পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশুদের চকোলেট বিতরণ, শুনলেন ব্যবসায়ীদের অভিযোগ; পাহাড়ে চেনা ছন্দে মমতা - MAMATA BANERJEE

দীর্ঘ প্রায় দু'বছর পর সোমবার পাহাড়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সফরের দ্বিতীয় দিন জনসংযোগ সারলেন তিনি ৷

Mamata Banerjee
পাহাড়ে জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 3:02 PM IST

দার্জিলিং, 12 নভেম্বর: পাহাড়ে চেনা ছন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার পথচলতি শিশুদের চকোলেট বিলোলেন ৷ হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে কথা বললেন পর্যটকদের সঙ্গে ৷ শুনলেন ব্যবসায়ীদের অভাব-অভিযোগের কথাও ৷

দীর্ঘ প্রায় দু'বছর পর সোমবার পাহাড়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সফরের দ্বিতীয় দিন তাঁর ৷ মঙ্গলবার সকাল থেকেই হেঁটে হেঁটে দার্জিলিংয়ের আনাচে-কানাচে জনসংযোগ করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে । এ দিন সকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রায় পাঁচ কিলোমিটার পথ এ দিন হাঁটেন তিনি ।

পাহাড়ে চেনা ছন্দে মমতা (নিজস্ব ভডিয়ো)

পাহাড় যে মুখ্যমন্ত্রীর সাধের জায়গা, তা বলার অবকাশ রাখে না । প্রতিবারই তিনি উত্তরবঙ্গ সফরে এলে পাহাড়ের আঁকাবাকা পথে হেঁটে বেড়ান । গান ও কবিতা লেখেন । এর আগেও দার্জিলিং নিয়ে গান লিখেছিলেন তিনি । যার সুর দিয়েছিলেন ও গানটি গেয়েছিলেন রাজ্যেরই মন্ত্রী ইন্দ্রনীল সেন । এমনকি পাহাড়বাসীর সঙ্গে মিলে মোমো ও চা-ও বানাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । এ দিন পাহাড়বাসীর সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে বেশ খুশি পাহাড়বাসীও ।

পথচলতি শিশুদের চকোলেট বিতরণ করলেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

এ দিনই জিটিএ'র সচিব, জেলাশাসক ও জিটিএ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী । সেই বৈঠকে জিটিএ'র অডিট, বকেয়া পাওনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে । পাশাপাশি পাহাড়ের যে উন্নয়ন বোর্ড রয়েছে, সেগুলোর কাজের অগ্রগতি নিয়েও মুখ্যমন্ত্রীর আলোচনা করার কথা রয়েছে বলে জানা গিয়েছে ।

পর্যটকদের সঙ্গে আলাপচারিতা মমতার (নিজস্ব ছবি)

উল্লেখ্য, বুধবার রাজ্যে ছ'টি আসনে উপনির্বাচন ৷ তার আগে সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে উপনির্বাচনে দলীয় প্রার্থীদের জেতানোর আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শিশুদের সঙ্গে পাহাড়ে খোশমেজাজে মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details