পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদারহস্ত মমতা ! দুর্গাপুজোর অনুদান বাড়াল রাজ্য, বিদ্যুতের ছাড় বেড়ে 75% - Durga Puja 2024

Mamata Banerjee Announces Donation for Durga Puja 2024: গতবার 70 হাজার টাকা অনুদান পেয়েছিল দুর্গাপুজো কমিটিগুলি ৷ এবছর সেটা বাড়িয়ে 85 হাজার টাকা করেছে সরকার ৷ বেড়েছে বিদ্যুৎ বিলে ছাড়ের পরিমাণও ৷ নেতাজি ইন্ডোর থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 7:52 PM IST

কলকাতা, 23 জুলাই: কেন্দ্রীয় সরকারের ‘বঞ্চনা’তেও উদারহস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুর্গাপুজোয় আরও 15 হাজার টাকা বাড়ল রাজ্য সরকারের অনুদান ৷ গতবারের 70 হাজারের বদলে এবার 85 হাজার টাকা করে পাবে রাজ্যের পুজো ক্লাবগুলি ৷ মঙ্গলবার একই সঙ্গে, আগামী বছরের অনুদানের অঙ্কটাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ 2025 সালের দুর্গাপুজোয় এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে সরকারের তরফে ৷

রাজ্যে 43 হাজারের বেশি পুজো কমিটি এই অনুদান পাবে ৷ তার মধ্যে জেলায় রয়েছে প্রায় 40 হাজারের বেশি পুজো ৷ 2 হাজার 793টি পুজো হচ্ছে শহর কলকাতায় ৷ গোটা রাজ্যে মহিলা পরিচালিত পুজোর সংখ্যা 2 হাজার 479টি ৷

এদিন কেন্দ্রীয় বাজেটের পরেই বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী । কেন্দ্রীয় বাজেটে রাজ্যকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, তা নিয়ে সরব হয়েছেন ৷ তারপরেই নেতাজি ইন্ডোরে গিয়ে জানিয়েছেন, কেন্দ্র বঞ্চনা করলেও আনন্দে কোনও কমতি হবে না ৷

মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘25 হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম ৷ গতবার সেটা 70 হাজার হয়েছিল ৷ একেবারে বেশি বাড়ানো সম্ভব নয় ৷ এবছর 15 হাজার বাড়ালাম ৷ পরের বছর একেবারে এক লক্ষ করে দেব ৷ গরিব সরকার এর থেকে বেশি আর কী করতে পারে ৷ বাদবাকিটা আপনারাই ম্যানেজ করে নিতে পারবেন ৷’’

15 জুলাই হবে পুজো কার্নিভ্যাল ৷ 13 তারিখ দশমী ৷ এর দু’দিন পরই পুজো কার্নিভ্যালে মাতবে রাজ্য ৷ মমতা জানিয়েছেন, প্রতিবারের মতোই এবারও কলকাতা ও জেলাভিত্তিক কার্নিভ্যালের আয়োজন করা হবে ৷

বিদ্যুতেও বাড়ছে ছাড়...

গতবছর বিদ্যুতের মাশুলে 66 শতাংশ ছাড় পেয়েছিল পুজোগুলি ৷ এবছর রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদ ও সিইএসই’কে অনুরোধ করা হয়েছিল সেই ছাড় বাড়ানোর জন্য ৷ মমতা জানালেন, এবছর বিদ্যুতের মাশুলে 75 শতাংশ ছাড় মিলবে ৷

কো-অর্ডিনেশনে জোর...

পুলিশের শীর্ষ কর্তা, প্রশাসনিক আধিকারিক ও দুর্গাপুজো ফোরামের সদস্যের নিয়ে মিটিং সেরেছেন মুখ্যমন্ত্রী ৷ মমতা জানিয়েছেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের এত আগে মিটিংয়ের একটাই অর্থ, সুষ্ঠুভাবে সব কিছু করা ৷ রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘‘রাজ্য, জেলা, পুলিশ ও পুজো ফোরামের চারটি আলাদা কন্টোল রুম হবে ৷’’

সুজিত বসুর স্বভূমির প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘চমক দিতে গিয়ে এমন কিছু করবেন যাতে চারপাশ স্তব্ধ হয়ে যায় ৷ শুধু পুলিশ দিয়ে হবে না , ক্লাব কমিটির স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসতে হবে, মেয়েদেরও সঙ্গে নিন ৷ ছোট সুডেন্টরা খুব এনার্জেটিক, ওদের এগিয়ে নিয়ে আসুন ৷ আমি ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে ৷ সাধারণ মানুষের যেন কোনও অসুবিধা না-হয় ৷’’

কী কী বলেছেন মুখ্যমন্ত্রী ?

  • ভিড় এড়াতে সেপারেট এক্সিট ও এন্ট্রি ৷ জায়গা ছোট হলে আমাদের জানান ৷ এখন থেকে ভেবে নিন ৷ প্যান্ডেলে যেন পর্যাপ্ত জায়গা থাকে ৷
  • মণ্ডপে ইলেকট্রিক কানেকশন যেন ভালো থাকে, নিয়ম মেনে করতে হবে ৷ চমক দিতে গিয়ে সারা কলকাতা যেন স্তব্ধ না-হয়ে যায় ৷ স্বভূমির পুজোয় এয়ারপোর্টই বন্ধ হয়ে যায় ৷
  • জনসুরক্ষায় হোর্ডিং, ব্যানার রাখবেন ৷ আমাদের সরকারি সংগঠনরা ফ্রি’তে অ্যাড দেবে ৷
  • স্বাস্থের ব্যাপারে ক্যাম্প রাখতে হবে ৷ জোন অনুযায়ী ভাগ করে ব্যবস্থা করুন ৷ পাড়ার ডাক্তার, নার্সদের কাজে লাগান ৷ তাঁদের পরামর্শ দিন ৷ নন-পলিটিক্যাল সামাজিক সংগঠনকে দিয়ে কাজ করান ৷
  • বিসর্জনের জায়গা ভালো করতে হবে ৷ প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স যেন থাকে ৷ হেল্পলাইন যেন কাজ করে, আইটিকে দেখতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details