পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিএইচডি'র প্রবেশিকা পরীক্ষায় শীর্ষে অর্ণব, তাক লাগালেন মাও নেতা - BURDWAN UNIVERSITY PHD EXAM - BURDWAN UNIVERSITY PHD EXAM

Maoist Leader pursuing PHD: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় শীর্ষ স্থান পেলেন মাওবাদী নেতা অর্ণব দাম ৷ হুগলি জেলা সংশোধাগারে বসেই তিনি পিএইচডি করার জন্য আবেদন করেন ৷ ইতিহাসে স্নাতকোত্তর করে সেট পাশ করেছেন একাধিক হামলায় অভিযুক্ত এই মাওবাদী নেতা ৷

Burdwan University
প্রবেশিকা পরীক্ষায় প্রথম হলেন মাওবাদী নেতা অর্ণব দাম (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 6:41 PM IST

বর্ধমান, 6 জুলাই: ইতিহাসে পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছিলেন মাওবাদী নেতা অর্ণব দাম । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেই প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি । জানা গিয়েছে, মোট 220 জন এই পরীক্ষায় বসেছিলেন । তাঁদের মধ্যে ছিলেন অর্ণবও । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানভীর নাসরিন বলেন, "যেভাবে অর্ণব সমাজের মূলস্রোতের ফেরার চেষ্টা করছে সেটা অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে ।"

বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইতিহাসে পিএইডডি করার জন্য গত 26 জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে আসেন অর্ণব দাম । কড়া নিরাপত্তায় তাঁকে ক্যাম্পাসে আনা হয়েছিল । শনিবার সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয় । অর্ণব দাম সেখানে প্রথম স্থান অধিকার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মাওবাদী নেতা কিষেনজির ঘনিষ্ঠ ছিলেন অর্ণব । শিলদা ইএফআর ক্যাম্পে হামলা-সহ একাধিক মাওবাদী হামলায় তাঁর নাম জড়ায় । 2012 সালে তাঁকে আসানসোল থেকে গ্রেফতার করা হয় । জেল থেকেই পরীক্ষা দিয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান । এছাড়া তিনি জেল থেকেই স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এ উত্তীর্ণ হন ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ উন্নয়ন আধিকারিক তথা ফ্যাক্টালটি কাউন্সিল অফ আর্টসের সচিব ইন্দ্রজিৎ রায় বলেন, "অর্ণব দাম হুগলি জেলা সংশোধাগারে বন্দি । বিজ্ঞাপনের ভিত্তিতে তিনি পিএইডডির জন্য আবেদন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে । ইউ জিসির পিএইডি সংক্রান্ত রেগুলেশন এবং সেই সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই তিনি আবেদন করেছিলেন । ইতিহাসে স্নাতকোত্তর অর্ণব দাম ইতিমধ্যেই সেট পাশ করেছেন । এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক পান । ইন্টারভিউতেও সফলভাবে পাশ করে অর্ণব পিএইডডি করার সুযোগ পেয়েছেন । তিনি যেভাবে সমাজের মূলস্রোতে ফিরে আসছেন সেটা খুব ভালো ব্যাপার ।"

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তনভীর নাসরিন বলেন, "ইতিহাসে পিএইচডি করার জন্য দুশোর বেশি ছাত্রছাত্রী ইন্টারভিউ দিয়েছিল । মোট 9 জন স্টুডেন্ট সেখানে সুযোগ পায় । আমাদের নয় জনের এক্সপার্ট টিম তাঁদের ইন্টারভিউ নেয় । অর্ণব দাম সেই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ৷"

ABOUT THE AUTHOR

...view details