ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হল কন্ট্রোল রুম, খোলা 24 ঘণ্টা - West Bengal

Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষার দিন এগিয়ে আসছে ৷ জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া ৷ এদিকে আজই পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম খুলল মধ্যশিক্ষা পর্ষদ ৷

ETV Bharat
মাধ্যমিক পরীক্ষা 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 7:17 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: আর মাত্র এক সপ্তাহ ৷ আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা ৷ সেই পরীক্ষার জন্য আজ থেকেই কন্ট্রোলরুম চালু করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ এই মর্মে শুক্রবার নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷ পর্ষদের তরফে জানানো হয়েছে 26 জানুয়ারি সকাল 11টা থেকেই পর্ষদের কন্ট্রোল রুম চালু করা হয়েছে ৷

ছাত্রছাত্রীদের জন্য 24 ঘণ্টাই চালু থাকবে এই কন্ট্রোল রুম ৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি 033-2359-2277, 2321-3844 ৷ কলকাতার পাশাপাশি কন্ট্রোল রুম চালু করা হয়েছে বিভিন্ন জেলাতেও ৷ সেগুলিও 24 ঘণ্টাই চালু থাকবে ৷ বর্ধমানের কন্ট্রোল রুমের নম্বরটি হল 9147135747, মেদিনীপুরের কন্ট্রোল রুমের নম্বরটি হল 9147135752, উত্তরবঙ্গের কন্ট্রোল রুমের নম্বর হল 9147135748 ৷ পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে এই কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন ছাত্রছাত্রীরা ৷

এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 9 লক্ষ 23 হাজার 13 ৷ পরীক্ষাকেন্দ্রের সংখ্যা 2 হাজার 675 ৷ এই বছর পরীক্ষা হবে সকাল 9টা 45 মিনিট থেকে ৷ শেষ হবে বেলা 1টায় ৷ রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 12 ফেব্রুয়ারি ৷ এবারের মাধ্যমিক পরীক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বন করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷ জীবনের প্রথম বড় পরীক্ষাটিতে থাকবে সিসিটিভি নজরদারি ৷ এই সিসিটিভি ফুটেজ রক্ষিত থাকবে ৷ ফলপ্রকাশ না-হওয়া পর্যন্ত এই ফুটেজগুলি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধানের কাছে রাখা থাকবে ৷

গতবছরের মতো এবারও পরীক্ষার সময় জেলায় বিভিন্ন স্কুল পরিদর্শন করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ৷ তবে পরীক্ষা শুরুর কিছুদিন আগে সময় পরিবর্তন হওয়ার জন্যে হাইকোর্টে মামলা হয়েছে ৷ যদিও তাতে কোনও রকম হস্তক্ষেপ না-করে দায়িত্বজ্ঞানহীন বলেই জানিয়ে দেয় আদালত ৷

আরও পড়ুন:

  1. মাধ্যমিক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল, 50 হাজার টাকা জরিমানা হাইকোর্টের
  2. মাধ্যমিকের সময় পরিবর্তন মামলা, শেষ পর্যন্ত রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত
  3. মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের

ABOUT THE AUTHOR

...view details