পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরকীয়া সন্দেহ ! শ্বশুরবাড়িতে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী ব্যক্তি - Extra Marital Affairs - EXTRA MARITAL AFFAIRS

After Murder Wife Man Died by Suicide: পরকীয়ায় জড়িত স্ত্রী ৷ শুধুমাত্র এহেন সন্দেহের বশেই শাশুড়ি-সহ স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী হলেন ব্যক্তি ৷ বিষয়টি নিয়ে কী বলছেন আত্মীয় পরিজন ও স্থানীয়রা ?

Ausgram News
পূর্ব বর্ধমানের আউশগ্রামে ঘটনাস্থলে পুলিশ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 8:58 PM IST

আউশগ্রাম, 19 জুন:সন্দেহের বশে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি । মৃত ওই ব্যক্তির নাম সোমনাথ সোরেন (47)। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ছোড়া গ্রামের আদিবাসীপাড়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ি মুঙ্গুলি মুর্মুর (65) ৷ ঘটনার পর বন নবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে ভর্তি করা হয় সোমনাথের স্ত্রী সুকতি সোরেনকে ৷ সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর ।

বুধবার সকালের দিকে আউশগ্রাম ব্লকের ছোড়া গ্রাম থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে একটা গাছে সোমনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত এই সন্দেহের বশে সোমনাথের সঙ্গে সুকতির প্রায় মাস পাঁচ-ছয় ধরে অশান্তি চলছিল ৷ সমস্যা মেটানোর জন্য গ্রামে একাধিকবার সালিশি সভাও বসে । কিন্তু সমস্যা না মেটায় তারা দু'জন আলাদা থাকতে শুরু করে । তখন থেকেই সুকতি বাপের বাড়িতে তার মায়ের কাছে থাকত ।

মঙ্গলবার সুকতির বাপের বাড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠানে সবাই বাড়িতেই ছিল ৷ রাতের দিকে যখন মা ও মেয়ে ঘুমোচ্ছিলেন, তখন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় সোমনাথ ৷ ঘরে ঢুকে স্ত্রী ও শাশুড়িকে এলোপাথাড়ি কোপাতে থাকে সে । মা-মেয়ের চিৎকারে বাড়ির অন্য মহিলারা ঘুম থেকে উঠে পড়েন ৷ তখন সোমনাথ পালিয়ে যায় ৷

এরপর বুধবার সকালে গ্রাম থেকে কিছুটা দূরে একটা গাছ থেকে সোমনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সুকতিকে প্রথমে বন নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

সোমনাথের বৌমা অনিমা সোরেন বলেন, "চার-পাঁচ মাস আগে কোনও সন্দেহ থেকে আমার শ্বশুর শাশুড়ির মধ্যে অশান্তি শুরু হয় । তখন থেকেই ওঁরা আলাদা থাকেন । শাশুড়ি বাপের বাড়িতে মায়ের কাছে থাকছিলেন ৷ মঙ্গলবার বিয়েবাড়ি ছিল । তাই বাড়িতে কেউ ছিল না । সেই সুযোগে আমার শ্বশুর এসে খুন করে দিয়ে পালিয়ে যায় ৷ পরে কিছুদূর গিয়ে একটা গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ।"

প্রেমিকাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করল প্রেমিক, ফিরে এল সুতপা-হত্যার স্মৃতি

ABOUT THE AUTHOR

...view details