ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পরিদর্শনে এলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ ৷
দুর্ঘটনাস্থলে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃত বেড়ে 10 - kanchanjungha express accident - KANCHANJUNGHA EXPRESS ACCIDENT
Published : Jun 17, 2024, 12:21 PM IST
|Updated : Jun 18, 2024, 3:59 PM IST
- আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 10 ৷ তবে রেল কর্তৃপক্ষের তৎপরতায় 24 ঘণ্টা পেরোতে না-পেরোতেই দুর্ঘটনাগ্রস্ত আপ-ডাউন লাইনে শুরু হল পরিষেবা ৷ মঙ্গলবার সকালে আপ লাইনে প্রথমে যাত্রীবাহী শতাব্দী এক্সপ্রেস ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি অঞ্চল অতিক্রম করে ৷ এরপর বেলা সাড়ে এগারোটা নাগাদ ডাউন লাইনে অতিক্রম করে অবধ অসম এক্সপ্রেস ৷ যদিও সোমবার শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার নেপথ্য কারণ নিয়ে জারি রয়েছে ধোঁয়াশা ৷ মঙ্গলবার ঘটনাস্থলে আসেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ ৷
LIVE FEED
দুর্ঘটনাস্থল পরিদর্শনে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি
দুর্ঘটনার পর ডাউন লাইনে চলল প্রথম ট্রেন
আপ লাইনে জোড়া যাত্রীবাহী ট্রেনের পর ডাউন লাইনেও চালু হল রেল পরিষেবা ৷ ডাউনে দুর্ঘটনাস্থল অতিক্রম করল অবধ অসম এক্সপ্রেস ৷
মৃত বেড়ে 11
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু ৷ চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রাণ হারাল এর নাবালক ৷ মৃতের নাম স্নেহা মণ্ডল (11) ৷
দুর্ঘটনার নেপথ্যে একাধিক ত্রুটি
সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পিছনে রয়েছে একাধিক ত্রুটি । সেকথা স্বীকার করে নিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। মঙ্গলবার সকালে তিনি ঘটনাস্থলে রেলট্র্যাক মেরামতির কাজ পরিদর্শনে যান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দুর্ঘটনার পিছনে প্রযুক্তিগত ত্রুটির পাশাপাশি রেলকর্মীদেরও ত্রুটিও ধরা পড়েছে।
নিউ জলপাইগুড়ি এডিআরএম অফিসে মঙ্গলে উচ্চপর্যায়ের বৈঠক
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, "24 ঘণ্টা আগেই ওই লাইন দিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে আমাদের। ডাউনলাইন সংস্কারের কাজ হচ্ছে। এদিন (মঙ্গলবার) দুপুরের আগেই ওই লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে বলে মনে করা হচ্ছে।"
ডাউন লাইনেও রেল পরিষেবা চালু করার চেষ্টা আজই
সোমবার দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় ট্র্যাক সংস্কারের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ ৷ এরপর রাতেই আপ লাইনে গড়িয়েছিল চাকা ৷ তবে ডাউন লাইনে সংস্কারের কাজ এখনও চলছে ৷ ঘটনায় তদন্তে মঙ্গলবার নিউ জলপাইগুড়ি এডিআরএম অফিসে উচ্চ পর্যায়ে বৈঠকে বসতে চলেছেন রেল আধিকারিকরা ৷
দুর্ঘটনায় মৃত্যু বেড়ে 10
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল আরও একজনের ৷ সবমিলিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 10 ৷ এদের মধ্যে 7 জনকে সনাক্ত করা গিয়েছে ৷
3টে 13 মিনিটে শিয়ালদায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
অক্ষত বগিগুলো নিয়ে রাত 3টে 13 মিনিটে শিয়ালদা স্টেশনের 12 নং প্ল্যাটফর্মে প্রবেশ করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ প্রাণ হাতে ফেরা যাত্রীদের চোখেমুখে তখনও আতঙ্ক স্পষ্ট ৷ স্টেশনে হাজির ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ যাত্রীদের খোঁজখবর নেওয়ার পর প্রত্যেক যাত্রীকে তুলে দেন রাজ্য সরকারের বাসে ৷ যা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে ৷ শিয়ালদা স্টেশনে মেডিকেল ক্যাম্পে বেশ কয়েকজন যাত্রী তাদের চোটের প্রাথমিক চিকিৎসা করান ৷ এক অসুস্থ যাত্রীকে জল ও ওষুধ তুলে দেন মেয়র ৷
ফের ট্রেন দুর্ঘটনা, দায় কার ? ট্রেন চালক নাকি রেল কর্তৃপক্ষের
বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাটি হয়েছিল এই জুন মাসের 2 তারিখে ৷ তার এক বছর এবং আর কিছু দিন কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা ৷ জলপাইগুড়ির ফাঁসিদেওয়ার রাঙাপানিতে সকাল 8.30টার খানিক পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন দিক থেকে ধাক্কা মারল একটি পণ্যবাহী ট্রেন ৷ সেই ধাক্কার অভিঘাত এতটাই যে মালগাড়িটির বেশ কয়েকটি বগি এক্সপ্রেস ট্রেনের উপর উঠে যায় ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 7 জন রেল কর্মী ৷ প্রাণ হারিয়েছেন পণ্যবাহী রেলটির চালক ও সহকারী চালক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ৷ এই দুর্ঘটনার জন্য পণ্যবাহী ট্রেনের চালককেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সিভি আনন্দ বোস ৷
