কলকাতা, 27 জুন:গত কয়েকদিন ধরেই সরকারি জমি দখল নিয়ে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বারবার তাঁর মুখ থেকে শোনা যাচ্ছে সরকারি জমি দখল হয়ে যাওয়ার কথা । বৃহস্পতিবার নবান্ন সভাঘরে হকারদের নিয়ে বৈঠকেও আরও একবার এই বিষয়টি উঠল মুখ্যমন্ত্রীর কথায় । তবে এ ক্ষেত্রে আদালতের সমর্থন নিয়েই তিনি এগোতে চান বলে জানালেন ৷ আর এ নিয়ে আলোচনার জন্য আইনমন্ত্রী মলয় ঘটককে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে বললেন মুখ্যমন্ত্রী ৷
- এদিন মুখ্যমন্ত্রী বলেন, "সরকারি জমি দখল করে বাড়ি করা হচ্ছে ৷ যখনই সরকার পদক্ষেপ করতে যাচ্ছে, তখনই তারা আদালতে চলে যাচ্ছে আর একটা স্থগিতাদেশ নিয়ে চলে আসছে । এতে সরকারের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাচ্ছে । আদালতকে গোটা বিষয়টা বোঝাতে হবে । আমরা এটা আদালতকে বোঝাতে ব্যর্থ । মলয় ঘটককে বলব, প্রয়োজন হলে প্রধান বিচারপতির সঙ্গে একটা বৈঠক করতে হবে ।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আদালতের সঙ্গে আলোচনার জন্য একটি কমিটির পরামর্শ দিয়েছেন । যেই কমিটিতে আইনমন্ত্রী ছাড়াও থাকবেন বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি । একইসঙ্গে, এই কাজের ক্ষেত্রে রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বিষয়টিতে এগোতে বলেছেন মুখ্যমন্ত্রী । এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, সংঘাত নয় জীবন বাঁচাতেই এই পদক্ষেপ করতে হচ্ছে তাঁর সরকারকে, এটাই বোঝাতে হবে আদালতকে ।
মমতার কথায়, "এমন অনেক বাড়ি আছে যেগুলি অনেক পুরনো বাড়ি । যে কোনও সময় সেগুলো ভেঙে পড়ে মৃত্যু হতে পারে । অনেক মার্কেট আছে যেগুলি দেখলে আমার ভয় লাগে । অনেকে বাজার করতে গিয়ে মারা যাবে, আমি বলে দিলাম । ইমিডিয়েট যদি সংস্কার না-হয় । প্রয়োজনে আদালতকেও বোঝাতে হবে, মানুষের জীবনের থেকে তো বড় কিছু হতে পারে না ।"