ঝাড়গ্রামের তিরন্দাজি অ্যাকাডেমি নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অলিম্পিক্সে কখনও সোনা পায়নি ভারত ।’’ তারপরেই বিতর্ক শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে ৷
কলকাতা, 16 নভেম্বর: জ্যাভলিনে সোনা গেঁথেছিলেন নীরজ চোপড়া ৷ 2008, বেজিং অলিম্পিকে সোনা এনেছিলেন অভিনব বিন্দ্রা ৷ ফিল্ড হকি’তে একসময় অপ্রতিরোধ্য ছিল ভারত ৷ মার্কিন যুক্তরাষ্ট্রকে 24 গোল দেওয়া দল দেশে এনেছে 8টি সোনা ৷ অথচ সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘অলিম্পিক্সে কখনও সোনা পায়নি ভারত ।’’
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে প্রবল কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারীও । এই বক্তব্য নিয়ে 18 সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কী লজ্জা’ । নিমেষে ভাইরাল বিরোধী দলনেতার এই পোস্ট ৷
কী হয়েছে ?
ঝাড়গ্রামের তিরন্দাজি অ্যাকাডেমি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অলিম্পিক্সে কখনও সোনা পায়নি ভারত ।’’ বিরসা মুণ্ডার 150তম জন্মদিবসে আদিবাসী ভবনে ঝাড়গ্রামে তৈরি আর্চারি অ্যাকাডেমি নিয়ে প্রশংসায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, এখান থেকে উঠে আসা ছেলেমেয়েরা জাতীয় স্তরেও সুযোগ পাচ্ছে ।
রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাসও আর্চারি অ্যাকাডেমির ভূয়সী প্রশংসা করেন ৷ মন্ত্রী বলেন, ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে । ট্রায়ালে প্রথম হয়েছে । স্কুল গেমসে 33 জনের বাংলা টিমের 23 জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে ।’’ এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্যালুট টু দেম । এদের যেন কোনও অসুবিধা না-হয় । কোনও পরিকাঠামোর অভাব যেন না-হয় । আমি দেখতে চাই, আগামিদিনে এরাই অলিম্পিক জয় করবে । ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি ।”
আর্চারি অ্যাকাডেমি নিয়ে প্রশংসায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)
মুখ্যমন্ত্রীর বক্তব্যের এই অংশটিকেই অস্ত্র করেছেন বিরোধী দলনেতা । ইতিহাস বলছে, 1928 সাল থেকে এখনও পর্যন্ত অলিম্পিকে ভারত 10টি সোনা জিতেছে । 10টি সোনা-সহ ভারতের সংগ্রহে রয়েছে 41টি অলিম্পিক পদক । যার মধ্যে রয়েছে 10টি রুপো এবং 21টি ব্রোঞ্জ । 1928 আমস্টারডাম অলিম্পিকে হকি থেকে প্রথম সোনা এসেছিল দেশে । তবে সেটা ছিল দলগত ইভেন্ট । 1928-1956 পর্যন্ত পরপর ছ’বার অলিম্পিক হকিতে সোনা জিতেছিল ভারত । শেষবার 1980 মস্কো অলিম্পিকে সোনা জেতে ভারত ।
ব্যক্তিগত ইভেন্টে 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা । 2008 সালের 13 বছর পর টোকিও অলিম্পিকে সোনা জেতেন নীরজ চোপড়া । বিরোধীরা বলছেন, দেশের এহেন সাফল্যের পরও একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এ ধরনের কথা বলেন, তখন তা নিয়ে সমালোচনা হবেই ।