কলকাতা, 10 জুন: ফের কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের । প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে সোমবার বিক্ষোভ দেখালেন এমসিডিএস সংগঠনের ডাক্তারি পড়ুয়ারা । তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের চেয়ারে বসা তৃণমূল আশ্রিত নেতারা হুমকি দিচ্ছে । পরিবারকে হাতিয়ার করে দেওয়া হচ্ছে হুমকি । তার সঙ্গে ফেল করিয়ে দেওয়ার হুমকিও শোনা যাচ্ছে । অভিযোগের তির মূলত গাইনোকোলজি অধ্যাপক তপন নস্কর এবং সুহেনা সরকারের বিরুদ্ধে ।
তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ, অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের - Agitation at Kolkata Medical - AGITATION AT KOLKATA MEDICAL
Kolkata Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে চাঞ্চল্য ৷ অধ্য়ক্ষের ঘরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন ডাক্তারি পড়ুয়ারা ৷ তাদের অভিযোগ মূলত দুই অধ্যাপকের বিরুদ্ধে ৷
কলকাতা মেডিক্যাল কলেজে অধ্যক্ষের ঘরের সামনে পড়ুয়াদের বিক্ষোভ (নিজস্ব ছবি)
Published : Jun 10, 2024, 5:20 PM IST