বনগাঁ, 25 জানুয়ারি: বিয়ের পর পুরনো প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করেছিল প্রেমিক ৷ সেই প্রেমিকাকে নিয়ে গিয়ে খুন করে রান্নাঘরে পুঁতে রাখার অভিযোগ উঠল প্রেমিক ও তার দিদির বিরুদ্ধে ৷ এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ মৃতার নাম রহিমা মণ্ডল ৷ তাঁর বাড়ি উত্তর 24 পরগনার গোপালনগর থানার নতিডাঙ্গা গ্রামে ৷ অভিযুক্তদের নাম বাকিবুল্লা মণ্ডল ও দিদি তারাবানু মণ্ডল ৷
সূত্রে জানা গিয়েছে, বিয়ের আগে প্রতিবেশী বাকিবুল্লা এবং রহিমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হতেই তাদের দু'জনকেই অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয় ৷ অভিযোগ, কয়েক বছর পরে নতুন করে তারা আবার সম্পর্কে জড়ায় ৷ এরপর দু'বছর আগে সংসার ছেড়ে বাকিবুল্লা পুরনো প্রেমিকা রহিমাকে নিয়ে মুম্বই চলে যায় ৷
রহিমার পরিবারের অভিযোগ, 5-6 মাস রহিমার কোনও খবর পাচ্ছিল না তারা ৷ পরে রহিমার পরিবারের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ পেয়ে তদন্ত নেমে বাকিবুল্লা মণ্ডল ও তার দিদি তারাবানু মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ ৷ গতকাল তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