পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির বিচারালয়, ওদের লোকদেরই বিচারবিভাগে বসাচ্ছে কেন্দ্র: মমতা - Mamata Banerjee on Judiciary

Mamata Banerjee on Judiciary: বিচারব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগের সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গলায় ৷ তাঁর অভিযোগ, বিজেপির লোকেদের বেছে বেছে বিচারবিভাগে বসানো হচ্ছে ৷ তিনি আর কী কী বলেছেন দেখে নিন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 3:42 PM IST

Updated : Apr 22, 2024, 6:36 PM IST

বিচারব্যবস্থার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

কলকাতা, 22 এপ্রিল: বেনজির ভাবে বর্তমান বিচারব্যবস্থার বিরুদ্ধে একরাশ অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আদালতকে বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেছেন তিনি ৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিজেপির লোকেদের বিচারপতির আসনে বসাচ্ছেন, যাতে বিজেপির পার্টি অফিসের বলে দেওয়া কথাই বলেন বিচারপতিরা ৷ এসএসসি দুর্নীতি মামলার রায়ও বিজেপির আগে থেকেই জানা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷

সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে 26 হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়কে সরাসরি বেআইনি বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চাকুলিয়ার প্রচারসভায় সে প্রসঙ্গে বলতে গিয়েই বিচারব্যবস্থার কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷

এ দিন মমতা বলেন, "এই একটা হয়েছে... না মন্দির, না মসজিদ, একটা বিজেপির বিচারালায় ৷ বিজেপি সেখানে বসে করে রাজনৈতিক বিচার ৷ সেখানে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল ৷ এই তো হয়ে গিয়েছে এখানকার অবস্থা ৷"

বিচারপতিদের দোষ না-দিয়ে সম্পূর্ণ অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই এনেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ ৷ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যেটা বলে দেয়, সেই ড্রাফটটা তারা করে দেয় ৷"

শুভেন্দু অধিকারী এ সপ্তাহে বোমা ফাটাবেন বলে দাবি করেছিলেন, এসএসসি দুর্নীতি নিয়ে এ দিনের হাইকোর্টের রায়ই তাঁর বোমা বলে দাবি করে গুরুতর অভিযোগের ইঙ্গিত দিয়েছেন মমতা ৷ বিরোধী দলনেতাকে তুই-তোকারি করে তাঁর প্রশ্ন, "এই যে বলল না, বোমা ফাটাব ৷ বোমা কী ? 26 হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে এটা নাকি বোমা ৷ বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হল বোমা ৷ আমি ধীক্কার জানাই ৷ কোর্ট কী রায় দেবে সোমবার, তুই সেটা শনিবারই জানলি কী করে ? যদি রায়টা নিজেরা লিখে না দিস ! যদি রায়টা নিজেরা তৈরি করে না-দিস, তোরা জানলি কোত্থেকে ?"

এ সব বলার জন্য তিনি শাস্তির ভয় করেন না বলেও এ দিন বলেছেন মমতা ৷ তাঁর কথায়, "কী করবেন আমায় সাজা দেবেন ? কমিশন করবেন ? আমি তৈরি ৷ জেলে পাঠাবেন ? আমি তৈরি ৷ মানুষের কথা বলার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব ৷ কিন্তু তবু মনে রাখবেন, পরিবার বিপদে পড়লে তার পাশ থেকে আমি সরে দাঁড়াব না ৷"

আরও পড়ুন:

  1. 'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা
  2. এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন
  3. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে
Last Updated : Apr 22, 2024, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details