কলকাতা, 21 ডিসেম্বর: দূষণে জর্জরিত দিল্লির পথে জোড়-বিজোড় নম্বর প্লেট অনুযায়ী গাড়ি চালানো হচ্ছে বহুবছর ধরে ৷ বাড়তে থাকা বায়ু দূষণের জেরে কলকাতার রাস্তায় এবার সেই পদ্ধতি চালু করার প্রস্তাব পেশ হয়েছে কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশনে ৷ কিন্তু, সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিলেন পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার ৷
মাসিক অধিবেশনে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে এই প্রস্তাব দিয়েছিলেন ৷ কিন্তু, স্বপন সমাদ্দার যুক্তি দেন, "দিল্লির মতো দূষণের পরিস্থিতি কলকাতায় নেই ৷" এই যুক্তিতে তিনি প্রস্তাব খারিজ করে দেন ৷
কলকাতা পুরনিগমের অধিবেশনে জোড়-বিজোড় নম্বরের গাড়ি চালানোর প্রস্তাব খারিজ ৷ (নিজস্ব চিত্র) কলকাতার বায়ু দূষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাসিক অধিবেশনে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে প্রশ্ন করেন, "বর্তমানে কলকাতা শহরের বায়ু দূষণ দিল্লির মতো এত খারাপ না-হলেও যথেষ্ট উদ্বেগজনক ৷ এর ফলে নাগরিকদের বিভিন্ন রোগের শিকার হতে হচ্ছে ৷ কলকাতা পুরনিগম কি পরিবহণ দফতর ও কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করে জোড়-বিজোড় গাড়ি চলা বাধ্যতামূলক করতে পারে না ৷"
যদিও, এই যুক্তি মানতে রাজি হননি কলকাতার পরিবেশ বিভাগের মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার ৷ তিনি বলেন, "দিল্লির তুলনায় কলকাতায় বায়ুদূষণ অনেকটাই নিয়ন্ত্রণে ৷ দিল্লির মতো পরিস্থিতি এখনও এখানে তৈরি হয়নি ৷ তারপরেও কলকাতা পুরনিগমের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷ যাতে বায়ু দূষণ রোধ করা যায় ৷"
এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমরা সবরকমের চেষ্টা করছি ৷ প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সমীক্ষা চলছে ৷ বালিগঞ্জ এলাকায় বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে ৷ পরিবেশ বিভাগ স্প্রিংকলার চালিয়ে জল ছড়ানো কাজ করছে ৷ এছাড়া মিস্ট ক্যানন দিয়ে জল দেওয়া হচ্ছে ৷ রাস্তায় জল ছড়ানো হচ্ছে ৷"