পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা মমতার, 'মহানায়ক' রচনা-নচিকেতা - CM Announces KIFF Date

Mamata Banerjee Announces KIFF Date: মহানায়ক পুরস্কারের মঞ্চ থেকে চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে 2024 কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যানের নামও ঘোষণা করলেন তিনি ৷

CM Mamata Banerjee in Mahanayak Award Presentation
কলকাতা চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 7:08 PM IST

Updated : Jul 24, 2024, 9:08 PM IST

কলকাতা, 24 জুলাই: 2024 সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে 4 ডিসেম্বর ৷ আজ ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তমকুমার পুরস্কারের মঞ্চ থেকে এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা করেন তিনি ৷ চলচ্চিত্র উৎসব চলবে 11 ডিসেম্বর পর্যন্ত ৷

অন্যদিকে, বুধবার ধনধান্য অডিটোরিয়ামে এ বছরের মহানায়ক পুরস্কার পেলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ প্রত্যেক বছর উত্তম কুমারের জন্মদিনে এই মহানায়ক পুরস্কার দেওয়া হয় রাজ্য সরকারের তরফে ৷ এবছর বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই দু’জনকে মহানায়ক পুরস্কারে সম্মানিত করা হল ৷ এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ চলচ্চিত্র সম্মান দেওয়া হয়েছে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র ৷

এছাড়া বাংলা চলচ্চিত্রে চার দশকের বেশি সময় ধরে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সকলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ৷ এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এবছর চলচ্চিত্র উৎসবের জন্য কমিটির চেয়ারম্যান করা হচ্ছে বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষকে ৷ সহকারী চেয়ারম্যান হিসাবে কাজ করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ তাঁরাই আগামীতে চলচ্চিত্র উৎসবের জন্য কমিটি তৈরি করবেন ৷ সেই কমিটিতে পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীও থাকবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা ৷

এদিন মুখ্যমন্ত্রীর কথায় ঘুরে ফিরে এসেছে উত্তম কুমারের প্রসঙ্গ ৷ তিনি বলেন, "আমরা এই দিনটি প্রত্যেক বছর উৎসর্গ করি মহানায়ক উত্তম কুমারকে ৷ যিনি চির-নায়ক ৷ চিরদিন উনি বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে ৷ উত্তম কুমারের সঙ্গে বাংলার সংস্কৃতির রক্তের সম্পর্ক ৷ নিজেদের আইডেন্টিটি কখনও নষ্ট করতে নেই ৷ সব সময় নিজের সংস্কৃতির শিকড়কে বাঁচিয়ে রাখতে হয়, তবেই একটা জাতি বেঁচে থাকে ৷"

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2023 সাল পর্যন্ত মোট 23 জন কৃতী শিল্পী, কলাকুশলীকে মহানায়ক সম্মান দিয়েছে রাজ্য সরকার ৷ এছাড়া একচল্লিশ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরার সম্মান দেওয়া হয়েছে ৷ 141 জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে ৷ আর 21 জনকে সারা জীবনের অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্মাননা জানানো হয়েছে ৷ নাম খুঁজতে বসলে বেশিরভাগ জনকেই সম্মান জানানো হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি নতুন করে কারও নাম খুঁজে পাচ্ছেন না ৷

Last Updated : Jul 24, 2024, 9:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details