পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে হিংসা, আরজি করে বর্বরতা; বাংলার ভালো-মন্দ - YEARENDER 2024

কথায় বলে ইতিহাস ফিরে ফিরে আসে। আর গানে বলে মানুষের বুকে বুকেই হয় ইতিহাস রচনা। তেমনই আন্দোলনের ইতিহাস ফিরল বাংলায়।

major-incidents
রাজ্যজুড়ে ঘটনার ঘনঘটা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2024, 4:43 PM IST

Updated : Dec 31, 2024, 4:59 PM IST

হায়দরাবাদ, 30 ডিসেম্বর:শেষ হয়ে গেল আরও একটা বছর। ভাল আর মন্দ সব ঘটনাই দেখলাম আমরা। বছরের বেশিটাই জুড়ে রইল আরজি করের ঘটনা। সাধারণ মানুষের প্রতিবাদ ঠিক কতটা সর্বাত্মক হতে পারে তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তেভাগা-নন্দীগ্রামের বাংলা। পাশাপাশি বাংলার রাজনীতিও সর্বদা চিত্তাকর্ষক। এবার তার অন্যথা হল না। তাছাড়া বছরের বিভিন্ন সময়ে বড়সড় প্রশাসনিক রদবদল দেখল বাংলা। সারা বছরে সেরা খবরের তালিকা তুলে ধরল ইটিভি ভারত।

1 জানুয়ারি- হরিকৃষ্ণ দ্বিবেদীর পর রাজ্যের মুখ্যসচিব হলেন ভগবতী প্রসাদ গোপালিকা। নতুন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

বাংলার বারোমাস্যা (ইটিভি ভারত)

5 জানুয়ারি- উত্তর 24 পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে ধুন্ধুমার ৷ আক্রান্ত ইডি কর্তারা ৷ এরপর থেকে পালিয়ে যান শাহজাহন ৷

9 জানুয়ারি- বছরের শুরুতেই মন খারাপ করা খবর। প্রয়াত হলেন রাশিদ খান। উচ্চাঙ্গ সঙ্গীতের এই বিশিষ্ট শিল্পীর জীবনাবসানে শোকস্তব্ধ দেশ।

15 জানুয়ারি-রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বনগাঁ মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য।

22 জানুয়ারি-অযোধ্যায় মন্দির উদ্বোনের পাল্টা কলকাতায় সম্প্রীতি মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

24 জানুয়ারি-মমতা ঘোষণা করেন বাংলায় বিজেপির বিরুদ্ধে একমাত্র বিকল্প তৃণমূল। এখান থেকেই স্পষ্ট হয়ে যায় ইন্ডিয়া শিবির লোকসভা নির্বাচনে বাংলায় একসঙ্গে ভোটে লড়বে না।

1 ফেব্রুয়ারি- কেন্দ্রের কাছে বকেয়ার দাবিতে ধরনায় মমতা।

3 ফেব্রুয়ারি- মমতা ঘোষণা করলেন একশো দিনের কাজের টাকা দেবে রাজ্য। লোকসভা নির্বাচনের আগে এই ঘোষণা তৃণমূলকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের নতুন অস্ত্র দিল ।

8 ফেব্রুয়ারি- পেশ হল রাজ্য বাজেট। তাতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকার পরিমাণ বাড়ল। পাশাপাশি ডিএ বাড়ল 4 শতাংশ।

8 ফেব্রুয়ারি- গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম।

শেখ শাহজাহান (ইটিভি ভারত)

9 ফেব্রুয়ারি- সন্দেশখালিতে নতুন করে শুরু অশান্তি।

10 ফেব্রুয়ারি- শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেফতার করা হল।

কলকাতায় এসে শুটিং করতে গিয়ে অসুস্থ মিঠুন।

11 ফেব্রুয়ারি- সন্দেশখালিতে অশান্তির ঘটনায় এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ককে নিরাপদ সর্দারকে গ্রেফতার করল পুলিশ।

