পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সময়সীমা শেষ, আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকরা - kolkata doctor rape and murder case

rg kar live updates
ধর্মতলায় অবস্থানে বসলেন জুনিয়র চিকিৎসকরা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2024, 7:19 PM IST

Updated : Oct 5, 2024, 11:07 PM IST

আরজি কর নিয়ে নতুন করে উত্তেজনা ছড়াল শুক্রবার। জুনিয়র চিকিৎসকদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হল ধর্মতলা চত্বরে। মিছিলের পর সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকরা। সে সময় তাঁদের পুলিশ বাধা দেয় বলে অভিযোগ । এর আগে শিয়ালদা আদালতে চাঞ্চল্যকর দাবি করে সিবিআই ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর গোটা ঘটনাটি অত্যন্ত সুকৌশলে ধামাচাপা দেওয়ার ছক কষেছিলেন টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ।

LIVE FEED

10:47 PM, 5 Oct 2024 (IST)

কারা কারা বসছেন অনশনে ?

আমরণ অনশনের প্রথম সারিতে যে 6 জন জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাঁরা হলেন- কলকাতা মেডিক্যাল কলেজের পিজিটি অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা ও ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা । আরও রয়েছেন, এসএসকেএম হাসপাতলের পিজিটি অর্ণব মুখোপাধ্যায়, এনআরএসের পিজিটি পুলস্ত্য আচার্য এবং কেপিসি হাসপাতালের প্যাথোলজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরা ৷ মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই অনশন শুরু করলেন বলে জানান আন্দোলনকারীরা ৷

9:10 PM, 5 Oct 2024 (IST)

জুনিয়র চিকিৎসকরা আরও জানিয়েছেন, যাঁরা অনশন করবেন তাঁরা ডিউটিতে করবেন না। রোটেশনল পদ্ধতিতে ডিউটি করবেন।

9:07 PM, 5 Oct 2024 (IST)

অনশনের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা রাখবেন বলে জানালেন জুনিয়র চিকিৎসকরা। অনশন মঞ্চে থাকবে সিসিটিভি। প্রথম দফায় 6 জন অনশনে বসবেন । পরে বাকিরা যুক্ত হতে থাকবেন।

8:51 PM, 5 Oct 2024 (IST)

অনশন করবেন জুনিয়র চিকিৎসকরা

দশ দফা দাবি পূরণ না হওয়ায় শেষমেশ অনশনের সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা । তাঁদের স্পষ্ট কথা, "কাজে ফিরলেও খাবার খাব না।"

8:28 PM, 4 Oct 2024 (IST)

আমরণ অনশনের হুঁশিয়ারি

দশ দফা দাবি সামনে রেখে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও তাঁরা জানালেন 24 ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশন শুরু কররেন । আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, "আমাদের এই অবস্থান মঞ্চে একটি ঘড়ি থাকবে । প্রতিটি সেকেন্ড মিনিটের হিসেব হবে। 24 ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে অনশন শুরু করব । নিজেদের জীবন বাজি রাখব।"

8:24 PM, 4 Oct 2024 (IST)

কর্মবিরতি প্রত্যাহার

কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা ।

8:15 PM, 4 Oct 2024 (IST)

বৃষ্টির মধ্যেই অবস্থান

বৃষ্টির মধ্যেই অবস্থান চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ।

7:38 PM, 4 Oct 2024 (IST)

পুলিশকে ক্ষমা চাইতে হবে, দাবি জুনিয়র চিকিৎসকরা

আন্দোলনকারীদের তরফে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, "পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে । গায়ে হাত দেওয়ার জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে । পুলিশ ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবেয় ।"

7:11 PM, 4 Oct 2024 (IST)

ধর্মতলায় অবস্থানে বসলেন জুনিয়র চিকিৎসকরা

আরজি কর নিয়ে নতুন করে উত্তেজনা ছড়াল শুক্রবার। জুনিয়র চিকিৎসকদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হল ধর্মতলা চত্বরে। মিছিলের পরে সাংবাদিক সম্মেলনের সময় বাধা দেওয়া হয়েছে এই অভিযোগে ধর্মতলার মোড়ে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা ।

Last Updated : Oct 5, 2024, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details