কেউ যদি অসহায় হয়ে এসে দরজায় কড়া নাড়ে, তাহলে আমরা ফেরাই না ৷ একুশের মঞ্চ থেকে বাংলাদেশের অশান্তি নিয়ে বার্তা মমতার
Live Updates: 'অসহায় হয়ে এলে কাউকে ফেরাব না', একুশের মঞ্চে বাংলাদেশের অশান্তি নিয়ে বার্তা মমতার - TMC 21 July Rally
Published : Jul 21, 2024, 9:40 AM IST
|Updated : Jul 21, 2024, 2:11 PM IST
একুশে জুলাই ৷ তৃণমূলের শহিদ দিবস, বাৎসরিক মেগা শো । এই বিশেষ দিনটিকে তৃণমূল কংগ্রেস মা-মাটি-মানুষ দিবস হিসাবেও পালন করে । সকাল থেকেই ভিড় বাড়ছে ধর্মতলা চত্বরে ৷ লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস । ফলে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ আরও বেশি ৷ শাসকদলের নেতৃত্বের দাবি, ধর্মতলায় এবার রেকর্ড ভিড় হবে । একুশে জুলাইয়ের সব আপডেট সরাসরি দেখুন ইটিভি ভারতে...
LIVE FEED
বাংলাদেশ নিয়ে বার্তা মমতার
সরকারি চাকরি নিয়ে বড় বার্তা মমতার
একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তাঁর সরকারের কাছে 10 লক্ষ চাকরি রেডি রয়েছে ৷
দলকে কড়া বার্তা মমতার
অন্যায় করলে তৃণমূলকেও ছাড়ি না ৷ দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শহিদের রক্ত, ব্য়র্থ হয় না
একুশের মঞ্চে শহিদদের স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল শহিদের রক্ত কখনও ব্য়র্থ হয় না ৷
বিজেপি’কে শহিদ ধার নিতে হয়...
বিজেপির নেতিবাচক দল ৷ ওদের কোনও শহিদ নেই, ভালো লোক নেই ৷ তাই ওদের শহিদ ধার নিতে হয় ৷
বাংলা’কে ধন্যবাদ অখিলেশের
আপনারা বিজেপি’কে হারিয়েছেন ৷ দিল্লিতে যেই সরকার আছে, তারা বেশিদিনের নয় ৷ কয়েকদিন পরেই দেখবেন সরকার পরে গিয়েছে ৷
মমতাকে দরাজ সার্টিফিকেট অখিলেশের
‘এক আকেলি লড় জায়েগি, জিতেগি অর বার জায়েগি’ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হার না-মানা মনোভাবে প্রশংসা অখিলেশের ৷
সব দলের এই সৌভাগ্য হয় না...
প্রাণ দেওয়ার মতো কর্মী রয়েছে ৷ সব দলের এই সৌভাগ্য হয় না ৷
বক্তব্য রাখছেন অখিলেশ...
একুশে জুলাইয়ের সভামঞ্চে বক্তব্য রাখছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ৷
সরাসরি দেখুন ইটিভি ভারতে...
ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়-অখিলেশ যাদব ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে...
ধর্মতলায় মমতা-অখিলেশ...
ধর্মতলায় সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব ৷
তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা...
তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা ৷ তাকে যত পোড়ানো হবে, তত শক্ত হবে ৷ অবিরাম লড়াইয়ে এটাই আমাদের শক্তি যোগাবে ৷
পার্থ গ্রেফতার হলে ধর্মেন্দ্র প্রধান নয় কেন ?
টেট বা এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন ৷ দোষ করলে অবশ্যই শাস্তি হবে ৷ কিন্তু নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধান গ্রেফতার হবেন না কেন ? কেন এই পক্ষপাতদুষ্ট আচরণ ?
আবাসের টাকা দেবে তৃণমূল...
- 31 ডিসেম্বরের আগে আবাস যোজনায় যাদের নাম রয়েছে, তাঁদের কাছে টাকা পৌঁছে যাবে ৷
পর্যালোচনায় ব্যস্ত ছিলাম...
প্রস্তুতিতে আমাকে দেখেননি ৷ অনেক কথা বলেছে অনেকে ৷ আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম ৷ আগামী তিনমাসের মধ্যে এর ফল পাবেন ৷
সন্দেশখালি ঝুলি উপুড় করে দিয়েছে তৃণমূলকে
সন্দেশখালি সন্দেশখালি করে ধোঁয়া তুলেছিল বিজেপি ৷ কী হলো ? বসিরহাট লোকসভায় বিপুল ভোটে জিতেছে দল ৷
নেতৃত্বে মমতা-অখিলেশ...