15 ফেব্রুয়ারি- রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন মিমি চক্রবর্তী। বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন।

17 ফেব্রুয়ারি- ধৃত শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা।

24 ফেব্রুয়ারি- কল্যাণী এইমস-এর উদ্বোধন হল। দেশের খ্যাতনামা চিকিৎসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হল বাংলায়।

26 ফেব্রুয়ারি- কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ- শাহজাহানকে ধরতে বাধা নেই । পাশাপাশি এদিনই গ্রেফতার শেখ শাহজাহানের আরেক শাগরেদ অজিত মাইতি।

29 ফেব্রুয়ারি- সন্দেশখালির ঘটনায় মাস দেড়েক বাদে গ্রেফতার শেখ শাহজাহান।

3 মার্চ- বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

4 মার্চ- তৃণমূল ছাড়লেন বিধায়ক তাপস রায়। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের জেরেই এমন সিদ্ধান্ত তাপসের ।

5 মার্চ- ইস্তফা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা ৷ ঠিক একদিন বাদে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরের সদস্য হলেন তিনি।

6 মার্চ- আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করল সরকার।

গঙ্গার তলা দিয়ে মেট্রো সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

10 মার্চ - জনগর্জন সভায় তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন সমস্ত নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়।

14 মার্চ- নিজের বাড়িতে পডে গিয়ে কপালে আঘাত মমতার।

18 মার্চ- গার্ডেনরিচে ভাঙল বহুতল। মৃত্যু হল কয়েকজনের। পাশাপাশি কলকাতায় কীভাবে বেআইনি বাড়ি উঠছে তা যে কলকাতা পুুরনিগমের ঠিক মতো জানা নেই সেই সত্য আরও একবার প্রকাশ্যে এল।

27 মার্চ- প্রয়াত রামকৃষ্ণ মঠের সাধারণ সম্পাদক মহারাজ স্বামী স্মরণানন্দ।

13 এপ্রিল: দীর্ঘ টালবাহানার পর ফের বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং। একবার তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে এসে ফের বিজেপিতে যোগ দিলেন অর্জুন ।

19 এপ্রিল: প্রথম দফার লোকসভা ভোট বাংলা তথা ভারতে।

21 এপ্রিল: 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 25 হাজার 753 জন শিক্ষকের চাকরি বাতিলের রায় দিল কলকাতা হাইকোর্ট

27 এপ্রিল: অসীম চট্টোপাধ্যায়ের 'নকশালবাড়িনামা' আনন্দ পুরস্কার

2 মে- রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ। সেদিনই রাজভবনে রাত্রিবাস করেন প্রধানমন্ত্রী।

4 মে- সন্দেশখালির ঘটনা সাজানো। প্রকাশ্যে এল একটি স্টিং অপারেশন। তাতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের কথা শোনা গেল। জানা গেল সন্দেশখালিতে আন্দোলন করতে মহিলাদের অর্থ দিয়েছিল বিজেপি। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত। পাশাপাশি বিজেপিও দাবি করে, তাদের বদনাম করতেই ভিডিয়োটি তৈরি করছে তৃণমূল।

22 মে-2012 সালের ওবিসি বিধি বাতিল হল কলকাতা হাইকোর্টে । আদালতের এই রায় মানবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মমতা।

বাংলাদেশের সাংসদ কলকাতায় এসে খুন হয়েছেন। এমনই দাবি করল বাংলাদেশ-প্রশাসন।

26-27 মে- রাতে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ল।

বিজেপি নেত্রী রেখা পাত্র (ইটিভি ভারত)

27 মে- শাহাজাহানের নামে চার্জশিট ইডি ও সিবিআইয়ের।

29 মে- পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় শংসাপত্র দেওয়ার কাজ শুরু হল। লোকসভা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলল তৃণমূল।

নিউটাউনের একটি হোটেলের সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল মানব দেহের টুকরো। সেটি বাংলাদেশের সাংসদ আনোয়ারুলের দেহ বলে সন্দেহ করলেন অনেকেইন। বাংলাদেশ থেকেও এলেন তদন্তকারী আধিকারিক।