দুর্ঘটনার পর আপ লাইনে শুরু হল ট্রায়াল রান
- শুরু হল আপ লাইনে ট্রায়াল রান ৷ মালগাড়ি চালিয়ে ট্রায়াল রান করা হচ্ছে ৷ তবে ডাউন লাইনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সেখানে মালগাড়ির ইঞ্জিন এখনও পড়ে রয়েছে ৷ ওভারহেড তার ছিঁড়ে গিয়েছ ৷ হয়তো ট্র্যাকটিও পরিবর্তন করা হতে পারে ৷ আগামিকাল ঘটনাস্থলে আসছেন ফরেনসিক ডিপার্টমেন্ট এবং রেল সেফটি কমিশনার ৷
'দুর্ঘটনার পর রেলওয়ে এবং অন্য সংস্থা আমাদের পাশে দাঁড়িয়েছে', বললেন যাত্রী
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী হয়েও বেঁচে গিয়েছেন এক হাজারেরও বেশি যাত্রী ৷ তাঁদের সমেত এক্সপ্রেস ট্রেনটি কম ক্ষতিগ্রস্ত 18টি বগি এল মালদা স্টেশনে ৷ সেখানেই এক যাত্রী তাঁর অভিজ্ঞতার কথা বললেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ সব দুর্ঘটনা হচ্ছে সিগন্যালের জন্য ৷ আরও সচেতন হওয়া উচিত ছিল ৷" তবে দুর্ঘটনার পর থেকে রেল কর্তৃপক্ষ যাত্রীদের দিকে প্রতিনিয়ত খেয়াল রেখেছে বলে জানালেন ওই যাত্রী ৷ তিনি বলেন, "দুর্ঘটনার পর রেলওয়ে এবং অন্য সংস্থা আমাদের পাশে দাঁড়িয়েছে ৷ টিফিন, জল, রাতের খাবার দিয়ে গিয়েছে ৷"
আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছলেন সুকান্ত
- রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসাপাতালে গিয়ে আহতদের অবস্থা দেখেন ৷ তিনি বলেন, "এখনও পর্যন্ত আমি যা খবর পেয়েছি, তাতে 47 জন আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদের মধ্যে 3 জন আইসিইউতে ৷ একটি শিশু পিআইসিইউ-তে ভর্তি রয়েছে ৷ এই চারজনের শারীরিক পরিস্থিতি কিছুটা গুরুতর ৷ আমরা তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ অন্যদের আঘাত সামান্য ৷"
মালদায় পৌঁছল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত বগিগুলি
- মালদা স্টেশনে পৌঁছল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাকি প্রায় 18 টি বগি ৷ এই প্রসঙ্গে মালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিকাশ চৌবে বলেন, "কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত কোচগুলি মালদা স্টেশনে ৷ তাতে 1 হাজার 300 জন যাত্রী আছেন ৷ আমাদের মেডিক্যাল টিম প্রতিটি কোচে যাত্রীদের কাছে গিয়ে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন ৷ সবাই মোটামুটি ভালো আছেন ৷ কারও তেমন কোনও অসুবিধে নেই ৷ আমরা যাত্রীদের প্রয়োজনীয় ওষুধ দিয়েছি ৷ তাঁদের রাতের খাবার দেওয়া হয়েছে ৷ শৌচাগারে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা করা হয়েছে ৷"
- উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি সবার আগে সকাল 9টায় এই খবর পেয়েছিলাম ৷" এদিন তিনি অ্যান্ট কলিশন ডিভাইস নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেন ৷ এমনকী রেল পরিষেবা দিনে দিনে নিম্নমানের হচ্ছে বলেও অভিযোগ করেন ৷ সোমবার বকরি ঈদের মধ্যেই চোপড়ার বিধায়ক দুর্ঘটনায় উদ্ধারকার্যে যান ৷
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আহতদের সঙ্গে দেখা করলেন রেলমন্ত্রী অশ্বিনী
- রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গেলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ সেখানে ট্রেন দুর্ঘটনায় জখম ব্যক্তিদের সঙ্গে কথা বললেন তিনি ৷ ইতিমধ্যে তিনি রেল মন্ত্রকের তরফে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং গুরুতর জখমদের জন্য 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ তুলনায় কম আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ মন্ত্রীর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷
'যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে', বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী
- "রেল সেফটি কমিশনার এই দুর্ঘটনা কেন ঘটল, তার তদন্ত করবে ৷ উদ্ধারকার্য শেষ হয়েছে ৷ এবার ট্রেন চলাচল কীভাবে দ্রুত স্বাভাবিক করা যায়, সেদিকে জোর দেওয়া হচ্ছে ৷ এটা মেন লাইন ৷ যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা যেন আর না ঘটে, সেদিকে খেয়াল রাখা হবে" , রাঙাপানিতে দুর্ঘটনাস্থলে পৌঁছে বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷
মঙ্গলবার দুপুরের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিলেন রেলমন্ত্রী
- রাঙাপানিতে দুর্ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাবেন বলে জানিয়েছেন ৷ কাল বেলা 12টার মধ্যে ফের ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, জানালেন মন্ত্রী ৷ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও আজ বিকেল 5.30 মিনিটে শিলিগুড়িতে পৌঁছবেন বলে জানিয়েছেন ৷