বিজেপিকে হারাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বিজেপি’কে ভাগিয়েছে জনতা
বাংলা থেকে বিজেপি’কে ঝেটিয়ে বিদায় করেছে বাংলা ৷
বক্তব্য রাখছেন অভিষেক...
একুশের মঞ্চে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে...
একুশের মঞ্চে দুই বিশ্বজয়ী...
- একুশে জুলাইয়ের মঞ্চে দুই বিশ্বজয়ী ৷ এসেছেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ৷
বক্তব্য রাখছেন ববি...
- একুশের মঞ্চে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ৷ মঞ্চে বক্তব্য রাখছেন মমতার অনুগত সৈনিক ৷
মঞ্চে অভিষেক...
- গত কয়েকবারের মতো 21 জুলাইয়ের প্রস্তুতিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । আজ বেলা বাড়তেই ধর্মতলার সভামঞ্চে পৌঁছে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ৷
পৌঁছলেন অখিলেশ...
- শহিদ স্মরণ কর্মসূচিতে সবচেয়ে বড় চমকের নাম অখিলেশ যাদব ৷ ধর্মতলায় তৃণমূলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো ৷ কলকাতা বিমানবন্দরে নামলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷
রেকর্ড ভিড়, দাবি নেতৃত্বের...
- লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস । ফলে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ আরও বেশি ৷ শাসকদলের নেতৃত্বের দাবি, ধর্মতলায় এবার রেকর্ড ভিড় হবে ।
একুশের মঞ্চে ছত্রধর...
একুশের মঞ্চে এলেন একদা মাওবাদী নেতা ছত্রধর মাহাতো ৷
শশী বার্তা...
শশী পাঁজা বলেন, ‘‘আজ একুশে জুলাই ৷ আমাদের শহিদ স্মরণ করার দিন । লাল সন্ত্রাসের বলি হতে হয়েছিল আমাদের একাধিক কর্মীদের । সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিবছরই তিনি এই দিনটি শহিদদের যেমন স্মরণ করেন, একইভাবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসাকর্মীদের তিনি আগামিদিনের দিক নির্দেশ করেন ।’’
জমজমাট শ্যামবাজার মোড়...
- পাঁচ মাথার মোড়ে বিভিন্ন রাস্তা দিয়ে একের পর এক তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো কর্মী বোঝাই বাস ধর্মতলামুখী হচ্ছে । শ্যামবাজার মোড়ে জায়ান্ট স্ক্রিনে চলছে একুশে জুলাইয়ের তথ্যচিত্র । শ্যামবাজার মোড় থেকেই জমায়েত নিয়ে মিছিল হবে তিন বিধানসভা কেন্দ্র মানিকতলা, শ্যামপুকুর ও কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রের । নেতৃত্বে থাকবেন অতীন ঘোষ, শশী পাঁজা ও সুপ্তি পাণ্ডে ।
হলুদ শাড়িতে দলনেত্রীর মুখ...
- পরনে হলুদ শাড়ি, তাতে আঁকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি । সেই শাড়ি পরে ধর্মতলার সমাবেশে যোগ দিচ্ছেন 47 জন মহিলা । তাঁদের সকলের শাড়িতে লেখা 21 জুলাইয়ের মূল বার্তা । তার সঙ্গে রয়েছে দলনেত্রীর মুখ ।
- তাঁদের কথায়, শহিদদের স্মরণ করতেই এই শাড়ি পরে তাঁরা এসেছেন ।
ধন্যবাদজ্ঞাপন অভিষেকের...
- গত কয়েকবারের মতো 21 জুলাইয়ের প্রস্তুতিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । আজ সোশাল মিডিয়া পোস্টে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷
অভিষেক লিখেছেন, ‘‘একুশে জুলাই অত্যাচারের বিরুদ্ধে সাহসের প্রতিভূ ৷ এই দিন মানুষের । এই শহিদ দিবসে, আমরা যেমন আমাদের শহিদদের সম্মান জানাই, জনগণের অধিকারের জন্য নিরলসভাবে লড়াই করারও অঙ্গীকার করি ।
আমি বাংলার জনগণকে ধন্যবাদ জানাই ৷ বাংলা বিরোধীদের বারবার দেখিয়ে দিয়েছে যে বাংলা কোনও অবস্থাতেই মাথা নত করবে না, আত্মসমর্পণ করবে না ।
জয় হিন্দ ! জয় বাংলা !’’