4 জুন- লোকসভা ভোটে ও উপনির্বাচনের ফল ঘোষণা।

মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

বাংলায় তৃণমূল পেল 29টি আসন। বিজেপির দিকে গেল 12টি আসন। মালদা দক্ষিণে জিতলেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বহরমপুরে হারলেন অধীর চৌধুরী।

9 জুন- কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আরও একবার মোদি মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর।

17 জুন- সকাল 8.32 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানি ও নিজবাড়ি স্টেশনের মধ্যে সিগন্যাল না-পেয়ে দাঁড়িয়ে ছিল কলকাতামুখী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে মালগাড়ি ৷ ঘটনায় বেশ কয়েকজনের প্রাণ যায়।

18 জুন: হলং বাংলো পুড়ে ছাই হয়ে গেল। বাংলার বুক থেকে মুছে গেল আরও এক ঐতিহ্য।

23 জুন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির জলবণ্টন চুক্তি। ডাক না পেয়ে হতাশ মমতা।

2 জুলাই- হাইকোর্টে জামিন তৃণমূল নেতা আরাবুলের।

মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ-সহ কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল।

4 জুলাই- 2022 সালের 2 ডিসেম্বর ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় চার্জশিট দিল এনআইএ।

5 জুলাই- সারদা মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল ইডি। মোট 1100 পাতার নথি জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক হিসেবে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন

8 জুলাই- সন্দেশখালিতে অত্যাচার ও জমি দখলের অভিযোগে সিবিআই তদন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট।

13 জুলাই- 4টি উপনির্বাচনেই জিতল তৃণমূল। রায়গঞ্জ, কল্যাণি দক্ষিণ, মানিকতলা ও বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় জয় পেল শাসক শিবির।

27 জুলাই- দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বলার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি বলে সভা ত্যাগ মমতার।

30 জুলাই- সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন কেষ্ট অনুব্রত মণ্ডল।

1 অগস্ট: জীবন আর স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি মমতার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে নিজের দাবি বাংলার মুখ্যমন্ত্রী। খোদ মোদি সরকারের প্রবীণ মন্ত্রী ও বিজেপির প্রাক্তন সভাপতি নীতিন গড়করিও এই একই দাবিতে সরব হন।

4 অগস্ট- ডিভিসির জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

দিন কয়েক আগে এক মহিলা বনকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। ক্ষমা না চাওয়ায়, চাপের মুখে পদত্যাগ করলেন তিনি।

7 অগস্ট- অখিলের জায়গায় সেচ দফতর পেলেন মানস ভুঁইয়া। শিল্প-পুনর্গঠন দফতরের দায়িত্ব বাবুল সুপ্রিয়। চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্য, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী হলেন।

বুদ্ধদেব ভট্টাচার্য (ইটিভি ভারত)

8 অগস্ট- প্রয়াত হলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন দেশের বাম আন্দোেলনের অন্যতম সেরা আইকন।

9 অগস্ট- আরজি কর হাসপাতালের 4 তলার সেমিনার হল থেকে মিলল পিজিটি তরুণী চিকিৎসকের দেহ।

10 অগস্ট- তরুণী চিকিৎসক খুনে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়

11 অগস্ট- বদলি সুপার তথা উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ। কর্মবিরতির ডাক দেওয়া হল। জরুরি পরিষেবা বাদে বাদবাকি সব পরিষেবা বন্ধ রাখার ডাক দিলেন আবাসিক ডাক্তাররা। অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরানোর দাবি

12 অগস্ট- আরজি কর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ ঘোষ। বিকেলের মধ্যে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হল । আরজি করের নির্যাতিতার সোদপুরের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী। জানালেন, রবিবারের মধ্যে সমাধান না হলে সিবিআই-কে তদন্তভার দেবে সরকার।

