কলকাতা, 9 এপ্রিল: 'এনাফ ইজ এনাফ'। বেআইনি নির্মাণের দিন শেষ । বেআইনি নির্মাণ করে যারা কলকাতাতে নষ্ট করছে তাদেরও দিন শেষ। কলকাতা পৌরনিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বেআইনি নির্মাণের প্রোমোটারদের উদ্দেশ্যে এমনই কড়াবার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম । ইঞ্জিনিয়ারদের কঠোর পদক্ষেপ নেওয়া নিয়ে দিলেন অভয়ও । বেআইনি নির্মাণ নিয়ে জিরো টলারেন্স মনোভাব পৌরনিগমের । কাউন্সিল চেম্বারে জরুরি বৈঠকে স্পষ্ট করে দেন মেয়র।
সূত্রের খবর, বিল্ডিং বিভাগের আধিকারিকদের ফিরহাদ হাকিম বৈঠকে নির্দেশ দিয়েছেন, "নজর রাখুন কোথায় এলবিএস'রা রেজিগনেশন দিচ্ছে । সেই বিল্ডিংয়ের গায়ে বড় করে লিখে দিন বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড । কলকাতা পৌরনিগম আইন মেনে চলুন, আমি আছি । এরপরেই তাঁর মন্তব্য, "একটা বাড়ি পড়ে গিয়েছে । মাথা নীচু হয়েছে । এমনটাই আর যেন না হয় ।"
এ দিন ফিরহাদ আরও এক পা এগিয়ে আধিকারিকদের বলেন, "ডোন্ট গো বিফোর এনি প্রেসার । কোনও চাপের কাছে নতি স্বীকার নয় । কোন রাজনৈতিক নেতা এমপি, কাউন্সিলর কারো চাপের কাছে মাথা নত করবেন না । কেএমসি আইন অনুযায়ী কাজ করবেন । কেউ কোন চাপ দিলে বলবেন, মেয়র সাহেবের সঙ্গে কথা বলুন ।"