ETV Bharat / state

তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক অনুব্রতর, সুখেন্দু শেখর নিয়ে নীরব দল

সম্প্রতি, গরু কেলেঙ্কারি মামলায় জামিনে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল ৷ আগের মতো একচ্ছত্র ক্ষমতা তাঁর হাতে ফিরে না এলেও, ধীরে ধীরে রাজনীতিতে ফিরছেন তিনি ৷

TMC NATIONAL WORKING COMMITTEE
জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন অনুব্রত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 25 নভেম্বর: রাজ্যে ছয়টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে ৷ প্রতিটি আসনে বিরোধীদের 'ক্লিন-আউট' করে ব্যাপক জয় পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস । যদিও, এই জয় অপ্রত্যাশিত ছিল না ৷ কারণ, উত্তরবঙ্গের মাদারিহাট বাদে সব কটি আসনই ছিল তৃণমূল কংগ্রেসের দখলে ৷ লোকসভা নির্বাচনের কারণে এই ছ'টি বিধানসভা থেকে পদত্যাগ করেন বিধায়করা । কেবলমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি ছিল বিজেপির দখলে ।

আগামী 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের টার্গেট 250টি আসন ৷ সেই লক্ষ্য পূরণে সঠিক পরিকল্পনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার কর্মসমিতির বৈঠকের ডাক দিয়েছেন । কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই অনুষ্ঠিত হবে এই বৈঠক । সূত্রের খবর, এই বৈঠকে ডাকা হয়েছে বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলকে ৷ তবে সাংসদ সুখেন্দ শেখর রায় সম্পর্কে নীরব রয়েছে দল ৷

সম্প্রতি, তিহাড় জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল ৷ বোলপুরে ফেরার কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন, সেই রাজপাট আর নেই ! জেলা সভাপতি থাকলেও বীরভূমে তৃণমূলের কোর কমিটির একজন সদস্য হিসেবে রয়েছেন তিনি ৷ তাঁকে নিয়ে কোর কমিটির সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 7 জন । তবে এবার সেই অবস্থার বদল হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে । এদিকে, সেই বৈঠকে ডাক পাননি সুখেন্দু শেখর রায় বলে খবর । কিন্তু, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য কালীঘাট ডাকা হয়েছে অনুব্রতকে । জেল থেকে ফেরার পর এদিনই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে পারেন তিনি ।

জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেয়েছেন 22 জন নেতা । ইতিমধ্য়েই, বৈঠকে উপস্থিত থাকার জন্য সকলের কাছে চিঠিও চলে গিয়েছে দলের তরফে ৷ মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডল এই বৈঠকে যোগ দেবেন । প্রায় আড়াই বছর পর অনুব্রতর সঙ্গে সাক্ষাত হবে মুখ্যমন্ত্রীর । 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেটাই এখন দেখার বিষয় । তবে মনে করা হচ্ছে, সদ্য সমাপ্ত উপনির্বাচনের ফলাফল নিয়ম বিশ্লেষণ হতে পারে এদিনের বৈঠকে ৷ সেই সঙ্গে, ভবিষ্যতে ফলাফল কোথায় ভালো করা যায় ? মার্জিন কী করে বাড়বে ? সে বিষয়েও আলোচনা হতে পারে ৷

পড়ুন: '32টা দাঁত ভেঙে জিভ ছিঁড়ে বাইরে ফেলে দেব', বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল সভাপতির

কলকাতা, 25 নভেম্বর: রাজ্যে ছয়টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে ৷ প্রতিটি আসনে বিরোধীদের 'ক্লিন-আউট' করে ব্যাপক জয় পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস । যদিও, এই জয় অপ্রত্যাশিত ছিল না ৷ কারণ, উত্তরবঙ্গের মাদারিহাট বাদে সব কটি আসনই ছিল তৃণমূল কংগ্রেসের দখলে ৷ লোকসভা নির্বাচনের কারণে এই ছ'টি বিধানসভা থেকে পদত্যাগ করেন বিধায়করা । কেবলমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি ছিল বিজেপির দখলে ।

আগামী 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের টার্গেট 250টি আসন ৷ সেই লক্ষ্য পূরণে সঠিক পরিকল্পনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার কর্মসমিতির বৈঠকের ডাক দিয়েছেন । কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই অনুষ্ঠিত হবে এই বৈঠক । সূত্রের খবর, এই বৈঠকে ডাকা হয়েছে বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলকে ৷ তবে সাংসদ সুখেন্দ শেখর রায় সম্পর্কে নীরব রয়েছে দল ৷

সম্প্রতি, তিহাড় জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল ৷ বোলপুরে ফেরার কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন, সেই রাজপাট আর নেই ! জেলা সভাপতি থাকলেও বীরভূমে তৃণমূলের কোর কমিটির একজন সদস্য হিসেবে রয়েছেন তিনি ৷ তাঁকে নিয়ে কোর কমিটির সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 7 জন । তবে এবার সেই অবস্থার বদল হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে । এদিকে, সেই বৈঠকে ডাক পাননি সুখেন্দু শেখর রায় বলে খবর । কিন্তু, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য কালীঘাট ডাকা হয়েছে অনুব্রতকে । জেল থেকে ফেরার পর এদিনই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে পারেন তিনি ।

জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেয়েছেন 22 জন নেতা । ইতিমধ্য়েই, বৈঠকে উপস্থিত থাকার জন্য সকলের কাছে চিঠিও চলে গিয়েছে দলের তরফে ৷ মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডল এই বৈঠকে যোগ দেবেন । প্রায় আড়াই বছর পর অনুব্রতর সঙ্গে সাক্ষাত হবে মুখ্যমন্ত্রীর । 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেটাই এখন দেখার বিষয় । তবে মনে করা হচ্ছে, সদ্য সমাপ্ত উপনির্বাচনের ফলাফল নিয়ম বিশ্লেষণ হতে পারে এদিনের বৈঠকে ৷ সেই সঙ্গে, ভবিষ্যতে ফলাফল কোথায় ভালো করা যায় ? মার্জিন কী করে বাড়বে ? সে বিষয়েও আলোচনা হতে পারে ৷

পড়ুন: '32টা দাঁত ভেঙে জিভ ছিঁড়ে বাইরে ফেলে দেব', বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল সভাপতির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.