পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রবিবার শিয়ালদা শাখায় বাতিল অনেক ট্রেন, সূচিতেও বেশ কিছু পরিবর্তন - TRAINS CANCELLED FROM SEALDA

রবিবার অর্থাৎ ছুটির দিন শিয়ালদা শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল ৷ বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে ৷

Many trains cancelled
শিয়ালদা শাখায় বাতিল অনেক ট্রেন (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 14 hours ago

কলকাতা, 21 ডিসেম্বর: রেলের কাজের জন্য ছুটির দিন রবিবার অর্থাৎ 22 ডিসেম্বর শিয়ালদা শাখায় বাতিল থাকছে বেশ কিছু ট্রেন ৷ এছাড়াও কিছু ট্রেনের যাত্রাপথ ও সময়সূচি পরির্বতন করা হয়েছে বলেই জানিয়েছে পূর্ব রেল ৷

যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন স্টেশনে লিমিটেড হাইট-সাবওয়ে তৈরি করা হচ্ছে ৷ তাই এবার কৃষ্ণনগর সিটি ও লালগোলা সেকশনের মধ্যে এই কাজ করা হচ্ছে তাই রবিবার অর্থাৎ 22 ডিসেম্বর 6 ঘণ্টার পাওয়ার ব্লক থাকবে। এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে ৷ এছাড়াও কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন।

বাতিল ট্রেনের তালিকা:

কৃষ্ণনগর-লালগোলা আপ 31861/ডাউন 31864

লালগোলা-শিয়ালদা ডাউন 03190

আজিমগঞ্জ–কৃষ্ণনগর ডাউন 03020/আপ 03019

যাত্রাপথ সংক্ষিপ্ত ট্রেনগুলির তালিকা:

31773 রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার রেজিনগরে যাত্রা সংক্ষিপ্ত হবে ৷ 31770 লালগোলা-রানাঘাট প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে রেজিনগর থেকে ছাড়বে।

31769 রানাঘাট-লালগোলা ইএমইউ প্যাসেঞ্জারটি রেজিনগরে যাত্রা শেষ করবে ৷ 31774 লালগোলা-রানাঘাট ইএমইউ প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে রেজিনগর থেকে যাত্রা শুরু করবে ৷

03115 শিয়ালদা-লালগোলা মেমু পলাশিতে যাত্রা শেষ করবে ৷ 03196 লালগোলা-শিয়ালদা মেমু লালগোলার পরিবর্তে পলাশি থেকে 2:15 মিনিটে যাত্রা শুরু করবে।

31819 শিয়ালদ-কৃষ্ণনগর লোকাল রানাঘাট পর্যন্ত যাবে ৷ 31840 কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল কৃষ্ণনগরের পরিবর্তে রানাঘাট থেকে যাত্রা শুরু করবে ৷

22 ডিসেম্বর যে ট্রেনগুলির সময়সূচিতে পরিবর্তন:

03183 শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে ছাড়বে 12:40 মিনিটের পরিবর্তে দুপুর 13:00 টার সময়।

03192 লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার লালগোলা থেকে 2:45 মিনিটের পরিবর্তে বিকেল 4টের সময় ছাড়বে।

ABOUT THE AUTHOR

...view details