পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল বুথ জ্যাম করছে, তবে আমরা হ্যাটট্রিক করব; ভোট দিয়ে আত্মবিশ্বাসী মনোজ টিগ্গা - ASSEMBLY BYPOLLS 2024

তৃণমূল বুথ জ্যাম করেছে। এজেন্টদের বসতে দিচ্ছে না ৷ তবে এবারও বিজেপিই জিতবে মাদারিহাটে । হ্যাটট্রিক হবে ৷ ভোট দিয়ে দাবি বিজেপি সাংসদ মনোজ টিগ্গার৷

ETV BHARAT
ভোট দিয়ে আত্মবিশ্বাসী মনোজ টিগ্গা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 12:50 PM IST

মাদারিহাট, 13 নভেম্বর: আলিপুরদুয়ারে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সপরিবার ভোট দিলেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ৷ তাঁর জেতা এই আসনে এবারও জিতে গেরুয়া শিবির হ্যাটট্রিক করবে বলে আশাবাদী তিনি ৷ তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বুথ জ্যামের অভিযোগ করেছেন আলিপুরদুয়ারের সাংসদ ৷

মঙ্গলবার মাদারিহাট বীরপাড়া ব্লকের অধীন 14/12 নম্বর বুথের হোসেনাবাদ টিজি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা জেলা বিজেপি সভাপতি মনোজ টিগ্গা । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বুথ জ্যামের অভিযোগ করেন তিনি ৷ তাঁর অভিযোগ, অনেক বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি ৷ এব্যাপারে নির্বাচন কমিশনের কাছেও দলের পক্ষ থেকে নালিশ জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷

ভোট দিয়ে আত্মবিশ্বাসী মনোজ টিগ্গা (নিজস্ব ভিডিয়ো)

পাশাপাশি এদিন বানারহাটের আইসি-র বিরুদ্ধে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ করেন মনোজ টিগ্গা ৷ তিনি আইসি-র উদ্দেশে বলেন, "দুনিয়া পরিবর্তনশীল ৷ আজকে ওদের দিন ৷ কালকে আমাদের সময় আসবে ৷ তাই নিরপেক্ষ ভাবে কাজ করুন ৷ নয়তো আজ যদি আমাদের কর্মীদের নিশানা করেন, হুমকি দেন, তাহলে আগামী দিনে তার পরিণাম আপনাকে ভুগতে হবে ৷"

বিজেপি সাংসদ এদিন আত্মবিশ্বাসের সুরে বলেন, "আমি সপরিবারে ভোট দিলাম । এখানে মিনি ভারতবর্ষ । বিভিন্ন জনজাতি আছে ৷ আমরা এখানে বরাবরই এগিয়ে আছি । মাদারিহাট বিধানসভা সবসময়ই বিজেপির শক্তঘাঁটি । এবারও সকলের আশির্বাদে জিতব । হ্যাটট্রিক করব ।"

ভোট দিলেন বিজেপি সাংসদ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, এই কেন্দ্রে এবার মূলত লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পো ও বিজেপি প্রার্থী রাহুল লোহারের মধ্যে ৷ 2016 ও 2021 বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা ৷ 2024 সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জিতে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন ৷ সেই কারণে ফাঁকা হওয়া মাদারিহাট বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details