জলপাইগুড়ি, 19 ডিসেম্বর:পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় 450 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল । নাবালিকার শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে ময়নাগুড়ির ভোটপট্টি । রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন উন্মত্ত জনতা ৷ তাদের বাধা দিতে গেলে পুলিশের ওপর আক্রমণ হয় । গাড়ি ভাঙচুরের অভিযোগে 19 জনকে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ । পাশাপাশি, শ্লীলতাহানির ঘটনার অভিযোগের ভিত্তিতে 1 যুবককেও গ্রেফতার করা হয়েছে । ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে ।
গতকাল নাবালিকাকে শ্লীলতাহানি করার খবর চাউর হতেই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে ভোটপট্টি এলাকা। ময়নাগুড়ি থেকে চ্যাংরাবান্ধাগামী সার্ক রোডে অবরোধ করেন স্থানীয়রা । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বাঁধে। পুলিশের ওপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়, লাঠিচার্জ করে ।