নদিয়া, 25 জানুয়ারি: নাম দুলাল বিশ্বাস ৷ তবে এলাকায় সকলের কাছে তিনি 'বাঁকা দা' হিসেবেই বেশি পরিচিত । কৃষ্ণনগরে হাই স্ট্রিট এলাকায় এক সময় দর্জির দোকান ছিল তাঁর ৷ বয়স বেড়ে যাওয়ায় নিয়মিত তেমন কোনও কাজ করেন না ৷ হাতে সময় রয়েছে অগাধ ৷ সময় কাজে লাগিয়ে ভ্যান রিক্সা চালিয়ে কৃষ্ণনগর থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিলেন 78 বছরের বৃদ্ধ ৷ স্ত্রী'র আবদার রাখতে দীর্ঘ এই যাত্রায় তাঁকেও সঙ্গে নিয়েছেন দুলাল বিশ্বাস ৷
নদিয়ার এই বৃদ্ধর প্যাডেলে পায়ের চাপ দেওয়ার সখ বহুদিনের ৷ সেলাই মেশিনের হোক, কিংবা সাইকেলের, তাঁর পা দুটি কখনও থেমে থাকে না ৷ হাতে অফুরন্ত সময় থাকায় প্রতি রবিবার বন্ধুদের সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণে বেড়িয়ে পড়েন তিনি ৷ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তিনি ৷ বেশ কয়েকবার তাঁর সংগঠনের 'নদী বাঁচাও, জল বাঁচাও' স্লোগান নিয়ে সাইকেল অভিযানের প্রথম সারিতে দেখা গিয়েছে দুলাল বিশ্বাসকে ৷ সাইকেলকে সঙ্গী করে বেশ কয়েকটি ছোট ছোট মাইলস্টোন সম্পূর্ণ করেছেন তিনি ৷ এবার আর ছোট কোনও যাত্রা নয়, সোজা প্রয়াগরাজ ৷