পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইভিএমে বিশেষ চিহ্ন দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, সরব রেখা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Alligation of Booth capturing in Basirhat: বসিরহাটে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ এদিন বুথ পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷

Booth capture in Basirhat
বুথ পরিদর্শনে বিজেপি প্রার্থী রেখা পাত্র (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 3:45 PM IST

বসিরহাট, 1 জুন: সপ্তমদফা বা শেষ দফার নির্বাচনে সকাল থেকেই উত্তপ্ত বসিরহাট ৷ দুপুরের দিকে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ বসিরহাট লোকসভার উত্তর মামুদপুর শিশু শিক্ষা কেন্দ্রের 98 নম্বর বুথ দখলের অভিযোগ তুলেছেন রেখা ৷ এদিন তিনি বলেন, "97 ও 98 নম্বর বুথে তৃণমূলের পক্ষ থেকে কলমের কালি দিয়ে বিশেষ চিহ্ন করা হয়েছে ৷ তার মানে এখানে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে যে যেখানে কালি দিয়ে চিহ্ন করা আছে সেখানেই ভোট দিতে হবে ৷ আর কোথাও ভোট দেবেন না ৷ তার থেকেই বোঝা যাচ্ছে এই বুথটা তৃণমূলের কর্মীরা ক্যাপচার বা দখল করে রেখেছে ৷"

বুথ দখলের অভিযোগ (ইটিভি প্রতিনিধি)

যদিও তৃণমূলের তরফে বুথ দখলের অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তৃণমূল নেতা একেএম ফারাক বলেন, "নাচতে না জানলে উঠোন বাঁকা ৷ বিজেপি হার নিশ্চিত জেনে বুথ দখলের অভিযোগ করছে ৷ ওরা বুঝে গিয়েছে, এখান থেকে জিততে পারবে না ৷"

ভোট দিলেন রেখা পাত্র, সন্ত্রাসের অভিযোগের মধ্যেও আশাবাদী বিজেপি প্রার্থী

অভিযোগ, বসিরহাটের এই বুথে তৃণমূলের কর্মীরা ভোটারদের প্রভাবিত করার জন্য প্রার্থীর নামের পাশে বিশেষ চিহ্ন দিয়ে রেখেছেন ৷ এমনটা জানার পরেই বুথে ছুটে আসেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ বুথ পরিদর্শনের পর তিনি সংবাদমাধ্যমের সামনে গোটা বিষয়টি তুলে ধরেন ৷ এমনকী, মৌখিকভাবে প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানান ৷

উল্লেখ্য, এদিন রেখা পাত্র নিজের স্বামীর সঙ্গে ভোট দিতে যান কর্ণখালি আদিবাসী প্রাইমারি স্কুলে ৷ সাংবাদিককের উদ্দেশ্যে তিনি জানান, 2011 সাল থেকে ভোট দিতে পারেননি। এদিন আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিয়েছেন ৷ অন্যদিকে, ভোটের আগের রাত অর্থাৎ শুক্রবার উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি। পুলিশের ছদ্মবেশে গ্রামে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে বাঁশ, লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হন গ্রামের মহিলারা। ঘটনাটি বেড়মজুরের কাঠপোল এলাকার। যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ প্রশাসন।

ভোটের মাঝেই বসিরহাটে উদ্ধার 22 লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার 8

ABOUT THE AUTHOR

...view details