কলকাতা, 19 ফেব্রুয়ারি: নবান্নে দুপুরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন আধার কার্ড বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবেন। কয়েক ঘণ্টার মধ্যেই আধারের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই চিঠিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ আধার কার্ড বাতিল হওয়ার কারণে যে অসুবিধায় পড়েছেন সেই বিষয়টিই প্রধানমন্ত্রীর কাছে সবিস্তারে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে, এই বিষয়ে যে রাজ্য সরকার অন্ধকারে রয়েছে তাও জানাতে ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী। এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "কোনও তদন্ত না করে, কারও সঙ্গে কথা না বলে এবং রাজ্য সরকারকে অবগত না করে, কারও কারও আধার কার্ড নিষ্ক্রিয় করার বিষয়ে জানিয়ে সরাসরি চিঠি দিচ্ছে দিল্লিতে ইউএডিআই-এর প্রধান কার্যালয়। নাগরিকদের তাদের বক্তব্য জানানোর সুযোগ না দিয়ে আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া এ সংক্রান্ত আইনের 29-এর (1) ধারার চরম উলঙ্ঘন।" আর সে কারণেই প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ চেয়েছেন মমতা।
প্রসঙ্গত, সোমবার নবান্নে আধার নিষ্ক্রিয় করা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তিনি বলেন, "আধার বাতিলের নেপথ্যে আছে এনআরসি। শরীরে একফোঁটা রক্ত থাকতে এনআরসি হতে দেব না। মানুষকে বঞ্চিত হতে দেব না ৷ যা যা করার আমরা করব। আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র, মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে। মানুষকে বঞ্চিত করলে, মানুষ আপনাদের আঁধারে ফেলে দেবে। আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, সরকারি সব সুযোগ-সুবিধা মিলবে। এই গা-জোয়ারি আমরা মানি না। প্রধানমন্ত্রীকে চিঠি দেব। এটা অসম, উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা বাংলা। এখানে এনআরসি-ডিটেনশন কার্ড করতে দেব না।"