কুলতলি, 17 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত তিনজন ছাত্রী । আহত মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাসপাতালে । সেই হাসপাতালে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষা দিল তিনজন মাধ্যমিক ছাত্রী । ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ৷
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তিনজন ছাত্রী কুলতলির কচিয়ামারা হেমচন্দ্র হাইস্কুলের পড়ুয়া ৷ তাদের পরীক্ষার কেন্দ্র পড়েছে ডোঙা জোড়া রমানাথ হাইস্কুলে ৷ ওই তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী পরিবারের সঙ্গে টোটোতে করে সোমবার পরীক্ষার কেন্দ্রের দিকে যাচ্ছিল । সেই সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের টোটোটি উলটে যায় । এই ঘটনায় আহত হয় তিনজন পরীক্ষার্থী ।
আহত তিন ছাত্রীকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । এই দুর্ঘটনায় তিনজন গুরুতর আঘাত পাওয়ায় কেন্দ্রে গিয়ে তাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব ছিল না । তাই কুলতলি থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয় ৷ সেই মতো হাসপাতালে বসেই তিনজন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিল । আহত পরীক্ষার্থীদের সকলের বাড়ি কুলতলি মেরিগঞ্জ এলাকায় ।