্ত থাকবেন। যদিও, দিনের পরের দিকটি বেশ উত্তেজনাপূর্ণ হবে। আজকে আপনি যে কাজই হাতে নেবেন সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন।

মীন: আপনার আচরণে একটি স্পষ্ট পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পেশার ক্ষেত্রে আপনি অলস বোধ করবেন। অন্যদের সমস্যায় সাহায্য করে আপনি আপনার স্নেহময় প্রকৃতি প্রদর্শন করবেন। অন্যদের মঙ্গলের জন্য আপনি নিজের সময় বলিদান দেবেন। এর ফলে আপনি সন্তুষ্ট বোধ করবেন। কোনও গুরুতর স্বাস্থ্যের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা ও সুস্থ থাকার জন্য নিয়মিত শরীরচর্চা করা বুদ্ধিমানের কাজ হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.