কোন রাস্তা খোলা থাকছে ?
- মেয়ো রোড, পার্ক স্ট্রিট ও রেড রোড খোলা থাকছে । লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, একুশে জুলাই যাতে শহর সচল থাকে, তার জন্য বাড়তি চেষ্টা করা হচ্ছে ।
বন্ধ থাকছে শহরের একাধিক রাস্তা...
- শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ । ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা আজ সাধারণ মানুষের জন্য বন্ধ করা হতে পারে ।
- সকাল থেকেই একুশে জুলাইয়ের সমাবেশের জন্য জেলা ও জেলাস্তর থেকে একাধিক মানুষ ভিড় জমাতে শুরু করেছেন । দুপুর 12টার পর হাওড়া ব্রিজ সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে ৷ এছাড়াও স্ট্র্যান্ড রোড, ব্রেভন রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, বেঙ্গলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, হেয়ার স্ট্রিট ও বউবাজার এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ।
শহরমুখী জেলার তৃণমূল কর্মী-সমর্থকরা...
- সকাল থেকেই দলে দলে শহরমুখী জেলার তৃণমূল কর্মী-সমর্থকরা । শিয়ালদা স্টেশনের বাইরে 21 জুলাই স্টেজে খিচুড়ি বিতরণ করা হচ্ছে দলের তরফে । যারা দূরদুরান্ত থেকে রাত জেগে বা খুব ভোরে বেরিয়েছেন, তাঁদের মধ্যে খিচুড়ি পরিবেশন করা হচ্ছে ।
আঁটসাঁট নিরাপত্তা...
- রাত 12টা থেকে ভিক্টোরিয়া হাউস, বিবাদী বাগ, হেস্টিংস-সহ একাধিক জায়গায় গাড়ি রাখা যাচ্ছে না । বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজে বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হয়েছে । নজরদারির দায়িত্ব থাকছেন চার জন এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিক ।
- ছাড় রয়েছে দুধের গাড়ি, ওষুধের গাড়ি, তেলের গাড়ি-সহ একাধিক ক্ষেত্রে । কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই ট্র্যাফিক বিভাগকে বলা হয়েছে, রাস্তায় কোনও অ্যাম্বুলেন্সকে যেন দাঁড়াতে না-হয় ।
ধর্মতলায় কড়া নিরাপত্তা...
ভোর 4টে থেকেই ময়দানে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের মোট সাড়ে 3 হাজার পুলিশ থাকছেন ।
নেই অতিরিক্ত মেট্রো...
ধর্মতলামুখী হবেন বহু মানুষ। পরিষেবা স্বাভাবিক রাখার পাশাপাশি রেলকে পরিষেবা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরও অবশ্য কর্ণপাত করেনি কলকাতা মেট্রো ৷ তৃণমূলের মেগা সমাবেশের দিন চলছে না বাড়তি মেট্রো ৷ তবে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ৷
সবচেয়ে বড় চমকের নাম অখিলেশ...
- একুশে জুলাইয়ের শহিদ স্মরণ কর্মসূচিতে সবচেয়ে বড় চমকের নাম অখিলেশ যাদব ৷ আগামিকাল ধর্মতলায় তৃণমূলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো ৷
- আজই তিনি কলকাতায় পৌঁছবেন । কলকাতা বিমানবন্দর থেকেই সরাসরি তিনি চলে আসবেন ধর্মতলায় মেগা সমাবেশের মঞ্চে । অখিলেশ যাদবের পাশাপাশি উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সহ-সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দও ।
এখানে কেউ নেতা নন, সবাই কর্মী...
শনিবার সন্ধ্যা ছটায় একুশে জুলাইয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । খানেই তাঁর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা, "আমাদের এখানে কেউ নেতা নন, সবাই কর্মী ।"
একুশে নিয়ে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...
শনিবার তিনি লিখেছেন, ‘‘আগামিকাল আবার একুশে! 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন । অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ । আমি হারিয়েছিলাম আমার 13 জন সহযোদ্ধাকে । তাই 21শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ । 21শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ ।’’