ব্যারাকপুর, 30 জুন: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীনই স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । কাঁকিনাড়ার ঘটনা । অ্যাসিড হামলায় গুরুতর জখম হন ওই মহিলা । ঘটনার পর অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন । তাঁকে গ্রেফতার করে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
কাঁকিনাড়ার নারায়ণপুর পশ্চিমপাড়ার বাসিন্দা ওই মহিলা । শনিবার রাতে তিনি তাঁর কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় মহিলার পথ আটকে দাঁড়ায় তাঁর স্বামী । দু-এক কথায় ওই দম্পতির মধ্যে শুরু হয় বচসা । অভিযোগ, তখনই মহিলার দিকে অ্যাসিড ছুড়ে মারে তাঁর স্বামী ।
মহিলার চিৎকারে পথচলতি মানুষ ছুটে আসেন । হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্তকে । খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারী যুবককে আটক করে । পাশাপাশি আক্রান্ত মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে । পরে, অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে । অ্যাসিড হামলায় মহিলার হাত, গলা, মুখ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে । তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল ।
পরিবার সূত্রে খবর, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন । দু'জনে একসঙ্গে থাকেনও না । মহিলা থাকেন তাঁর বাপের বাড়িতে । অভিযোগ, প্রায়ই রাতে মহিলা বাড়ি ফেরার সময়ে তাঁর পথ আটকাতেন অভিযুক্ত । নানা ভাবে স্ত্রীকে হেনস্থাও করতেন । শনিবার অ্যাসিড নিয়ে এসেছিলেন স্ত্রীকে মারার জন্য । অ্যাসিড ছোড়ার পর এলাকার লোকজন অভিযুক্তকে ধরে ফেলেন । মহিলার পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ।
আক্রান্ত মহিলার ভ্রাতৃবধূ বলেন,"স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা ছিল । বিবাহবিচ্ছেদের মামলা চলছে । ও জানত ওই রাস্তা দিয়েই স্ত্রী বাড়ি ফেরে । প্রায়ই ফেরার পথে তাঁর পথ আটকে ঝামেলা করত । মানসিক অত্যাচার করত । শনিবারও রাস্তায় দাঁড় করিয়ে কথা বলছিল । হঠাৎ মুখে অ্যাসিড ছুড়ে দেয় । আমার ননদ হাত দিয়ে মুখ ঢেকে ফেলায় হাতে আর গলায় অ্যাসিড লেগেছে । মুখটা কিছুটা হলেও বেঁচেছে । রাস্তার লোকজন ওকে ধরে ফেলে ।"
এদিকে, হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত মহিলা বলেন, "তাঁর ও স্বামীর নামে একটি জমি রয়েছে । সেই জমি তাঁর স্বামীর নামে করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল । কিন্তু তাতে তিনি রাজি না-হয়ে তাঁদের মেয়ের নামে লিখে দিতে বলেছিলেন । স্বামীর দাবি না-মানাতেই এই হামলা ।"