আরজি করের প্রতিবাদে ছাত্ররা (ইটিভি ভারত)

13 অগস্ট- আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এছাড়া সন্দীপ ঘোষকে ছুটিতে যাওয়ার পরামর্শ।

14 অগস্ট- আরজি করের ঘটনার প্রতিবাদে প্রথমবার রাত দখল কর্মসূচি দেখল কলকাতা। সেদিনই আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা।

16 অগস্ট- দুপুরে মাঝরাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আরজি করের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই জেরা

17 অগস্ট- কর্মবিরতি শুরু করল আইএমএ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিলেন রাতে কাজ মহিলা চিকিৎসকরা কাজ করবেন না।
18 অগস্ট- মোহন-ইস্ট ডার্বি বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য় প্রসাশন ।

20 অগস্ট- সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হল।

23 অগস্ট- আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তভারও সিবিআই-এর হাতে দিল কলকাতা হাইকোর্ট।

24 অগস্ট- সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। পাশাপাশি, প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। বঙ্গরত্ন ফেরালেন লেখক-গবেষক পরিমল দে।

27 অগস্ট- ছাত্রসমাজ ব্য়ানারে নবান্ন অভিযান, খণ্ডযুদ্ধ বাধল বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের। পাথরের আঘাতে চোখে আঘাত পুলিশ সার্জেন্টের।

30 অগস্ট- আরজি করের ঘটনায় দোষীদের সাজা চেয়ে প্রধানমন্ত্রীকে দ্বিতীয় চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রসমাজ আন্দোলনে গ্রেফতার হওয়া ছাত্রনেতা সায়ন লাহিড়িকে জামিন দিল কলকাতা হাইকোর্ট।

31 অগস্ট- রাজ্যের নয়া মুখ্যসচিব হলে মনোজ পন্থ । বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন।

2 সেপ্টেম্বর- 17 দিন লাগাতার জিজ্ঞাসাবাদের পর আরজি কর হাসপাতালের দুর্নীতির মামলায় সিবিআই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের লালবাজার অভিযান শুরু, রাতে

3 সেপ্টেম্বর- বিধানসভায় পেশ হল অপরাজিতা আইন (দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল) এবং তা পাশ হল ।

82 অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দরা কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তাঁকে প্রতীকী শিরদাঁড়া উপহার দিলেন

4 সেপ্টেম্বর- আরজি করের প্রতিবাদে আবারও রাত দখল দেখল রাজ্য।

5 সেপ্টেম্বর- স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় সাসপেন্ড হল দুই পিজিটি চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস ও অভীক দে।

8 সেপ্টেম্বর- রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রাক্তন আমলা জহর সরকার।

10 সেপ্টেম্বর- আইএমএ-র তরফে বাতিল ডাঃ সুশান্ত রায়ের সদস্য পদ।

ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আগের বছর 26 এপ্রিল দিল্লিতে তাঁকে গ্রেফতার করেছিল ইডি

11 সেপ্টেম্বর- স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ চলছে। সরকারের সঙ্গে মেইল দেওয়া-নেওয়া, আলোচনার ইঙ্গিত পাওয়া গেলেও তা হয়নি

নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রাজ্যের একাধিক বিচারক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ।

বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবসে উলক্ষ্যে পথে নেমে আরজি কর প্রতিবাদ করলেন মিঠুন চক্রবর্তী

12 সেপ্টেম্বর- সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণ।

দূরদর্শনের সংবাদ পরিবেশক ছন্দা সেনের জীবনাবসান

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।

14 সেপ্টেম্বর- আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল।

দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যভবনের সামনে ডাক্তারদের ধরনাস্থলে পৌঁছলেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ তিনি বাড়িতে আন্দোলনকারীদের বৈঠকের বসার আমন্ত্রণ জানালেন ৷ কিন্তু বাড়ি পর্যন্ত গিয়েও সেই বৈঠক হল না ৷ মুখ্যমন্ত্রী এই বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং করতে সম্মতি দিলেন না, ভণ্ডুল হয়ে গেল বৈঠক

