বিচারব্যবস্থার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কলকাতা, 22 এপ্রিল: বেনজির ভাবে বর্তমান বিচারব্যবস্থার বিরুদ্ধে একরাশ অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আদালতকে বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেছেন তিনি ৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিজেপির লোকেদের বিচারপতির আসনে বসাচ্ছেন, যাতে বিজেপির পার্টি অফিসের বলে দেওয়া কথাই বলেন বিচারপতিরা ৷ এসএসসি দুর্নীতি মামলার রায়ও বিজেপির আগে থেকেই জানা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷
সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে 26 হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়কে সরাসরি বেআইনি বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চাকুলিয়ার প্রচারসভায় সে প্রসঙ্গে বলতে গিয়েই বিচারব্যবস্থার কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷
এ দিন মমতা বলেন, "এই একটা হয়েছে... না মন্দির, না মসজিদ, একটা বিজেপির বিচারালায় ৷ বিজেপি সেখানে বসে করে রাজনৈতিক বিচার ৷ সেখানে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল ৷ এই তো হয়ে গিয়েছে এখানকার অবস্থা ৷"
বিচারপতিদের দোষ না-দিয়ে সম্পূর্ণ অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই এনেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ ৷ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যেটা বলে দেয়, সেই ড্রাফটটা তারা করে দেয় ৷"
শুভেন্দু অধিকারী এ সপ্তাহে বোমা ফাটাবেন বলে দাবি করেছিলেন, এসএসসি দুর্নীতি নিয়ে এ দিনের হাইকোর্টের রায়ই তাঁর বোমা বলে দাবি করে গুরুতর অভিযোগের ইঙ্গিত দিয়েছেন মমতা ৷ বিরোধী দলনেতাকে তুই-তোকারি করে তাঁর প্রশ্ন, "এই যে বলল না, বোমা ফাটাব ৷ বোমা কী ? 26 হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে এটা নাকি বোমা ৷ বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হল বোমা ৷ আমি ধীক্কার জানাই ৷ কোর্ট কী রায় দেবে সোমবার, তুই সেটা শনিবারই জানলি কী করে ? যদি রায়টা নিজেরা লিখে না দিস ! যদি রায়টা নিজেরা তৈরি করে না-দিস, তোরা জানলি কোত্থেকে ?"
এ সব বলার জন্য তিনি শাস্তির ভয় করেন না বলেও এ দিন বলেছেন মমতা ৷ তাঁর কথায়, "কী করবেন আমায় সাজা দেবেন ? কমিশন করবেন ? আমি তৈরি ৷ জেলে পাঠাবেন ? আমি তৈরি ৷ মানুষের কথা বলার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব ৷ কিন্তু তবু মনে রাখবেন, পরিবার বিপদে পড়লে তার পাশ থেকে আমি সরে দাঁড়াব না ৷"
আরও পড়ুন:
- 'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা
- এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন
- 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে