উস্থি, 7 ফেব্রুয়ারি:জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। নিহত হলেন বুদ্ধদেব হালদার নামে এক ব্যক্তি ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার উস্থি থানার বাগাড়িয়ার। নিহত বুদ্ধদেব হালদার (55) উস্থি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে বুদ্ধদেব হালদার তাঁর অফিসে বসেছিলেন ৷ সেই সময় বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে বুদ্ধদেব হালদারকে লক্ষ্য করে গুলি করে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা বুদ্ধদেব হালদারকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।