16 সেপ্টেম্বর- কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক 41 জন আন্দোলনকারী চিকিৎসকদের ৷ ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ডিজি রাজীব কুমার ।

কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্ত, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

17 সেপ্টেম্বর- বিনীত গোয়েলের পরিবর্তে নয়া কমিশনার মনোজ ভার্মা । বিনীত গোয়েল হলেন এসটিএফের এডিজি।

19 সেপ্টেম্বর- আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত। স্বাস্থ্যভবনের সামনে থেকে অবস্থান তোলার কথা জানালেন জুনিয়র ডাক্তাররা।

সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আরজি করের ঘটনায় হিংসাকে মদত দেওয়ার ভভিযোগেই তিনি গ্রেফতার হন।

সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য় মেডিক্যাল কাউন্সিল।

21 সেপ্টেম্বর- অধীর যুগের অবসান হল বঙ্গ কংগ্রেসে। নয়া সভাপতি হলেন শুভঙ্কর সরকার।

শুভঙ্কর সরকার ও অধীর চৌধুরী (ইটিভি ভারত)

ইডি মামলায় জামিন পেলেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

25 সেপ্টেম্বর- নিজের গ্রামে মৃত্যু হল বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের ।

26 সেপ্টেম্বর- সাত বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অপরাধে দোষীকে ফাঁসির সাজা দিলেন আলিপুরের বিশেষ পকসো আদালত।

টালা থানার নতুন ওসি মলয়কুমার দত্ত।

27 সেপ্টেম্বর- এসএসকেএম হাসপাতালে গণকনভেনশন জুনিয়র ডাক্তারদের।

বিদেশমন্ত্রকের স্থায়ী কমিটিতে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুতে আত্মীয়দের তাণ্ডব

28 সেপ্টেম্বর- সাগর দত্তের ঘটনার পর নিরাপত্তার দাবিতে আরও একবার পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা।

আরজি করের ঘটনার উপর স্বল্পদৈর্ঘ্যের সিনেমা 'আগমনী' তৈরির ফলে সাসপেন্ড হলেন টিএমসিপির সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার।

2 অক্টোবর- মহালয়ার ভোরে আরজি করে বসল নির্যাতিতার মূর্তি । 1 অক্টোবর রাতভর চলল তর্পণ কর্মসূচি

3 অক্টোবর- বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মোদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মমতা।

5 অক্টোবর- জয়নগরে এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটে।

জামিন মঞ্জুর হল অনুব্রতর দেহরক্ষী সেহগাল হোসেনের।

6 অক্টোবর- জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন শুরু ৷ ঠিক হল, প্রথম দফায় ছ’জন অনশনে বসবেন ৷ আমরণ অনশনের প্রথম সারিতে যে 6 জন জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাঁরা হলেন- কলকাতা মেডিক্যাল কলেজের পিজিটি অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা ও ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা ।

7 অক্টোবর- আরজি করের ঘটনার 58দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই ৷ শিয়ালদা মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে চার্জশিট পেশ।

8 অক্টোবর- দাদাসাহেব ফালকে পেলেন মিঠুন চক্রবর্তী।

10 অক্টোবর- চিকিৎসক নেতা অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা সংকটজনক। তাঁকে আরজি করের ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি করা হল।

11 অক্টোবর- জামিন পেলেন ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে গ্রেফতার হওয়া অভিযুক্তরা।

12 অক্টোবর- অনশন মঞ্চ থেকে হাসপাতালে ভর্তি হলেন অনুষ্টুপ মুখোপাধ্যায়।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসক অলোককুমার বর্মা অসুস্থ।

13 অক্টোবর- রাজ্যজুড়ে অরন্ধনের ডাক আন্দোলনকারী চিকিৎসকদের। সামিল অনেক সাধারণ মানুষ।

