বর্ধমান, 6 জুলাই: ইতিহাসে পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছিলেন মাওবাদী নেতা অর্ণব দাম । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেই প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি । জানা গিয়েছে, মোট 220 জন এই পরীক্ষায় বসেছিলেন । তাঁদের মধ্যে ছিলেন অর্ণবও । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানভীর নাসরিন বলেন, "যেভাবে অর্ণব সমাজের মূলস্রোতের ফেরার চেষ্টা করছে সেটা অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে ।"
বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইতিহাসে পিএইডডি করার জন্য গত 26 জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে আসেন অর্ণব দাম । কড়া নিরাপত্তায় তাঁকে ক্যাম্পাসে আনা হয়েছিল । শনিবার সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয় । অর্ণব দাম সেখানে প্রথম স্থান অধিকার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মাওবাদী নেতা কিষেনজির ঘনিষ্ঠ ছিলেন অর্ণব । শিলদা ইএফআর ক্যাম্পে হামলা-সহ একাধিক মাওবাদী হামলায় তাঁর নাম জড়ায় । 2012 সালে তাঁকে আসানসোল থেকে গ্রেফতার করা হয় । জেল থেকেই পরীক্ষা দিয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান । এছাড়া তিনি জেল থেকেই স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এ উত্তীর্ণ হন ।