কলকাতা, 11 জুন:শহর কলকাতায় আবার আগুন আতঙ্ক ! মঙ্গলবার সকালে আগুনে পুড়ল পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে থাকা একটি ভবন ৷ তার মধ্যে একটি নাইট ক্লাব এবং রেস্তরাঁয় ভয়াবহ আগুন লাগে ৷ সেখান থেকে আগুন দ্রুত অন্যত্র ছড়াতে শুরু করে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে গিয়েছে দমকলের 9টি ইঞ্জিন। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা বাড়িটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সেই দেখে আগুন লেগেছে বুঝে থানায় ও দমকলে খবর দেওয়া হয়। রেস্তরাঁ বন্ধ থাকায় ভিতরে কয়েকজন কর্মী ছাড়া সেই অর্থে কেউ ছিলেন না। আগুনের ভয়বহতা বুঝতে পেরেও তাঁরাাও বাইরে বেরিয়ে আসেন ৷
কলকাতায় আবার আগুন আতঙ্ক (ইটিভি ভারত) খবর পেয়ে দমকলের একের পর এক ইঞ্জিন আসতে থাকে ঘটনাস্থলে। আগুন মুহুর্তের মধ্যেই বড় আকার নেয়। বাড়ির উপর দিকের একটি অংশ টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ৷ পৌরনিগমের কর্তারা মনে করছেন এমনটা করা যায় না ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আছেন পুলিশকর্তা থেকে শুরু করে বড় চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য। পরে দমকল মন্ত্রী সুজিত বসুও এসে পৌঁছন ৷ সাংবাদিকদের তিনি বলেন, "আগুন নেভানোর ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না তা খতিয়ে দেখা হবে । লাইসেন্স ছিল কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।" বরো চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্যও জানান, পুলিশ ও দমকল দ্রুততার সঙ্গে কাজ করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসে গিয়েছে।
পার্ক স্ট্রিটে আগুন লাগার খবর পেলে অনেকেরই মনে পড়ে যায় 14 বছরের আগের কথা । 2010 সালে ভয়াবহ আগুনে পুড়েছিল স্টিফেন কোর্ট ৷ মৃত্যু হয়েছিল প্রায় 40 জনের ৷ সাহবে পাড়ার গর্বিত বাসিন্দাদের মাথায় এক মুহূর্তে আকাশ ভেঙে পড়েছিল ৷ সেটাই শেষ নয়, এর পর থেকে বারবার আগুন লেগেছে পার্ক স্ট্রিটে । আগুনে পুড়েছে তিতোত্তমার অন্য অংশ। তাতে অনেরকের প্রাণও গিয়েছে। নষ্ট হয়েছে বহু কোটি টাকার সম্পত্তি । কলকাতার মতো পুরনো শহরে অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যে মোটেই সহজ নয় তা আরও একবার প্রমাণিত হল এদিন ৷
আরও পড়ুন:দুর্গাপুর কাপড়ের দোকানে আগুন ! পুড়ে ছাই জিনিসপত্র