দার্জিলিং, 19 জুলাই: ফের বড়সড় ধাক্কার মুখে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। চলতি বছরে প্রায় কোটি টাকা ক্ষতির মুখে ডিএইচআর। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় একদিকে যেমন আয় কমেছে, পাশাপাশি কমেছে যাত্রীর সংখ্যাও ৷ আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা ৷
2023 সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডিএইচআরের আয় হয়েছিল 13 কোটি 46 লক্ষ টাকা ৷ পাশাপাশি যাত্রী চড়েছিল 1 লক্ষ 11 হাজার 541 জন ৷ কিন্তু চলতি বছরে ওই ছয় মাসেই আয় কমে হয়েছে 12 কোটি 66 লক্ষ টাকা ৷ যাত্রী চড়েছে 1 লক্ষ 4 হাজার 848 জন। তাতে প্রায় 80 লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে ডিএইচআরের। পাশাপাশি যাত্রী কমেছে অন্ততপক্ষে 6 হাজার 600 জন ৷ এমতাবস্থায় যাত্রী পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবি তুলেছে পর্যটন সংস্থাগুলি। ব্যবসায়ীদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
এবিষয়ে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা দেবাশিস মৈত্র বলেন, "গত বছর প্রথম ছ'মাসে ডিএইচআরের যা আয় হয়েছিল, এবার অন্তত 80 লক্ষ টাকা কম হয়েছে। তার কারণ হিসেবে পরিষেবা ব্যাঘাত হওয়াই অন্যতম কারণ ৷ টানা বৃষ্টিতে পাহাড়ে ধস পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল ৷ যে কারণে পর্যটকরা কম এসেছেন। তবে সামনে পুজোর মরশুম। আমরা চাই রেল কর্তৃপক্ষ দ্রুত পরিষেবা স্বাভাবিক করুক।"