পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমিকাকে খুন করে রান্নাঘরে পুঁতে দেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রেমিক ও তার দিদি

Murder in Bangaon: বিয়ে করলেও প্রতিবেশী প্রেমিক-প্রেমিকা ফের প্রেমের সম্পর্কে জড়ায় ৷ এরপর তারা দু'জন মুম্বইয়ে চলে গিয়েছিল ৷ পরে নিজেদের এলাকায় ফিরলেও প্রেমিকা রহিমার খোঁজ পাচ্ছিল না তাঁর পরিবার ৷ সন্ধান মিলল প্রেমিকের দিদির রান্নাঘরের তলা থেকে ৷

ETV Bharat
রহিমার দেহের সন্ধানে চলছে খোঁড়াখুঁড়ি

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 10:32 PM IST

বনগাঁ, 25 জানুয়ারি: বিয়ের পর পুরনো প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করেছিল প্রেমিক ৷ সেই প্রেমিকাকে নিয়ে গিয়ে খুন করে রান্নাঘরে পুঁতে রাখার অভিযোগ উঠল প্রেমিক ও তার দিদির বিরুদ্ধে ৷ এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ মৃতার নাম রহিমা মণ্ডল ৷ তাঁর বাড়ি উত্তর 24 পরগনার গোপালনগর থানার নতিডাঙ্গা গ্রামে ৷ অভিযুক্তদের নাম বাকিবুল্লা মণ্ডল ও দিদি তারাবানু মণ্ডল ৷

সূত্রে জানা গিয়েছে, বিয়ের আগে প্রতিবেশী বাকিবুল্লা এবং রহিমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হতেই তাদের দু'জনকেই অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয় ৷ অভিযোগ, কয়েক বছর পরে নতুন করে তারা আবার সম্পর্কে জড়ায় ৷ এরপর দু'বছর আগে সংসার ছেড়ে বাকিবুল্লা পুরনো প্রেমিকা রহিমাকে নিয়ে মুম্বই চলে যায় ৷

রহিমার পরিবারের অভিযোগ, 5-6 মাস রহিমার কোনও খবর পাচ্ছিল না তারা ৷ পরে রহিমার পরিবারের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ পেয়ে তদন্ত নেমে বাকিবুল্লা মণ্ডল ও তার দিদি তারাবানু মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ ৷ গতকাল তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় ধৃতরা জানায় রহিমাকে মুম্বই থেকে নিয়ে এসে বাদুরিয়ার ঈশ্বরীগাছাতে বাকিবুল্লার দিদি তারাবানুর বাড়িতে রাখা হয়েছিল ৷ সেখানে বাকিবুল্লার দিদি তারাবানু রহিমাকে শ্বাসরোধ করে খুন করে ৷ খুনের পর দু'দিন ধরে রান্নাঘরে গর্ত করে ৷ সেখানে রহিমাকে পুঁতে দেয় অভিযুক্তরা ৷

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রহিমা বাদুরিয়ায় তারাবানুর বাড়িতে থাকাকালীন তার স্বামীর সঙ্গে সম্পর্কে ফিরতে চায় ৷ সেই আক্রোশেই দিদি ও ভাই মিলে রহিমাকে খুনের পরিকল্পনা করে ৷ বৃহস্পতিবার বাদুরিয়ার ঈশ্বরিগাছায় অভিযুক্তদের নিয়ে গিয়ে রহিমা মণ্ডলের দেহ তোলা হয় ৷
রহিমার পরিবারের দাবি, বাকিবুল্লা এর আগেও পাশের গ্রাম থেকে একটি মেয়েকে নিয়ে গিয়েছিল ৷ সে নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে অভিযোগ উঠেছে । অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছে রহিমার পরিবার ৷

আরও পড়ুন:

  1. ঘুমের ওষুধ খাইয়ে খুন করেছে লিভ-ইন পার্টনার, গড়ফার ঘটনায় অনুমান লালবাজারের
  2. সাক্ষী 12 বছরের ছেলে! কাঁচি দিয়ে গলা কেটে স্বামীকে খুন মহিলার
  3. অতিরিক্ত মদ খাইয়ে যুবককে খুন, কল রেকর্ড থেকে গ্রেফতার অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details