14 অক্টোবর- রাজভবন অভিযান ডাক্তারদের ।

ঝালদা কংগ্রেসের পুর-প্রতিনিধি তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর মৃত্যু ৷

15 অক্টোবর- হাইকোর্টের অনুমতিতে রাজপথে দ্রোহের কার্নিভাল।

অন্যদিকে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হল পুজো কার্নিভাল।

কলকাতার শেষ দোতলা বাসের সংরক্ষণের সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর

17 অক্টোবর- গণস্বাক্ষর কর্মসূচি জুনিয়র ডাক্তারদের
18 অক্টোবর- শিয়ালদা ইএসআই হাসপাতালে আগুন

ব্যাঙ্ক থেকে টাকা তোলার আর্জি সন্দীপ ঘোষের

19 অক্টোবর- ধর্মতলার অনশন মঞ্চে হাজির মুখ্যসচিব মনোজ পন্থ। স্বরাষ্ট্র নন্দিনী চক্রবর্তী। ডাক্তারদের সঙ্গে মুখ্যসচিবের ফোনে কথা বললেন মমতা।

21 অক্টোবর-নবান্নে বৈঠক হল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের ৷ দু'ঘণ্টা বৈঠক হল ৷ বৈঠকের লাইভ স্ট্রিমিং হল ৷ এরপর রাতে উঠল অনশন

22 অক্টোবর- অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা

27 অক্টোবর- কলকাতায় অমিত শাহ। বিজেপির সদস্য 1 কোটি পেরনোর কর্মসূচি

তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ।

28 অক্টোবর- 2025 সালে টেট পরীক্ষা হবে, জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল

11 নভেম্বর- কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম করে প্রিজন ভ্যান থেকে চিৎকার সঞ্জয় রায়ের। দাবি, আরজি করের ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছে ।

13 নভেম্বর- বাংলার ছ'টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন ৷ সিতাই, মাদারিহাট, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংরা

ভাটপাড়ায় খুন তৃণমূল নেতা অশোক সাউ

14 নভেম্বর- ট্যাব কাণ্ডে সিট গঠন কলকাতা ও মালদা পুলিশের। 10 জন গ্রেফতার

অর্জুন সিংকে ভবানী ভবনে তলব সিআইডির ৷

15 নভেম্বর- তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে কসবার তাঁর বাড়ির সামনে খুনের চেষ্টা।

17 নভেম্বর- এনআইএ-র মামলা থেকে অব্যাহতি ছত্রধর মাহাতোর।

আরজি করের ঘটনার 100তম দিনে কলকাতায় মহামিছিল

18 নভেম্বর- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে মামলায় সুপ্রিম কোর্টে সিট সদস্যদের নাম জমা দিল রাজ্য সরকার, 5 জন মহিলা-সহ 7 জন আইপিএস অফিসার।

13 ডিসেম্বর- জামিন পেলেন আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ৷ 90 দিনের মাথাতেও কোনও রকমের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই । ফলে এই ঘটনায় টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে শিয়ালদা আদালত ।

23 ডিসেম্বর- ডাক্তারদের ধর্নায় অনুমতি দিল হাইকোর্ট। সন্দীপদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে পারেনি। এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নামার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই সূত্র ধরেই ধর্মতলায় ধর্না করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিলেন সিনিয়র চিকিৎসকরা। বড়দিন এবং বর্ষবরণের উৎসবের কথা বলে অনুমতি দেয়নি লালবাজার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে মামাল করেন চিকিৎসকরা। তাতে বেশ কয়েকটি শর্ত আরোপ করে মামলার অনুমতি দেয় আদালত।

শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

30 ও 31 ডিসেম্বর- পরপর দু'দিন সন্দেশখালিতে দুটি হাই প্রোফাইল জনসভা দেখল বাংলা। প্রথমদিন সভা করে ঝড় তুললেন মমতা । পরদিন শুভেন্দু সভা।

Last Updated : Dec 31, 2024, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details