পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানিনগরে বাম-কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষে বোমাবাজি, জখম 2 - Bombing at Raninagar - BOMBING AT RANINAGAR

Bombing at Raninagar: মুর্শিদাবাদের রানিনগরে বাম-কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজি ৷ ঘটনায় তৃণমূলের দুই কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

ETV BHARAT
রানিনগরে বাম-কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষে বোমাবাজি ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 1:37 PM IST

বহরমপুর, 6 জুলাই: বাম-কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে শনিবার অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর ৷ এলাকা দখলকে কেন্দ্র করে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা ৷ বহরমপুরের রানিনগর থানার ডেপুটি পাড়ার ঘটনায় দু’জন জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ জখমদের নাম আশিস মণ্ডল এবং জাহাঙ্গির আলম মণ্ডল ৷

রানিনগরে বাম-কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষে বোমাবাজি ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, দু’জনেই তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে ৷ দু’জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানিনগর থানার পুলিশ বাহিনী ৷ বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে ৷ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর তাজা বোমা ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে ৷

গত পঞ্চায়ের নির্বাচন থেকেই রানিনগর থানা এলাকা দখলদারি ও রাজনৈতিক সংঘর্ষে ফুঁসছে ৷ এই অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেস জোট কার্যত রাজ্যের শাসকদলকে কোণঠাসা করে দিয়েছিল ৷ জোট সমর্থকরা তৃণমূলের বিরুদ্ধে প্রতিনিয়ত আগ্রাসী মনোভাব দেখিয়েছে ৷ বেশ কয়েকটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দখলও নিয়েছিল বাম-কংগ্রেস জোট ৷ যদিও পঞ্চায়েত সমিতির বেশ কয়েকজন নির্বাচিত বাম-কংগ্রেস জোট সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সেগুলি তৃণমূলের দখলে চলে যায় ৷

তবে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে শাসকদল তাদের দিকে টানতে পারেনি ৷ একবছর পর লোকসভা ভোটে ফের তৃণমূল কিছুটা শক্তি সংগ্রহ করে রানিনগরে ৷ কিন্তু, এখানকার বিধানসভা থেকে বাম-কংগ্রেস জোটই এগিয়েছিল লোকসভা নির্বাচনে ৷ আর আজকের সংঘর্ষের সূত্রপাত এক তৃণমূল কর্মীর ছেলেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ৷ যা নিয়ে কংগ্রেস কর্মীদের অভিযোগ, তৃণমূল সমর্থকরা বাড়িতে লুটপাট ও ভাঙচুর করতে এসেছিল ৷ তারা প্রতিবাদ করেছিলেন ৷

এনিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন পাল্টা অভিযোগ করেছেন, "বাম-কংগ্রেস জোটের দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ৷ তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করছে ৷" জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, "রানিনগরে তৃণমূল পায়ের তলার মাটি হারানোয় বেপরোয়া ও বেলাগাম হয়ে পড়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details