কলকাতা, 31 অক্টোবর:ঘূর্ণিঝড়ে টুকরো মেঘ এখনও ভাসছে । তার জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে । তবে নভেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা একটু ওপরের দিকে থাকলেও পশ্চিমের দিকের জেলাগুলির পারদ কিছুটা হলেও নামতে শুরু করেছে । তাপমাত্রায় পতন শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ।
কবে থেকে বঙ্গে হিমেল পরশ ?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আকাশ মেঘমুক্ত হলেই নতুন মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে পারদ নামবে । হালকা হলেও হিমেল পরশ পাওয়া যাবে ।
উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা:
তবে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দু-এক জায়গায় । কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামিকাল দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।