কলকাতা, 2 অক্টোবর: দলীয় মুখপত্রের উৎসব সংখ্যার লেখায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে এল আরজি কর প্রসঙ্গ । এবারও উৎসব সংখ্যায় প্রতি বছরের মতোই কলম ধরেছেন মুখ্যমন্ত্রী । তাঁর লেখা প্রতিবেদনটির নাম, 'কেন এই আইনটা করলাম ? কেন ? কেন ? কেন ?' ৷ সেখানেই আরজিকর এবং অপরাজিতা আইনের প্রসঙ্গ উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ।
প্রসঙ্গত, আরজি করের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল । প্রায় প্রতিদিন নিয়ম করে আন্দোলন আছড়ে পড়ছে শহরের রাজপথে । জুনিয়ার ডাক্তার থেকে শুরু করে বিশিষ্ট জন, এমনকি সাধারণ মানুষও এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন । আর এই প্রেক্ষাপটে রাজ্য বিধানসভায় 'অপরিজিতা উওম্যান অ্যান্ড চাইল্ড বিল' পাশ করায় রাজ্য সরকার । এই বিলে এই ধরনের ঘটনায় ফাঁসির সংস্থান রাখা হয়েছে । দলীয় মুখপত্রে মুখ্যমন্ত্রীর কলমে লেখা প্রতিবেদন মূলত সেই প্রেক্ষাপটেই লেখা ।
নিজের প্রতিবেদনে আরজি কর প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনায় আমার হৃদয় জ্বলে ছারখার হয়ে গিয়েছে । মনে হচ্ছিল, আমার পরিবারের কেউ যেন চলে গেল । কোনও মানুষই এটা মেনে নিতে পারবে না । আমারও বাড়িতে মেয়ে আছে, আমিও একজন অভিভাবিকা ৷ আমি বুঝি যন্ত্রণা কোথায় বিদ্ধ করে, কেন শাস্তির দাবিতে মানুষ উদ্যত হয় ।"