বাইকে চেপে রওনা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
- দুপুরেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ সেখান এক স্থানীয়ের বাইকে চেপে দুর্ঘটনাস্থলের যান তিনি ৷ ফাঁসিদেওয়ায় পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী ৷
উত্তরবঙ্গের পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- সোমবার বিকেল 3.30টে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাবেন ৷ সেখানে আহতদের সঙ্গে দেখা করবেন ৷ অন্যদিকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷
রেলের সিগন্যাল কাজ করছিল না
- সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, রেল সূত্রে খবর, পশ্চিমবঙ্গে রানিপাত্র রেলওয়ে স্টেশন এবং ছাতার হাট জংশনে সোমবার ভোর 5.50 মিনিট থেকে সিগন্যালিং সিস্টেম ঠিকমতো কাজ করছিল না ৷ ওই সূত্র সংবাদসংস্থাকে জানায়, 131174 শিয়ালদা-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি থেকে এদিন সকাল 8.27 মিনিটে রওনা দেয় ৷ এরপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভোর 5.50 মিনিটে রানিপাত্র স্টেশন এবং ছাতার হাটের মাঝে থেমে গিয়েছিল ৷ অটোমেটিক বা স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম যখন কাজ করছিল না, তখন স্টেশন মাস্টার TA 912 লিখিত অথোরিটি জারি করেন ৷ এর ফলে ট্রেনের চালক সব রেড সিগন্যাল ক্রস করার অনুমতি পায় ৷
- মৃত
- অনিল কুমার রেলচালক,
- বিশাল মিশ্র রেলকর্মী
- আরএমএস কার্যালয়ের কর্মী শঙ্কর মোহন দাস
- গার্ড অভিষেক রায় ও আশিস দে
- গালিশো সুব্বা, আবগারি দফতরের সাব ইনস্পেক্টর
ট্রেন দুর্ঘটনায় মোদি সরকারের কড়া সমালোনা করলেন কংগ্রেস সভাপতি খাড়গে
- উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মোদি সরকারকে কড়া আক্রমণ শানিয়ে এই ঘটনাকে অব্যবস্থা বলে উল্লেখ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ৷
আহতদের দেখতে উত্তরবঙ্গের হাসপাতালে যাচ্ছেন রাজ্যপাল আনন্দ
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কয়েকটি কামরা রওনা দিল
- ক্ষতিগ্রস্ত পাঁচটি কামরা বাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাকি অংশ মালদার পথে রওনা দিল ৷
- শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় শোকপ্রকাশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ৷
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কলকাতার বাসিন্দা এবং রেলকর্মী শঙ্কর মোহন দাসের মৃত্যু হয়েছে ৷ তিনি আর এম এস ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে ৷
- রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছেন 100 জন বিএসএফ জওয়ান ৷
- শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ফলে বেশ কয়েকটি দূরপাল্পা ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে ৷ 20503 ডিব্রুগড়- নিউদিল্লি রাজধানী এক্সপ্রসের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে ৷ এছাড়া 12423 ডিব্রুগড়- নিউদিল্লি রাজধানী এক্সপ্রস ও 22301 হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেসের যাত্রাপত্রও পরিবর্তিত হয়েছে ৷
- পাঁচটি বগি কেটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে আলুয়াবাড়ি স্টেশনে আনা হয়েছে ৷ সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে শিয়ালদা আনার চেষ্টা চলছে বলে রেল সুত্রের খবর ৷
- রেলের প্রাথমিক তদন্তে উঠে আসছে, মালগাড়ির চালক সিগন্যাল অমান্য করেছিলেন ৷ যার জেরে কন্টেনার বোঝাই মালগাড়িটি পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ওপর আছড়ে পড়ে ৷ ঘটনায় দু:খপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
- মৃতদের মধ্যে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ও মালগাড়ির চালক, সহকারী চালক ৷ রেলের তরফেও ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ মৃতদের পরিববারকে 10 লক্ষ ও আহতদের 2.5 লক্ষ টাকা দেওয়ার কথার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷
- শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50 হাজার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মোদি ৷ ঘটনার শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি ৷
- মালগাড়ির ধাক্কায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ এক্স হ্যান্ডেলে ঘটনায় শোকপ্রকাশ করে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